আসসালামু আলাইকুম। আশাকরি সকলে ভালো আছেন। এই আর্টিকেলে আমরা এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম (এজুকেশন বেজড শিক্ষামূলক প্রশ্নোত্তর সাইট) নিয়ে আলোচনা করব, যেখানে আপনি প্ল্যাটফর্মের সদস্যের মাধ্যমে আপনার সকল প্রশ্ন কিংবা সমস্যার সমাধান পেতে পারেন খুব সহজে।
এছাড়া আপনি অন্যজনের প্রশ্নের উত্তর দিতে পারবেন কিংবা সমস্যা সমাধানে অন্যান্য সদস্যদেরকে আপনার মূল্যবান পরামর্শ দিতে পারবেন। মূলত এই প্লাটফর্ম সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের জন্য একটি উন্মুক্ত প্রশ্নোত্তর ভিত্তিক কমিউনিটি।
বর্তমান বিশ্বে মানুষের দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধানের জন্য ক্রমেই অনলাইন বা ইন্টারনেট সব থেকে দ্রুত এবং নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠতেছে। তাই যখনই কোন প্রশ্নের উত্তর জানার প্রয়োজন হয়, তখনই মানুষ ইন্টারনেটে প্রশ্নের উত্তরটি খুঁজতে থাকে।
আর এর সুত্র ধরেই সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের জন্য বিভিন্ন সমস্যার সমাধানের উদ্দেশ্যে শিক্ষামূলক প্রশ্নোত্তর সাইট প্রশ্নহাব (questionhub.xyz) এর যাত্রা শুরু হয়।
কীভাবে QuestionHub এ রেজিস্টার/নিবন্ধন করবেন?
প্রথমে এখানে যান। তারপর সাইটের হেডারে থাকা নেভিগেশনের ডান পাশ থেকে "চাবি" আইকনে ক্লিক করুন। তারপর "নিবন্ধন করুন" লেখা একটা বাটন শো করবে। বাটনটিতে ক্লিক করার পর আপনার নাম, মেইল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার সম্পন্ন করুন।
কীভাবে প্রশ্ন করবেন?
আমরা নিবন্ধন করা সম্পর্কে ইতোমধ্যে জানতে পারলাম। এবার জানব প্রশ্ন করার উপায় সম্পর্কে। প্রথমে আমরা নেভিগেশন থেকে "প্রশ্ন করুন" লেখা বাটনে ক্লিক করব। অথবা এই লিংকে ভিজিট করব। তারপর এক বাক্যে প্রশ্নটি লিখব। প্রশ্নটি লেখার পর অবশ্যই একটি বিভাগ/ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তারপর ক্যাটাগরি সিলেক্ট এর নিচে থাকা বড় বাক্সে আমরা প্রশ্নের বিস্তারিত লিখতে পারি (optional)। তারপর ট্যাগ/তকমা লিখতে হবে (এটিও optional) লিখলেও চলবে, না লিখলেও চলবে। এখন "প্রশ্নটি জিজ্ঞাসা করুন" বাটনে ক্লিক করলে প্রশ্নটি সাবমিট হয়ে যাবে।
Questionhub এ আপনি কোন ধরনের প্রশ্ন করতে পারবেন?
সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, প্রশ্নগুলি সম্প্রদায়ের জন্য প্রাসঙ্গিক হওয়া উচিত। আপনি জিজ্ঞাসা করার আগে, দয়া করে একটি অনুরূপ প্রশ্ন অনুসন্ধান করতে ভুলবেন না। আপনি তাদের শিরোনাম বা ট্যাগ দ্বারা প্রশ্ন অনুসন্ধান করতে পারেন।
কোন ধরনের প্রশ্ন এড়িয়ে চলবেন?
দয়া করে এমন প্রশ্ন জিজ্ঞাসা করুন যা আমাদের সম্প্রদায়ের সাথে সম্পর্কিত নয়, খুব সাবজেক্টিভ বা যুক্তিযুক্ত।
উত্তর করবেন কীভাবে?
প্রথমে আপনাকে যেকোন একটি প্রশ্নে ক্লিক করতে হবে। এর জন্য আপনি নেভিগেশন থেকে সকল প্রশ্ন এ ক্লিক করবেন। অথবা উত্তরবিহীন প্রশ্নে উত্তর দিতে চাইলে অনুত্তরিত এ ক্লিক করবেন। তারপর একটু নিচে স্ক্রল করলে উত্তর দেওয়ার জন্য একটা বড় বাক্স শো করবে। সেখানে আপনার উত্তরটি লিখে "উত্তর যোগ করুন" বাটনে ক্লিক করতে হবে।
উত্তর দেওয়ার সময় কোন বিষয়গুলো এড়িয়ে চলতে হবে?
QuestionHub হল একটি জ্ঞানভিত্তিক প্রশ্নোত্তর সাইট। এটি কোন আলোচনার গোষ্টি বা সম্প্রদায় নয়। তাই অনুগ্রহ করে আপনার উত্তরে বিতর্ক করা এড়িয়ে চলুন কারণ এটি আমাদের ফোরামের মান নষ্ট করে। উত্তরের জন্য কাউকে ধন্যবাদ জানাতে, দয়া করে মন্তব্য টিউন করুন, উত্তর নয়।
QuestionHub এর অস্বীকৃতিজ্ঞাপন
QuestionHub ওয়েবসাইটটি সকলের জন্য উন্মুক্ত। তাই, এখানে প্রকাশিত প্রশ্নোত্তর, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিস্ট প্রকাশকারীর। এই ধরনের তথ্য সম্পর্কে সকল দায় অস্বীকার করে। QuestionHub এমন সনদ প্রদান করে না যে, এই সাইটে প্রকাশিত সকল তথ্য সঠিক বা নির্ভুল। এই সাইটে প্রকাশিত তথ্যের উদ্দেশ্য শুধুমাত্র এর পাঠকদের একটা সাধারণ তথ্য সরবরাহ করা। এই তথ্য কোন বিশেষ পরিস্থিতি বা প্রশ্নের জন্য পেশাদার পরামর্শের বিকল্পও নয়। যে কোন সমস্যার জন্য অনুগ্রহ করে কোন পেশাদারের পরামর্শ নিন।
এছাড়া আমাদের সাইট সম্পর্কে জানতে চাইলে নীতিমালা, আমাদের সম্পর্কে, গোপনীয়তা, সাহায্য নিন, অস্বীকৃতিজ্ঞাপন পেজ ভিজিট করতে পারেন। রেসিপি সংক্রান্ত নিত্যনতুন আপডেট পেতে ভিজিট করুন এখানে।
আমি ফয়জুল মোস্তফা আব্দুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।