শাওমির নতুন ফোন রেডমি ১২

Xiaomi Redmi 12 Price in Bangladesh

শাওমি বাজারে ছাড়ল রেডমি-১২ সিরিজের ফোন। ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়ান্টে  রেডমি-১২ ফোনটির দাম পড়বে ১৮ হাজার ৯৯৯ টাকা।

রেডমি ১২ পাওয়া যাবে একাধিক কালার ভ্যারিয়ান্টে। এই ফোনে এনড্রয়েড ১৩ এর সঙ্গে শাওমির নিজস্ব অপারেটিং সিস্টেম মিআইইউআই ১৬ থাকবে। ফোনটিতে আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চাজিং সক্ষমতা।

রেডমি-১২ ৪জি ফোনের রিয়ার ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেন্সরের সঙ্গে আল্ট্রা–ওয়াইড–এঙ্গেল এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর রেডমি-১২ ৫জি ফোনে রিয়ার ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।

রেডমি-১২ ৪জি ফোনে অক্টাকোর মিডিয়াটেক জি৮৮ চিপসেট ও রেডমি-১২ ৫জি ফোনে অক্টাকোর কোয়ালকম স্নাপড্রাগন ৪ জেন ২ চিপসেট ব্যবহার করা হয়েছে। রেডমি-১২ ৪জি ও রেডমি-১২ ৫জি ফোন দুইটির ভার্চুয়াল র‍্যাম যথাক্রমে-১২ জিবি ও ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোনগুলোর ডিসপ্লে ৬.৭৯ ইঞ্চি ফুল এউচডি প্লাস (১০৮০ x ২৪৬০ পিক্সেল), ৯০ হার্জের রিফ্রেস রেট, টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্জ ও ব্রাইটনেস লেভেল ৪৫০ নিট রয়েছে। ডিসপ্লেতে কোরনিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। রেডমি-১২তে ৫জি এ ৪জি নেটওয়ার্কের সঙ্গে সঙ্গে ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ, এনএফসি, এবং ইউএসবি সি সংযোগ থাকবে।

হ্যান্ডসেটগুলিতে ৩.৫ মিমি অডিও জ্যাক এবং সাইডে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ধুলা এবং জল প্রতিরোধে আইপি ৩ রেটিং রয়েছে। ফোনগুলির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা হলো ১৬৮.৬০ এমএম x ৭৬.২৮ এমএম x ৮.১৭ এমএম ও ওজন ১৯৯ গ্রাম

একনজরে রেডমি ১২ ফোনটির স্পেসিফিকেশন:

  • ডিসপ্লে: ৬.৭৯ইঞ্চি
  • ব্যাক ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
  • র‍্যাম: ৮ জিবি
  • স্টোরেজ: ২৫৬ জিবি
  • ব্যাটারি: ৫০০০ মিলিএম্প
  • চার্জিং: ১৮ ওয়াট
  • দাম: ১৮, ৯৯৯ টাকা

Courtesy: mobilekosh.com

Level 0

আমি মোবাইল কােষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস