গেমিং এর প্রতি যাদের আকর্ষণ আছে তারা নিশ্চয়ই call of duty, Pes football 19, Assassin's creed ইত্যাদি গেমগুলোর কথা শুনে থাকবেন। গেমিং ফ্র্যাঞ্চাইজি জগতে এসব সিরিজের বেশ নামডাক আছে। বিশ্বব্যাপি গেমারদের সংখ্যা ৩ বিলিওনেরও বেশি। গেমিং এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে বেশ কিছু প্ল্যাটফর্ম। Playstation, Xbox, Console সহ ডেস্কটপ থেকে শুরু করে আমাদের হাতের মুঠোয় থাকা মোবাইলেই আমরা সহজে বিভিন্ন গেমস খেলতে পারি।
গেমিং শুরুতে বিনোদনের জন্য খেলা হলেও এখন এটির রয়েছে আলাদা এক দুনিয়া। গেম খেলাকে অনেকে এখন প্রফেশন হিসেবেও নিতে শুরু করেছে। এটিকে বলা হয় e-sport.যারা কম্পিটিটিভ গেম খেলতে পছন্দ করেন সেই সাথে খেলায় বেশ দক্ষতা আছে তাদের জন্য এটি বেশ সম্ভাবনাময় খাত। ইস্পোর্টস এর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীও রয়েছে! অবিশ্বাস্য হলেও সত্যি গেমিং বা ই-স্পোর্টস এর উপর uk সহ বিভিন্ন দেশ ডিগ্রি দিয়ে থাকে।
বড় বড় যেসব ইস্পোর্টস টুর্নামেন্ট হয়ে থাকে সেগুলোর প্রাইসপুলও বেশ আকর্ষণীয় হয়ে থাকে। ২০২২ এ ডুবাই এ অনুষ্ঠিত হওয়া পাবজি মোবাইল গ্লোবাল টুর্নামেন্ট এর প্রাইজমানি ছিল ২ মিলিয়ন ডলার! অন্যান্য সকল দেশের মতো আমাদের দেশেও রয়েছে বিশাল এক গেমিং কমিউনিটি। সেই সাথে A1 esports এর মতো টিমও ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলোতে নিয়মিত অংশগ্রহণ করে ভালো ফলাফল করছে।
সাধারনত একেক প্ল্যাটফর্মের জন্য রয়েছে একেক গেম। ডেস্কটপের জন্য আলাদা, কনসোলের জন্য আলাদা এবং কি প্লেস্টেশনের জন্য আলাদাভাবে গেম ডেভেলপ করা হয়ে থাকে। ডিভাইসের ক্ষমতা, জিপিইউ লোড, গেমের সাইজের উপর ভিত্তি করে বিভিন্ন গেমস তৈরি করা হয়। সাধারনত মোবাইলের তুলনায় পিসি বা কনসোলের গেমগুলো উন্নত অভিজ্ঞতা দিয়ে থাকে। হার্ডওয়্যার দিক দিয়ে ডেস্কটপ মোবাইলের তুলনায় শক্তিশালী হওয়ায় পিসি গেমগুলোতে ভালো গ্রাফিক্স, ভালো কালার প্রোডাকশন আর ভালো গেমিং ফিজিক্স পাওয়া যায়।
আমাদের দেশের কথা চিন্তা করলে এদেশের অধিকাংশই মোবাইল নির্ভর গেমস খেলে থাকে। সবার বাড়িতেই পিসি, ডেস্কটপ কিংবা প্লেস্টেশন থাকেনা। ফলে অনেকেই পিসি গেমসের অভিজ্ঞতা লাভের সুযোগ পায়না। এটির একটি চমৎকার সমাধান হতে পারে ক্লাউড গেমিং।
ক্লাউড গেমিং হলো সেই গেমিং পদ্ধতি যেখানে ব্যবহারকারীরা মোবাইল ফোন দিয়েই পিসি বা কনসোলের গেমগুলো খেলতে পারে। এর ফলে দরকার হয়না আলাদা জিপিইউ, মনিটর কিংবা শক্তিশালী র্যাম। হাতে থাকা সাধারন ফোন দিয়েই সবাই পিসি গেমিং এর স্বাদ নিতে পারে।
ক্লাউড গেমিং এর মূলে থাকে একটি শক্তিশালী সার্ভার। সেই সার্ভারের সাথে ব্যবহারকারীদের ক্লাউড গেমিং সফটওয়্যার রিয়েল টাইম রেন্ডারিং এর মাধ্যমে গেমিং অভিজ্ঞতা দিয়ে থাকে। এর ফলে ব্যবহারকারীরা অনায়াসেই পিসির গেমগুলো খেলতে পারে।
ক্লাউড গেমিং সাধারনত খরুচে হয়ে থাকে। লিমিটেড সময়ে খেলার জন্য বেশ ভালোরকম পেইড করা লাগে। তাছাড়া ক্লাউড গেমিং এ ল্যাটেন্সি একটি বড় ধরনের ইস্যু। ল্যাটেন্সি হচ্ছে আপনার ডিভাইসের সাথে সার্ভরের কমিউনিকেশনের মধ্যে সময়ের ব্যবধান কত। এটিকে অনেকে ping হিসাবেও চিনে থাকেন। সাধারনত যত কম latency দেখা দেয় তত ভালো গেম স্মুথলি চলতে পারে। গেমের ল্যাটেন্সি আপনার ইন্টারনেটের কানেকশন, সার্ভার কতটুকু শক্তিশালী ইত্যাদি ফ্যাক্টরের উপর নির্ভর করে থাকে।
সাধারনত খুব কমই ফ্রি ক্লাউড গেমিং অ্যাপস আছে যেগুলোতে বিনামূল্যে খেলার সুযোগ আছে। Nvidia Geforce cloud gaming, Jio cloud gaming সহ বেশিরভাগ ক্লাউড গেমিং সম্পূর্নরূপে পেইড হয়ে থাকে। এসব অ্যাপসে গেম খেলার জন্য টাকা দিয়ে পারচেজ করা লাগে। যার ফলে অনেকে খেলতে পারেনা।
আজকে আমি পরিচিতি করাবো এমন দুটি ক্লাউড গেমিং অ্যাপস নিয়ে যেগুলো আপনারা গুগল প্লেস্টোরে ফ্রিতেই পেয়ে যাবেন। এখানে আছে Freemium পদ্ধতি। অর্থাৎ এই অ্যাপসগুলোর কিছু সুবিধা বিনামূল্যে উপভোগ করা যায় আবার সেরা অভিজ্ঞতার জন্য এটির প্রিমিয়াম ভার্সন নেয়া লাগে। তবে ফ্রি ভার্সন দিয়েই লিমিটেড সময়ের জন্য গেম খেলা যায়। তাছাড়া টাইম বৃদ্ধি করার জন্য রয়েছে অ্যাডস দেখার সুযোগ। অর্থাৎ আপনারা কয়েকটি অ্যাডস দেখলেই টাইম লিমিট বাড়াতে পারবেন।
এটির সাইজ ১১৩ মেগাবাইট
প্লেস্টোর লিংক: https://play.google.com/store/apps/details?id=com.cga.cloudgame.platform
আপনারা প্লেস্টোরে Starpark লিখে সার্চ করে কিংবা উপরের দেওয়া লিংক থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন।
প্রথমে আপনাকে এটির জন্য রেজিস্ট্রেশন করা লাগবে। এজন্য নিচে দেখানো টিউটোরিয়াল ফলো করুন।
প্রথমে আপনাদের সাইনআপ করতে হবে। এজন্য আপনারা জিমেইল দিয়ে সাইনআপ করে নিবেন।
এরপর এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এটি হচ্ছে হোমপেইজ। আপনারা নিচের দিকে game অপশনে ক্লিক করলে গেম লাইব্রেরিতে প্রবেশ করে নিবেন।
দেখুন এখানে গেমগুলো দেখাচ্ছে। যেহেতু এটি freemium তাই এটির বেশ কিছু গেম লকড। অর্থাৎ এখানে আপনারা সবগুলো গেমের অ্যাকসেস পাবেন না। তবে ফ্রিতে যেসব গেম আছ সেগুলোও বেশ ভালো। Call of duty modern warfare, Gta vice city সহ বেশ কিছু ভালো ভালো গেইম এখানে পেয়ে যাবেন। এখানে গেম টাইম লিমিটেড। তবে আপনারা যদি অ্যাডভার্টাইজগুলো স্কিপ না করে দেখেন তবে ফ্রিতেই মিনিট রিওয়ার্ড পেয়ে যাবেন।
আমি দেখানোর জন্য Naruto Shippuden এ ক্লিক করলাম। এখানে play অপশনটিতে ক্লিক করুন।
এরপর আপনাকে বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে। এখানে দেখাচ্ছেন row 25 দেখাচ্ছে। সাধারনত ৬-১২ সেকেন্ডের মধ্যেই আপনাকে গেমের অ্যাকসেস প্রদান করবে।
খেয়াল রাখবেন সবার আগে আপনাকে story teaser দেখাবে। অর্থাৎ গেমের কাহিনী কিভাবে শুরু হয়েছে, টাইমলাইন এসব দেখাবে। তবে সেটি skip করে সোজা অ্যাকশনে যাওয়ার অপশনও আছে। এজন্য উপরের নীল মার্ক করা start এ ক্লিক করলে skip অপশন আসবে। সেখান থেকে লাল মার্ক করা বক্সটি দিয়ে yes অপশনে সিলেক্ট করে A বাটনটি টিপে স্কিপ করে নিবেন। তাহলেই আপনাকে সরাসরি গেমে নিয়ে যাবে। আমি নিচে কয়েকটি গেমপ্লে স্ক্রিনশট দিলাম। আশাকরি একটি ভালো ধারনা পাবেন।
এটির play store ডাউনলোড লিংক https://play.google.com/store/apps/details?id=com.bikii.game
প্রথমটির তুলনায় এটির মিনিট কম পেলেও এটির প্রথমটির চেয়ে বেশ ভালো গেমের কালেকশন আছে। Spiderman, Red dead redemption, Tekken সহ বেশ ভালো ভালো গেমের কালেকশন আছে। যেটি আগের চেয়েও সমৃদ্ধ।
এখানে আপনারা হোমপেইজ স্ক্রল করে যেখানে play অপশন আছে সেগুলো খেলতে পারবেন। এখানেও বেশ কিছু গেম পেইড রয়েছে। যেগুলো খেলার জন্য প্রিমিয়াম ভার্সন নিতে হবে। আমি আর এটির গেমপ্লে দেখালাম না। নিচে কয়েকটি ফ্রি গেমের কালেকশন দেখালাম। আশাকরি ভালো লাগবে।
আজ এই পর্যন্তই। আশাকরি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নতুন কোন টিউটোরিয়াল নিয়ে।
আমি Sadman89। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 মাস 3 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।