আমরা বেশিরভাগ সময় আমাদের উন্নতির সূচক পরিমাপ করি, অনেক ক্ষেত্রে সমস্যা কি পর্যায়ে আছে বা চলে যাচ্ছে তা নিয়ে ভাবি না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে উন্নত হচ্ছে, তার পাশাপাশি ধূলার দূষন ভয়ানক পর্যায়ে চলে গেছে। বিশেষ করে রাজধানী ঢাকা এক রকমের ধুলা-বালির শিল্পায়ন হয়েছে বলা চলে। কারন সারা পৃথিবীতে দিল্লির পর বাতাসে ধুলা বালির পরিমান ঢাকাতে বেশি। যা সাধারন পরিস্থিতির প্রায় ৫ গুন বেশি। অন্তত এ সূচকে ঢাকা অনেক আগেই বসবাসের অযোগ্য শহরে পরিনত হয়েছে।
এই শহরের অপরিকল্পিত নগরায়ন, ধুলা নিয়ন্ত্রন পদ্ধতি কিংবা ধুলা নিয়ে পরিকল্পনার অভাবকে এজন্য দায়ী করতে পারি। ঢাকাবাসী প্রতিনিয়ত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, প্রায় প্রতিটি ঘরে শ্বাস কষ্ট, হাঁপানি, চোখে সমস্যা, এলার্জি কিংবা ফুসফুসে ইনফেকশনের রোগী রয়েছে। এদিকে আমাদের নগর কর্তৃপক্ষ মাঝে মাঝে এই বিষয়ে সজাগ হলেও, তাদের কোন দীর্ঘ মেয়াদী পরিকল্পনা বা সচেতনতা চোখে পড়ার মত না। প্রায় প্রতিটি এলাকার রাস্তা ঘাট ধুলাময়। এ বিষয়ে সবাই যেন অবজ্ঞা করছে, সঠিক কর্মপদ্ধতি গ্রহন করছেন না নগরপিতারা।
আমরা যদি শুকনো মৌসুমের একটি পরিসংখ্যানের দিকে তাকাই তবে দেখবো ঢাকায় প্রতি ঘনমিটার বাতাসে প্রায় ৫০০ মাইক্রোগ্রামের বেশি ধুলা রয়েছে। এজন্য অনেক সময় দায়ী করা হয় রাজধানীতে গৃহ নির্মান, সারা বছর রাস্তা খনন ও মেরামত। আবার কোন কোন এলাকায় দীর্ঘদিন রাস্তা মেরামত না করার ফলে প্রচুর ধুলা সৃষ্টি হচ্ছে। আরেকটি মূল সমস্যা রাস্তা নিম্ন মানের উপকরন ও প্রয়োজনের তুলনায় কম সিমেন্ট ব্যবহার করে রাস্তার ঢালাই দেওয়া হচ্ছে। এতে সম্পদের ব্যাপক ক্ষতি, দূর্নীতি ও স্বাস্থ্য ঝুঁকি বেড়েই চলছে। মাঝে মাঝে আমরা সিটি কর্পোরেশনকে দেখি রাস্তায় পানি ছিটাচ্ছে, যার কারনে তৈরি হয় যানযট ও জনগণের ভোগান্তি।
সুতরাং সরকারের উচিত এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহন করা। এ বিষয়কে গুরত্ব দিয়ে ধুলা নিয়ন্ত্রনে কাজ করা এবং গবেষণা করা। নগরবাসী মনে করেন শহরকে অবশ্যই বসবাসের উপযুক্ত করা, পরিবেশবান্ধব হিশেবে গড়ে তোলার দায়িত্ব সরকারের। এই বিষয়ে নগর কর্তৃপক্ষের কোন কার্যকরী পদক্ষেপ নেই বললেই চলে। গবেষকরা বলেছেন, উন্নয়নের কাজ করতে গেলে ধুলা বিস্তার কোন অস্বাভাবিক বিষয় না, তবে সারা শহরে ধুলা-বালি থাকাটা মেনে নেওয়া যায় না। পাশাপাশি বাংলাদেশের প্রতিটি বড় শহরের নাগরিকের সহযোগিতা ও সচেতনতাও প্রয়োজন। আসুন সকলে মিলে শহরকে ভালবাসি ও বাসযোগ্য করে তুলি।
আমি মোঃ আল আমীন। COO, Utpadok.com, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি লেখালিখি করতে ভালবাসি। এছাড়াও আমি বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে থাকি। আমি পত্রিকা, সামাজিক মাধ্যমে ও ব্লগে লেখালিখি করি। আমি বই পড়তে খুব ভালবাসি। এছাড়াও আমার নিজস্ব ব্যবসা রয়েছে। আমি সেই ব্যবসার সাথে দীর্ঘ দিন যুক্ত আছি।