আমরা কম বেশি সবাই কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করি কিন্তু অনেক কিছু আমাদের আজো অজানা। চনুন কিছু জিনিস আজ জেনে আসি
অনেক সময় আমরা দেখি আমাদের কম্পিউটার বা ল্যাপটপ চালু হতে অনেক সময় নিচ্ছে কিন্তু কেন এমন হচ্ছে আমরা তা জানার চেষ্টা করিনা। স্টার্ট মেনু আসতে দেরি হচ্ছে বা ডিস্ক অন হতে দেরি হচ্ছে। এটা হর হামেসা হচ্ছে কিন্তু কেন তা আমরা বোঝার চেষ্টা করিনা। তাই কম্পিউটার বা ল্যাপটপ অন হতে না হতেই আমরা তার আপ্লিকেশন চালু করার চেষ্টা করি। তাই আজ আপনাকে বলবো এই সমস্যা থেকে যেভাবে সমাধান আনা সম্ভব চলুন তাহলে দেখে আসি। প্রথমে Windows Key+Run ক্লিক করুন তারপর একটি ডায়লক বক্স আসবে সেখানে Regedit.exe লিখে ok অপশনটিতে ক্লিক করুন। একটি নতুন Windows অন হবে এখান থেকে HKEY-CURRENT-USER এ ক্লিক করুন নিচে ড্রাপডাউন থেকে control প্যানেল এ ক্লিক করুন। এরপর নিচে ড্রাপডাউন থেকে Desktop সিলেক্ট করতে হবে। desktop সিলেক্ট থাকা সত্ত্বেও ডান দিক থেকে MenuShowDelay এর উপর ডাবল ক্লিক করতে হবে তারপর Value Data 0 করে Ok দিলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে তখন আর স্টার্ট মেনু অন হতে সমস্যা হবেনা।
কম্পিউটার বা ল্যাপটপ কাজ করার সমস্যা হঠাৎ করের কম্পিউটার বা ল্যাপটপ কাজ করা বন্ধ করে দেয়। তখন কোনো কিছু সহজে চালু হতে চায় না সে ক্ষেত্রে এই কাজ টি করলে কিছুটা হলেও সমস্যার সমাধান পাবেন আশাকরি।
যে কোনো প্রোগ্রাম বা আপ্লিকেশন ক্লোজ করার সময় ডেস্কটপ এ গিয়ে কীবোর্ড থেকে F5 চেপে রিফ্রেশ করে দিন তাহলে আপনার RAM এ যদি অব্যবহৃত ফাইল থেকে থাকে সেটা রিমুভ হয়ে যাবে তাহলে আর সমস্যা করবেনা।
কম্পিউটার বা ল্যাপটপ এ যারা কাজ করে তারা এই সমস্যার সম্মুখীন এক না একবার হয়েছেন তা হলো আপনার কম্পিউটার বা ল্যাপটপ ভাল কাজ করছেনা। সেটা আমাদের অনেক সময় খুব নিরাশ করে কেন আমাদের কম্পিউটার বা ল্যাপটপ ভাল কাজ করছেনা। এতো তারাতাড়ি কেন নষ্ট হয়ে যাচ্ছে। তখন আপনারা একটা কাজ করতে পারেন তা হলো আপনার কম্পিউটার বা ল্যাপটপ এ হার্ডডিস্কের দুইটা বা তিনটা পার্টিশন এ ভাগ করে দিন। তারপর আপনি দুই আর তিন নাম্বার জায়গায় আপনার বড় বড় সফটওয়্যার গুলা ইন্সটল করে রাখুন। Windows এর জন্য আপনার সম্পূর্ণ C ড্রাইভ ফাকা রাখুন। তারপর দেখুন ম্যাজিক। আপনার কম্পিউটার বা ল্যাপটপ সহজে স্লো হবেনা। এটি আপনার অনেক সমস্যার সমাধান করে দেবে। তাই আপনারা যারা এক কাজটি করেননি তারা দ্রুত এই কাজটি করে ফেলুন তাহলে আপনার সমস্যা অনেকটা সমাধান করা সম্ভব হবে।
আপনার কম্পিউটার বা ল্যাপটপ যত ক্ষন চালান না কেন বার বার রিফ্রেশ করার ট্রাই করবেন। কেননা আপনার কম্পিউটার বা ল্যাপটপ যত চালানো হবে তত স্লো হবে। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ বার বার রিফ্রেশ করলে এই সমস্যার সম্মুখীন হতে হবেনা আপনাকে। খুব সহজ এ এই রিফ্রেশ করতে পারবেন আপনি। তাই জন্য বেশি কিছু করতে হবেনা Windows Key+Run এ ক্লিক করবেন তাহলেই আপনার আর বেশি ভোগান্তি তে পড়তে হবেনা।
আমার মনে হয় এই কয়েকটি সেরা টিপস্ দিয়ে আপনার অনেকটা সমস্যা দূর হবে। আরো বেশি টিপস্ পেতে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন তাহলে আরো সুন্দর সুন্দর তথ্য দিয়ে আপনাদের উপকার করতে পারবো।
বেশি দিন না আর কিছুদিন পর সবাই এই ফ্রিল্যান্সিং পেশার সাথে যুক্ত হবে। তাদের জন্য আমার শুভেচ্ছা রইলো। ধন্যবাদ
আমি নাহিদ শাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
আমি একজন জব পরীক্ষার্থী নতুন কিছু অনুসন্ধান করার ইচ্ছা আমার তাই তা আমি উপস্থাপন করবো ইনশা আল্লাহ।