আমাদের মধ্যে অনেকেরই এরকম একটি প্রশ্ন থেকে থাকে আর সেটি হল টাকার মান নির্ধারিত হয়ে থাকে কীভাবে কিংবা টাকার রেট কিভাবে নির্ধারণ করা হয়?
অর্থাৎ আপনি যদি দেখেন তাহলে দেখতে পারবেন বিভিন্ন দেশের মুদ্রাস্ফীতি ঘটে এবং টাকার মান কমে যায় কিংবা এর বিপরীতে টাকার মান অনেক বেশি বেড়ে যায়।
কিভাবে এটা নির্ধারণ করা হয় যে আপনার দেশের টাকার মান বেড়েছে কিনা কমেছে? কিংবা কিভাবেই বা একটি দেশের টাকার মান কমে অথবা বাড়ে?
কোন একটি দেশের টাকার মান বাড়বে কিনা কমবে সেটি নির্ভর করে সেদেশের অভ্যন্তরে নিত্যপণ্যের দাম এর উপরে।
একটা উদাহরণ দিলে আপনি খুব সহজেই সেটি বুঝে যাবেন।
১, ০০০ টাকার নোট ছাপানো হয় ২০০৮ সালে।
২০০৮ সালে ২২ ক্যারেট সোনার ভরির দাম ছিলো ২৬, ০০০ টাকা (প্রায়)।
অর্থাৎ আপনি ২০০৮ সালে ২৬ টি ১, ০০০ টাকার নোট দিয়ে এক ভরি সোনা পেতেন।
আজকে ২২ ক্যারেট সোনার ভরির দাম ৯৩, ০০০ টাকা (প্রায়)।
অর্থাৎ আজকে আপনাকে ৯৩ টি ১, ০০০ টাকার নোট দেয়া লাগবে এক ভরি সোনা কিনতে।
এবার আসুন এই ১, ০০০ টাকার মান এখন কত।
২৬, ০০০ ÷ ২৬ = ১, ০০০
২৬, ০০০ ÷ ৯৩ = ২৭৯
আপনার ২০০৮ সালের ১, ০০০ হাজার টাকার নোট টির আজকের মূল্য ২৭৯ টাকা।
এখানে চালাকি করে বলা হয় যে সোনার দাম বেড়েছে। আপনিও সেটা ধরে নেন। কিন্তু প্রকৃত ব্যাপার হলো আপনার পকেটের/ব্যাংকের টাকার মূল্যমান কমেছে, যা আপনাকে বুঝতে দেওয়া হয়না।
50*279=13950, যদিও সেটা 15 বছর আগের কথা।
তাহলে টাকার মান কিভাবে বাড়বে?
কোন দেশের টাকার মান বেড়েছে, কিনা কমেছে সেটি নির্ধারণ করা হয় টাকার ক্রয় ক্ষমতার উপরে। অর্থাৎ দ্রব্যের দাম যদি কমে যায় তাহলে বুঝতে হবে টাকার দাম বেড়েছে এবং কোন কারণে দ্রব্যের দাম বেড়ে গেলে টাকার দাম কমেছে।
সেজন্য একটি দেশের অভ্যন্তরের নিত্যপন্যের দাম কমবেশি হওয়ার পিছনে এই টাকার মান কমে যাওয়া বা মুদ্রাস্ফীতি ভীষনভাবে দায়ী।
সুতরাং এটা বলা যায় যে, আজকের টাকার রেট দ্রব্যের মান বাড়া কমার সাথে সামঞ্জস্যপূর্ণ।
আমি আহমেদ পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার ব্লগিং ক্যারিয়ারের সুচনালগ্ন থেকেই লক্ষ্য ছিল একটাই, নিজে থেকে নতুন কিছু তৈরী করবো আর সেটা নিমিষেই বিলীন করে দিবো! আশা করি,পেরেছি!!