আমরা সবাই জানি যে সব বেসরকারি অপারেটর এ কল রেট বেড়ে গেছে। রেট কাটার রিচারজ অফার নিলেও প্রায় ১ থেকে দেড় টাকা মিনিট রেট কাটে। আর জিপি বাংলালিংক এ তো এমনিতেও দাম বেশি।
এবার আসি কিভাবে জিপি সিম দিয়ে যেকোনো লোকাল মোবাইল নাম্বারে কথা বলবেন ৪৮ পয়সা / মিনিট কথা বলবেন,
শুধুমাত্র মাইজিপি অ্যাপস থেকে ১৩৯ টাকা রিচারজ করলেই পাবেন ৪৮ পয়সা / মিনিট (+ ট্যাক্স) কল রেট ৩০ দিন মেয়াদে। আমি আবারও বলছি শুধু মাই জিপি এপ থেকে রিচারজ এ এই অফার পাবেন। ওয়েব থেকে / দোকান থেকে হবে না। মাই জিপি এপ এ রিচারজ অপশন এ গিয়ে মোবাইল নাম্বার ও টাকার পরিমাণ (১৩৯ টাকা) প্রবেশ করালেই নিচে লেখা থাকবে ৪৮ পয়সা / মিনিট অফারের কথা।
জিপি যদি ভবিষ্যতে অফারে পরিবর্তন আনে তাহলে আমি দায়ি থাকব না।
আমি ডিজিটাল দুনিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।