টাকা কোনো ফ্যাক্ট না

বর্তমান বিশ্বের সবচে জনপ্রিয় কোম্পনির নাম হচ্ছে google,

 

গুগলের ২ ফাউন্ডারকে আমরা অনেকেই চিনি তারা হচ্ছে

 

1)Sergey Brin

2)Larry page

 

ল্যারি পেজের জীবনে ১৪ বছর আগে একটা ঘটনা ঘটে। সে ঘোড়া চালাতে পছন্দ করতেন। এবং ১৪ বছর আগে ঘোড়া চালাতে গিয়ে তার ঠান্ডা লাগে এবং সামন্য কাশি ও গলা ব্যাথা হয়। আমরা সাধারণত ঠান্ডা লাগলে সেটাকে এতোটাও গুরুত্ব দেই না।

 

তার ঠান্ডা যখন ১ মাসে হয়ে যায় তাও ঠান্ডা সারছে না, তখন সে ডাক্তারের কাছে যায়। এবং ডাক্তার তাকে বলে, তার বাম পাশের vocal cord paralysis হচ্ছে। এবং এমন একটি সময় আসবে যখন সে কথা বলতে পারবে না।

 

2023 সালের এপ্রিল পর্যন্ত, ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী larry page এর আনুমানিক নেট মূল্য $95.8 বিলিয়ন, যা তাকে বিশ্বের অষ্টম ধনী ব্যক্তি করে তুলেছে।

 

কিছু দিন আগে তিনি পাবলিকলি এনাউন্সমেন্ট করেছে তিনি আর কথা বলতে পারছেন না। উনি লিখে লিখে উনার মনো ভাব প্রকাশ করছে।

 

ল্যারি পেজ বর্তমান বিশ্বের ৮ম ধনী ব্যক্তি হওয়া স্বত্তেও তিনি নিজেকে সুস্থ করে তুলতে পারলেন না। সুস্থ করার একমাত্র মালিক আল্লাহ। তাই আমরা যে যেই অবস্থানেই যাই না কেনো আমাদের কে টাকা পয়সা বাঁচাতে পারবে না। টাকা আমাদের সুস্থতা দান করতে পারে না।

 

তাই টাকা কোনো ফ্যাক্ট না।

 

এ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই দিবেন।

Level 0

আমি আল ফয়সাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস