ফাইভার এর মত দুর্দান্ত আয় করার একটি অনলাইন সার্ভিস প্লাটফর্ম

আজকে আপনাদের একটি নতুন মারকেতপ্লেস এর সাথে পরিচয় করিয়ে দিব আর মজার বিষয় হচ্ছে মার্কেট প্লেসটি বাংলাদেশ এবং জাপানিজ প্রতিষ্ঠান মিলে তৈরি করা।

কোম্পানির নাম হচ্ছে ডিউটি

 

এই প্লাটফর্মের কাজ মূলত প্রায় ফাইভার এর মত কিন্তু এখানে ফিজিক্যাল সার্ভিস দেয়ার ও বেবস্থা আছে যেটা কিনা অন্যান্য প্লাটফর্মে নেই।

প্লাটফর্মটি আমার কাছে বেশ ভাল লেগেছে তবে তাদের ওয়েব ভার্সন থেকে মোবাইল ভার্শনটি বেশি ভাল লেগেছে।

তাদের সব থেকে আকর্ষণীয় ফিচার হচ্ছে ১৫% বোনাস দেয়। যেখানে অন্যান্য প্লাটফর্ম সেলার এর কাছ থেকে টাকা কেটে রাখে তারা বরং এর উল্টো।
মানে আপনি যদি ১০০ টাকার একটি সার্ভিস সেল করেন তারা আপনাকে ১১৫ টাকা পরিশোধ করবে।

 

 

আরও কিছু ফিচার আছে সেগুলো হলঃ

  • ফি: কোন ফি নেই, তার মানে লাভের উপর লাভ।
  • সহজ প্রক্রিয়া: তাদের সহজবোধ্য ইন্টারফেসের মাধ্যমে মাত্র কয়েক ক্লিকেই আপনি আপনার পরিষেবাগুলি টিউন করতে এবং ক্লায়েন্টদের খুঁজে পেতে পারবেন।
  • দ্রুত পেমেন্ট: তাদের দ্রুত ও নিরাপদ পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনি সহজেই আপনার টাকা উত্তোলন করতে পারবেন।
  • বিশ্বস্ত কমিউনিটি: তারা একটি নিরাপদ এবং বিশ্বস্ত কমিউনিটি তৈরি করেছে, যেখানে আপনি প্রতিভাবান ফ্রিল্যান্সার এবং নির্ভরযোগ্য ক্লায়েন্টদের সাথে সংযোগ করতে পারবেন।
  • সাপোর্টঃ তাদের সাপোর্টে ম্যাসেজ করলে সর্বচ্চ ১ ঘণ্টার ভিতর জবাব চলে আসে।

আরও কিছু ফিচার না বললেই নয়

তারা আপনাকে দিবে একটি রিয়েল টাইম ডেশবোর্ড যেখানে আপনি চোখ ধাঁধানো ফিচার

  • তদের এপয়েন্টমেন্ট সিস্টেমে আপনি আপনার জেকন ক্লায়েন্টের সাথে এপয়েন্টমেন্ট করতে পারবেন। অথবা আপনার ক্লায়েন্ট আপনার সাথে এপয়েন্টমেন্ট করতে পারবে
  • রিয়েল টাইমে চাটিং
  • মেম্বার ম্যানাজমেন্ট সিস্টেম,  যার মাধ্যমে আপনার ক্রেতা অথবা সদস্যদের মেনেজ করতে পারবেন কোন জামেলা ছাড়া
  • প্রতিটা ক্রেতার প্রোফাইলে পারসোনাল নোট এর মাধ্যমে ভবিষ্যতে মনে রাখার জন্য কোন ক্রেতার সাথে কোন গুরুত্বপূর্ণ  বিষয় লিখে রাখতে পারবেন।
  • নোটিশ এর মাধ্যমে আপনি আগাম ভাবে আপনার ক্রেতাদের বিজ্ঞপ্তি দিয়ে রাখতে পারবেন
  • কাজের সময় সেট করে রাখতে পারবেন যার ফলে সবাই বুঝতে পারবে আপনার সার্ভিস সেন্টার অথবা আপনাকে কখন পাওয়া যাবে।
  • সব থেকে ভাল লেগেছে এখানে দরদাম করা যায় মানে আপনি যে কোন সেলার এর সাথে দামাদামি করতে পারবেন আবার একদাম এর সার্ভিস আছে যার মাধ্যমে সেলার তার যে কোন সার্ভিস একদাম সেট করে রাখতে পারবে।
  • ডেলিভারির বিষয় তা একেবারেই নূতন, এই প্লাটফর্মে ক্রেতা সিদ্দান্ত নিতে পারবে সে তার সার্ভিস করবে নিবে যার ফলে ক্রেতা নিজে ডেলিভারি তারিখ পছন্দ করতে পারবে। যদি তার ডেলিভারি তারিখ এবং সব কিছু চেক করার পড় যদি বিক্রেতা অর্ডার গ্রহণ করে এবং সেই সময়ের ভিতর সার্ভিস ডেলিভারি করতে না পারে, সেক্ষেত্রে ৭২ ঘণ্টা পর সার্ভিস কেন্সেল হয়ে যায় এবং ক্রেতার টাকা ক্রেতার কাছে ফেরত চলে যায়। তবে সেক্ষেত্রে ডেলিভারি তারিখ অতিক্রম হউয়ার আগে বিক্রেতা চাইলে অতিরিক্ত সময় অনুরুধ করতে পারবে যেমন টা ফাইভারে করা যায় ঠিক তেমন এবং ক্রেতা যদি সেই তারিখ গ্রহণ করে তাহলেই সেটা নতুন তারিখের সাথে যোগ হবে

 

 

আপনি এই প্লাটফর্মে কিভাবে সাহায্য পাবেন?

  • যদি আপনি একজন ফ্রিল্যান্সার হন, তাহলে আপনি ডিউটিতে আপনার ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ভার্চুয়াল সহকারী সহ বিভিন্ন ধরনের পরিষেবাগুলি সহজেই টিউন করতে পারবেন।
  • আপনি যদি একজন শ্রমিক, রং মিস্ত্রি, কাঠমিস্ত্রি, উকিল, ডাক্তার, ইঞ্জিনার বিল্ডার মোট কথা আপনি যা কাজ জানেন তাই এ সার্ভিস দিতে পারবেন। যেটা কিনা এত দিন মানুষ দোকানে বাহিরে ঘুরে ঘুরে খুঁজেছে সেটা এখন তাদের ডিউটি প্লাটফর্ম থেকে নেয়া যাবে এবং দেয়া যাবে।
  • যদি আপনি একজন ক্লায়েন্ট হন, তাহলে আপনি ডিউটিতে আপনার প্রয়োজনীয় দক্ষতা সম্পন্ন প্রতিভাবান বেক্তি অথবা ফ্রিল্যান্সারদের খুঁজে পেতে পারবেন।

 

 

 

নিচে তাদের অ্যাপ এর লিংক দিলাম ডাউনলোড করুন

আমার রেফারাল লিংকঃ aryan77

অ্যাপ ইন্সটল করে সাইন আপ করুন রেফারাল লিংক টি অবশ্যই দিবেন না চাইলে সমস্যা নাই

অ্যাপ ডাউনলোড করুন :

 

সকল ছবি তাদের ফেসবুক পেজ থেকে কালেক্ট করা

Level 3

আমি EASIN ARAFAT। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস