আসসালামু আলাইকুম। আশাকরি ভালো আছেন। আমাদের পারসসোনাল কাজে কিংবা ব্যাবসসায়িক কাজে অনেক ওয়েবসাইট বানানোর জন্য ডোমেইন হোস্টিং এর প্রয়োজন হয়। তখন কেউ কেউ অনেক রিসেলার এর কাছে গিয়ে একদম টাকায় ডোমেইন হোস্টিং কিনেন আবার অনেকে বড় ভাইদের কথা শুনে বিদেশি কোম্পানি থেকে কিনেন। তবে পরবর্তীতে দেখা নানা ধরনের সমস্যা দেখা যায়। নিচে এসব নিয়ে আলোচনা করা হলোঃ
১। রিসেলার বা কম টাকায় সার্ভিসঃ
যারা এসব সার্ভিস দেয় তাদের প্রায় সবাই ছোট সেলার বা রিসেলার হোস্টিং নিয়ে নিজেদের কোম্পানি বলে দাবী করে। তাই কোনো কোম্পানি থেকে সার্ভিস কেনার আগে তাদের ইউজার রিভিউ। কত বছ ধরে মার্কেটে আছে এসব ভালো করে দেখে নিবেন।
দেশি অনেক ভালো কোম্পানি আছে চাইলে তাদের থেকে নিতে পারেনঃ যেমনঃ AmarHoster. ExonHost. Hostever. ITnuthost, Putulhost. webhostbd. ইত্যাদি। এসব কোম্পানি থেকে নেওয়ার আগেও চেক করে নিতে পারেন।
২। বিদেশি কোম্পানিঃ
বিদেশি অনেক বড় বড় কোম্পানি আছে যারা অনেক পুরাতন এবং অনেক ভালো সার্ভিস দেয় তবে তাদের কোনো তাতেই আপনি বিকাশ। নগদ, রকেট বা এসব দিয়ে পেমেন্ট করতে পারবেন না। আর আমদের কাছে বিদেশি পেমেন্ট মেথড কম মানুষের কাছেই আছে। তাই তাদের থেকে সার্ভিস কিনলেও রিনিঊ করার সময় পেমেন্ট মেথড নিয়ে অনেক ঝামেলায় পড়তে পারেন। তবে আপনার নিজের পেমেন্ট করার ওয়ে থাকলে তাদের থেকে কিনতে পারেন।
তবে আমি সাজেস্ট করবো দেশি কোনো ভালো কোম্পানি দেখে সেটা থেকে ডোমেইন হোস্টিং কেনার।
আমি Ridoy Hasan Alif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।