Seedr: Instant Cloud Torrenting

সুপ্রিয় পাঠক,

দৈনন্দিন কাজে আমরা বিভিন্ন টরেন্ট ফাইল ডাউনলোড করে থাকি। আজ আমি কিভাবে কোনো টরেন্ট ক্লায়েন্ট ব্যবহার না করে ডিরেক্ট টরেন্ট ফাইল ডাউনলোড করা যায় সে সম্পর্কে আলোচনা করবো। আমি জানি কিছু লোক Bittorrent বা Utorrent এর মত টরেন্ট ক্লায়েন্ট ব্যবহার করে কিন্তু আপনি যদি এমন জায়গায় থাকেন যেখানে ইন্টারনেট সংযোগ প্রক্সি সার্ভার দ্বারা সুরক্ষিত থাকে বা অন্য কোনো উপায়ে আপনি টরেন্ট ফাইল ডাউনলোড করতে না পারেন, সেক্ষেত্রে এই ব্লগটি আপনাকে যেকোন জায়গা থেকে দ্রুতগতির ডাউনলোড সুবিধা প্রদান করবে।

সাধারণত টরেন্ট সফটওয়্যার ব্যবহার করে টরেন্ট ফাইল ডাউনলোড করলে ডাউনলোডের গতি খুব ধীর হয় কিন্তু যখন আপনি এই seedr.cc ব্যবহার করে টরেন্ট ফাইল ডাউনলোড করবেন তখন কোন সমস্যা ছাড়াই দুর্দান্ত গতিতে টরেন্ট ফাইল ডাউনলোড করতে পারবেন। আপনি কোন রেফারেল লিঙ্ক ছাড়াই অ্যাকাউন্ট খোলার পর 2GB স্টোরেজ পাবেন। আপনি সর্বোচ্চ 5.5GB পর্যন্ত বিনামূল্যে স্টোরেজ বাড়াতে পারবেন।

তাই আপনার সময় নষ্ট না করে চলুন দেখা যাক কিভাবে seedr.cc এর মাধ্যমে টরেন্ট ফাইল ডাউনলোড করা যায়ঃ

উপরের ছবিটি সামনের ইন্টারফেস। এই ওয়েবসাইটটি টরেন্ট লিঙ্কগুলিকে সরাসরি ডাউনলোড লিঙ্কগুলিতে রূপান্তর করে যাতে আপনি কোন টরেন্ট ক্লায়েন্ট ব্যবহার না করে সরাসরি সেগুলি ডাউনলোড করতে পারেন তাই প্রথমে আপনাকে যা করতে হবে তা হল আপনাকে এখানে টরেন্ট URL পেস্ট করতে হবে অথবা (+) প্লাস আইকনে ক্লিক করে যেকোন ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত টরেন্ট ফাইল আপলোড করতে পারবেন। এছাড়াও আপনি এখানে ম্যাগনেট URL পেস্ট/আপলোড করেতে পারবেন।

এটি কয়েক সেকেন্ড সময় নেবে সিডের সংখ্যা বা সেই টরেন্ট ডাউনলোড করা লোকের সংখ্যার উপর ভিত্তি করে এবং অবিলম্বে এটি আপনাকে একটি সরাসরি ডাউনলোড লিঙ্ক প্রদান করবে এবং আপনি সরাসরি এটি একটি জিপ ফাইল হিসাবে ডাউনলোড করতে পারেন বা এটিতে ডাবল ক্লিক করে পৃথক ফাইলগুলি আলাদা আলাদাভাবে ডাউনলোড করতে পারবেন যা একটি খুবই চমৎকার বিকল্প।

এখন আপগ্রেডেশনে আসা যাক, আপনি উল্লিখিত প্যাকেজে (30GB, 100GB  এবং 1 TB স্টোরেজ) আপনার অ্যাকাউন্ট টি আপগ্রেড করতে পারবেন।

 

এখন ফ্রি আপ-গ্রেডেশনে আসছি, আপনি উপরের ছবিতে দেখানো উপায়ে ফ্রি স্পেস আর্ন  করতে পারবেন। অর্থাৎ আপনি টুইটারে টুইট করে 500 MB এবং ব্যক্তিগত ব্লগে আর্টিকেল প্রকাশের মাধ্যমে আরো 500 MB স্টোরেজ পাবেন। এরপর স্ক্রল করে নিচে গেলে আপনি আপনার seedr.cc রেফারেল লিঙ্ক দেখতে পাবেন যেটি সর্ব্বোচ্চ চারজন বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন। যদি আপনার চার বন্ধুর মধ্যে কেউ এই লিঙ্কটির মাধ্যমে সাইনআপ করে, তাহলে আপনি এবং তিনি উভয়েই অতিরিক্ত 500 MB স্টোরেজ যুক্ত পাবেন। এভাবে আপনি  2GB পর্যন্ত ফ্রি স্টোরেজ বাড়াতে পারবেন। এভাবে আপনি কোন খরচ ছাড়াই 3GB পেতে স্টোরেজ ফ্রিতে পেতে পারেন।

 

Level 2

আমি গৌরাঙ্গ দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস