কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম

Level 2
১ম বর্ষ, সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ, নবাবগঞ্জ

বর্তমান আমরা সবাই আধুনিক যুগে বসোবাস করে থাকি। আমরা সবাই উন্নত ও আধুনিক প্রয়যুক্তির সাথে পরিচিত। হাতে হাতে স্মার্ট ফোন। আজকাল সকল সরকারি, বেসরকারি সকল প্রতিষ্ঠানগুলো কম্পিউটারের ব্যবহার অন্যতম। আমরা সবাই ইংরেজি টাইপিং দক্ষ হলেও বাংলা যুক্ত বর্ণ লিখতে পারিনা। আপনি কী কম্পিউটারে বাংলা যুক্ত বর্ণ লেখার নিয়ম শিখতে চাচ্ছেন? আজকের সম্পূর্ণ আর্টিকেল আপনার জন্য। যারা ফ্রিল্যান্সিং বা কম্পিউটার বিষয়ক কাজের সাথে জড়িত তাদের জন্য এই দক্ষতা থাকাটা জরুরী।

আমরা অনেকে টাইপিং শেখার জন্য বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে যাই। আপনার বাড়িতে একটা কম্পিউটার বা ল্যাপটপ থাকে, আপনাকে অর্থ ব্যয় করে  কোর্স করতে হবে না।  আর্টিকেলটি পড়ে নিয়মিত চর্চা করলে কম্পিউটারে বাংলা টাইপিং আপনার কাছে হাতের ময়লা মনে হবে। এর পাশাপাশি এই ব্লগটি সম্পূর্ণ পড়লে কম্পিউটারে বাংলা টাইপিং সফটওয়্যার ও ফন্ট সম্পর্কে স্পষ্ট একটা ধারণা পাবেন।

কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম


বিজয় কিবোর্ডের সাথে আমরা সবাই পরিচিত। বিজয় কিবোর্ডে বাংলা লেখা শেখা কঠিন কোনো কাজ না। নিয়মিত প্র্যাকটিস করলেই আপনিও বাংলা স্বতঃস্ফূর্তভাবে লিখতে পারবেন। বাংলা লিখতে আমাদের প্রায়ই যুক্তবর্ণের ব্যবহার করতে হয়। এজন্য যুক্তবর্ণ লেখার নিয়ম জানতে হবে। বাংলা যুক্ত বর্ণ লেখার আগে এক নজরে দেখে নেয়া যাক স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ লেখার নিময়।

বিজয় কিবোর্ডে সুইচ করার শর্টকাট কি- Ctrl+Alt+B


অভ্র কিবোর্ডে যুক্তবর্ণ লেখার নিয়মঃ

আপনি  বিজয়ের পাশাপশি অভ্র দিয়েও বাংলা টাইপিং করতে পারেন। বিজয় দিয়ে না শিখতে পারলে আপনি  অভ্র কিবোর্ড ব্যবহার করতে পারেন, সুইচ করার শর্টকাট কি-F12 ফাংশন কি। অভ্র সফটয়্যারে বাংলা লেখার সময় আপনি অভ্র লে-আউট ভিউয়ার পাবেন। যা আপনাকে নির্ভুলভাবে বাংলা টাইপ করতে সাহয্য করবে। তবুও আপনার সুবিধার্থে নিচে অভ্র কিবোর্ডে যুক্ত বর্ণ লেখার নিয়ম গুলো দেওয়া হলো।

ক্ট = kT

ক্ট্র = kTr

ক্ত = kt

ক্ত্র = ktr

ক্ন = kn

ক্ব = kw

ক্ষ্য = kkhZ

ক্স = ks

খ্য =khZ

খ্র = khrr

গ্‌ণ = g, , N

গ্ধ = gdho

গ্ধ্য = gdhZ

গ্ধ্র = g, , dhr

গ্ন = gn

গ্ম্য = gmZ

ক্ম = km

ক্য = kZ

ক্র = kr

ক্ষ = kkh

ক্ষণ = kkhN

ক্ষ্ম = kkhm

ক্ষ্ম্য = kkhmZ

উদাহরণঃ আমি - AMI, বাংলা-BANGLA,

কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার


কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার হলো অভ্র, বিজয় এবং কণ্ঠ। বিজয় কিবোর্ড ও অভ্র সফটওয়্যার অনেক পুরোনো। কিন্তু কণ্ঠ কিবোর্ডটি সম্প্রতি বাজারে এসেছে।

২০০৩ সালের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের মেহেদি হাসান খান নামে এক বড় ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের ফসল এই অভ্র। সারারাত জেগে উনি এই কাজ করে।

২৬ মার্চ ২০০৩ সালে তিনি এটি উন্মুক্ত করে দেন। শুরুতে এটিতে অনেক বাগ ছিল পরবর্তীতে ২১ ফেব্রুয়ারী ২০১৪ সালে অভ্র 5.5.0 ভার্সন Stable ভার্সন হিসেবে রিলিজ হয়। বিজয় ও অভ্র এর একটা সমন্বয় করে কণ্ঠ সফটওয়্যার তৈরি করা হয়েছে। তাই এই কিবোর্ডে অভ্র ও বিজয় দুইটা ব্যবহারের সুবিধা পাওয়া যায়।

কম্পিউটারে বাংলা লেখার ফন্ট


কম্পিউটারে বাংলা লেখার জন্য আমরা বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করতে পারি। তবে জনপ্রিয় একটি ফন্ট SutonnyMJ। গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে KongshoMJ ফন্ট ব্যবহার হয়ে থাকে। এছাড়াও Kalpurush, Apona Lohit, Siyam Rupali, Nikosh, Mukti Narrow, Akaash, এর মতো আরো অসংখ্য ফন্ট ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

আপনি যদি ইউনিকোড দিয়ে বাংলা লিখতে চান তাহলে SutonnyOMJ, Solaiman Lipi, Hind Siliguri ইত্যাদি। স্টাইলিশ বাংলা ফন্ট এর মধ্যে রয়েছে Alinur Abokash, Niladri Nabanna ইত্যাদি।
দ্রুত টাইপিং এর জন্য টিপস:
অনলাইনে আমরা অনেক টাইপিং এপ্লিকেশন্র ব্যবহার করতে পারি। আপনার টাইপিংকে আরো দ্রুত ও নির্ভুল করবে।

সবশেষে একটি পরামর্শ থাকবে নিয়মিত প্রতিদিন চর্চা করুন। যুক্তবর্ণ আছে এমন শব্দ এবং বাক্য লিখুন। এতে করে কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম নিয়ে আপনার কোন দ্বিধা দন্দের শিকার হতে হবে না।

 

 

 

 

Level 2

আমি ইমন সিকদার। ১ম বর্ষ, সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ, নবাবগঞ্জ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 মাস 2 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস