ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইগ্রেশন সার্টিফিকেট উত্তেলনের নিয়ম

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ সহ অন্যান্য যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ঢাবি থেকে কোন পরীক্ষা দিয়েছেন এবং পাস করেছেন। এখন উচ্চশিক্ষা বা অন্য কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি হতে চাচ্ছেন। তাদের জন্য মাইগ্রেশন সার্টিফিকেট একটি বাধা হয়ে দাড়ায় উত্তেলনের জন্য। তাই আজেকে এর পুরো প্রক্রিয়া আমি আপনাদের সামনে তুলে ধরব।

সর্বপ্রথমে আপনাকে ঢাবি থেকে আপনার পরীক্ষার সকল প্রকার সার্টিফিকেট ও মার্কশীট উত্তেলন করে নিতে হবে। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন।

#DU_Migration_Certificate_Application_form_pdf

১/ উপরের ফর্মের ১ম পাতার (১-৫) নং ফাঁকা ঘর এবং ৩য় পাতা পূরণ করতে হবে। (ফর্মটা শাসনিক ভবন বিল্ডিং এর ২০৮ নং রুমে পাবেন বা এটা প্রিন্ট দিয়েও কাজ চালাতে পারবেন)

২/ এর সাথে যা যা লাগবেঃ আপনার ঢাবি থেকে প্রদত্ত সার্টিফিকেট (বিশ্ববিদ্যালয় কতৃক প্রদত্ত) এর সত্যায়িত ফটোকপি, পরীক্ষার প্রবেশপত্র এর ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি।

৩/ ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, এটাচ করে সত্যায়িত করতে হবে নিজ নিজ কলেজের বা শিক্ষা প্রতিষ্ঠান এর প্রিন্সিপাল কে দিয়ে।

৪/ এরপর জমা দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন বিল্ডিং এর ২০৮ নং রুমে। তারা চেক করে দেয়ার পর ‘জনতা ব্যাংক’, টিএসসি শাখায় গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে ১০০০/- (হলুদ কালারের) জমা দিয়ে মানি রিসিট ও কাগজপত্র নিয়ে আবার যেতে হবে প্রশাসনিক ভবন বিল্ডিং এর ২০৮ নং রুমে। তখন তারা আবার চেক করে আপনাকে ‘মাইগ্রেশন সার্টিফিকেট’ প্রাপ্তির তারিখ জানালে যথাযথ তারিখে গিয়ে নিয়ে আসবেন।

[বি. দ্র.-  ঢাবি মাইগ্রেশন প্রক্রিয়া কিছুটা কষ্ট লাঘব হবে এই আশায় পিডিএফ ফাইল আপ্লোড করলাম, প্রিন্ট করেই এটি কাজে লাগাতে পারবেন, কোন সমস্যা নেই, আমি কনফার্ম হয়ে এসেছি 🙂]

তারেক বিন ওমর

শিক্ষাবর্ষ : ২০১২-১৩

Level 2

আমি তারেক বিন ওমর। CEO, EasyTech IT, Savar,Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন টেকনোলজির ফেরিয়ালা ।নতুন নতুন জিনিস শিখতে এবং শিখাতে আমার খুব ভালো লাগে।প্রত্যেকের মধ্যে রয়েছে সুপ্ত প্রভিভা তা সামান্য কিছু পরিচর্চার মাধ্যমে বিকশিত হয়। টেকটিউনস তেমনি একটা প্লাটফম যা রক্ষানাবেক্ষন করে সেই প্রতিভার বিকাশ ঘটায়।আশা করি আমি আপনাদের সেই প্রচেষ্টার সামান্য কিছু আপনাদের দিতে পারব।-আল্লাহ হাফেজ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস