10 বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৩

১০ বছর মেয়াদি ই পাসপোর্ট করতে হলে প্রথমেই আপনাকে পাসপোর্টের ধরন সম্পর্কে জানতে হবে। নিচে ১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে তার একটি ছক দেওয়া হলো।

পাসপোর্ট সাধারনত দুই ধরনের হয়ে থাকেঃ-

মেয়াদ এর ধরনপৃষ্ঠার ধরনকাজের নির্ভরতাটাকার ধরনডেলিভারীর ধরন
৫ বছর মেয়াদি পাসপোর্ট 

৪৮

সাধারন৪০২৫২১ দিন
জরুরী৬৩২৫৭ দিন
অতি জরুরী৮৬২৫২ দিন
 

 

৬৪

সাধারন৬৩২৫২১ দিন
জরুরী৮৬২৫৭ দিন
অতি জরুরী১২০৭৫২ দিন
১০ বছর মেয়াদি পাসপোর্ট 

৪৮

সাধারন৫৭৫০২১ দিন
জরুরী৮০৫০৭ দিন
অতি জরুরী১০৩৫০২ দিন
 

৬৪

সাধারন৮০৫০২১ দিন
জরুরী১০৩৫০৭ দিন
অতি জরুরী১৩৮০০২ দিন

 

এই ছকগুলো  দেখলে হয়তো আপনারা বুঝবেন না তাই আপনাদের জন্য নিচে আরো বিস্তারিত আলোচনা করা হলোঃ-

৫ বছর মেয়াদি পাসপোর্ট ফি বাংলাদেশ

৫ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট এর রেগুলার ডেলিভারীঃ – ৪০২৫/- টাকা।

যদি আপনি জরুরী ডেলিভারী নিতে চান তাহলে খরচ হবেঃ – ৬৩২৫/- টাকা।

এছাড়াও যদি আরো জরুরী নিতে চান তাহলে খরচ হবেঃ- ৮৬২৫/- টাকা।

৫ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট এর রেগুলার ডেলিভারী নিলে খরচ হবেঃ – ৬৩২৫/- টাকা।

যদি আপনি জরুরী ডেলিভারী নিতে চান তাহলে খরচ হবেঃ – ৮৬২৫/- টাকা।

এছাড়াও যদি আরো জরুরী নিতে চান তাহলে খরচ হবেঃ- ১২০৭৫/- টাকা।

10 বছর মেয়াদি পাসপোর্ট ফি কত

10 বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট এর রেগুলার ডেলিভারীর খরচঃ- ৫৭৫০/- টাকা।

যদি জরুরী ডেলিভারী নেন সেক্ষেত্রে খরচ হবেঃ- ৮০৫০/- টাকা।

আর যদি অতি জরুরী নেন তবে খরচ হবেঃ- ১০৩৫০/- টাকা।

10 বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট এর রেগুলার ডেলিভারীর খরচঃ- ৮০৫০/- টাকা।

জরুরী ডেলিভারীর ক্ষেত্রে খরচ হবেঃ- ১০৩৫০/- টাকা।

অতি জরুরী ডেলিভারী নিলে খরচ হবেঃ- ১৩৮০০/- টাকা।

এখানে ডেলিভারীর যে বিষয়টি বলা হয়েছে সেটি হলো রেগুলার ডেলিভারী মানে সাধারন ডেলিভারী যেটা বেশিরভাগ মানুষই করে থাকে মোটামুটি ২১ দিনের মধ্যে রেগুলার ডেলিভারী পাওয়া যায়।

জরুরী ডেলিভারী নিলে মোটামুটি ৭ দিনের মধ্যেই পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। এটার ও মোটামুটি গ্রাহক খারাপ নয়।

অতি জরুরী মানে একদম ইমারজেন্সি খুব কম সংখ্যক লোক আছেন যারা অতি জরুরী পাসপোর্ট করে থাকেন। অতি জরূরী বলতে মাত্র দুই দিনে আপনি পাসপোর্ট ডেলিভারী পেয়ে যাবেন।

এছাড়াও আরো একটি কথা এখানে যে ফি গুলোর কথা উল্লেখ করা আছে সেই টাকা গুলো শুধুমাত্র পাসপোর্ট অফিসে জমা দেওয়ার সরকারী ফিস। এছাড়াও আপনার যে সকল খরচ হতে পারে তা হলো পাসপোর্ট করার জন্য আপনি যেখান থেকে আবেদন করবেন সেখানেও আপনার ৫০০-১০০০ টাকা পর্যন্ত লাগতে পারে (ক্ষেত্র বিশেষ কমবেশি হতে পারে)।

তবে আপনি যদি অতি জরুরী পাসপোর্ট ডেলিভারী নিতে চান তাহলে আপনি বাইরে থেকে আবেদন করতে পারবেন না। আপনাকে আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে তারপর পাসপোর্ট এর জন্য আবেদন করতে হবে।

এছাড়াও আপনার আরো খরচ হতে পারে যেমন, পুলিশ ভেরিফিকেশন এর জন্যও সেখানেও আপনার মোটামুটি ৫০০- ১০০০ টাকা খরচ হতে পারে। অনেক ক্ষেত্রেই পুলিশ ভেরিফিকেশন এর জন্য টাকা লাগে না। অনেকেই সম্মান করেই কিছু টাকা দেয় আবার কিছু পুলিশ নিজ থেকেই চেয়ে নেয়। তাই আপনি যেই মেয়াদের বা যেই ধরনের পাসপোর্ট ই করুন না কেন আপনার আরো কিছু টাকা এক্সট্রা রাখতে হবে।

পাসপোর্ট বানাতে কি কি লাগে ২০২৩

  • জন্ম নিবন্ধন।
  • NID কার্ড।
  • পিতা মাতার আইডি কার্ড।
  • নাগরিক সার্টিফিকেট।
  • পাসপোর্ট আবেদন অনলাইন কপি।
  • পাসপোর্ট ফি প্রদানের রশিদ।

পাসপোর্ট করার জন্য বয়সের নানা ধাপ থাকতে পারে তবে এখানে ১৮+ ব্যক্তিদের কথা বলা হয়েছে। তবে পাসপোর্ট করতে হলে আপনার জন্ম নিবন্ধন অবশ্যই থাকতে হবে। আপনার যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে দেখুন জন্ম নিবন্ধন বানাতে কি কি লাগে  আর যদি আপনার জন্ম নিবন্ধন এ কোন প্রকার ভুল থাকে তাহলে দেখুন জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম দেখুন।

পাসপোর্ট আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটঃ- এখানে ক্লিক করুন

অনলাইনে নিজের পাসপোর্ট চেক করুন খুব সহজে

অনলাইনে নিজের পাসপোর্ট চেক করুন খুব সহজে

এখন অনলাইনে নিজের পাসপোর্ট চেক করুন খুব সহজে নিচের লিংকে গিয়ে খুব সহজেই আপনার পাসপোর্ট চেক করে নিতে পারবেন।

পাসপোর্ট চেক করতেঃ- এখানে ক্লিক করুন

শেষকথা

এখানে আমি পাসপোর্ট বানাতে কি কি লাগে বা পাসপোর্ট করতে কত টাকা লাগে ইত্যাদি সম্পর্কে কথা বলেছি। আমি এখানে খুব সহজ ভাবেই আপনাদের বুঝিয়ে দিয়েছি কিন্ত বাস্তব জীবনে এই কাজগুলো করতে আপনার অনেক সমস্যার সমূখীন হতে হবে। তাই সময় ধৈর্য্য আর টাকা সবকিছুই একসাথে রেখে তারপর পাসপোর্ট অফিসে যান। পাসপোর্ট অফিসে কিন্ত সবার অভিজ্ঞতা খুব একটা ভালো হয় না। আপনাদের কে ধন্যবাদ আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আমাদের জন্ম নিবন্ধন হেল্পলাইন এর ফেসবুক পেইজ ফলো করুন।

আরও পড়ুনঃ- চেয়ারম্যান সার্টিফিকেট নিতে কি কি লাগে?

Level 1

আমি হাফিজুর রহমান। Owner, Jonmo Nibondhon Helpline, Manikganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস