আসসালামুআলাইকুম,
বর্তমানে বাংলাদেশে সিম কোম্পানিগুলো কলরেট খুবই বাড়িয়ে দিয়েছে। তাই আপনারা অনলাইন সিম ব্যবহার করতে পারেন। এই অনলাইন সিমে টাকা খুবই কম কাটে। আমাদের প্রায় সবার ফোনেই ওয়াই-ফাই বা মোবাইল ডাটা থাকে। সুতরাং, আপনি অনলাইন সিম ব্যবহার করার সময় মোবাইল এ ইন্টারনেট কানেকশন চালু থাকলেই চলবে। আপনি যেকোনো সময় ব্যবহার করতে পারবেন।
নোটঃ NID Card অবশ্যই দরকার হবে। যাদের NID Card নাই তারা অনলাইন সিম ব্যবহার করতে পারবেন না।
তাহলে আমরা মূল কথায় আসি,
আপনার ফোনে Playstore থেকে Brilliant Connect app ইন্সটল করে নিন।
তারপর আপনার নাম এবং যা কিছু চায় সেগুলো দিন তারপর আপনার ব্যবহৃত সিম নাম্বার দিয়ে account খুলে নিন।
এরপর কর্ণারে সেটিংস এ ক্লিক করে আপনার Nid Card এর ২ পাশের ছবি তুলে Submit করুন।
তাহলে আপনি একটি অনলাইন Brilliant Connect নাম্বার পেয়ে যাবেন।
My Balance এ ডুকে Add balance এ ক্লিক করে Bkash, Rocket and Nagad থেকে রিচার্জ করে নিবেন।
brilliand-out থেকে আপনি ডিরেক্ট সিমের মতো কল করে কথা বলতে পারবেন।
-ধন্যবাদ
আমি রিফাত আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।