উড়ন্ত যানবাহন

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

প্রতিদিনই  নতুনত্ব আসছে পুরাতন টেকনলোজি উন্নত হচ্ছে  মানুষের জীবন পরিচালনা সহজতর হয়ে  যাচ্ছে, কঠিন সমস্যাগুলোর সমাধান নিমিষেই শেষ হয়ে যাচ্ছে, মানুষের জীবন যাত্রা দ্রুত হচ্ছে, ভালো চিকিৎসা ও জটিল চিকিৎসার সরঞ্জাম, কৃষি ক্ষেত্রে ব্যাপক ফলন, যোগাযোগ ব্যবস্থা অভাবনীয় উন্নতি, শিল্পের বিপল্ব ও অগ্রগতি এবং  প্রসার, কম্পিউটার ব্যবহার, মোবাইলফোন ব্যবহার আরও অনেক, তাই আজকে নতুন একটি টেকনলোজির সম্ভবনার বিষয়াদি নিয়ে আর্টিকেল টি লেখা হয়েছে, তা হলো উড়ন্ত যানবাহন, আশাকরি এটি আপনাদের মনোমুগ্ধ করবে

উড়ন্ত যানবাহন এমন একটি যানবাহন তুলনামুলক গাড়ির অথবা মোটরবাইকের  সমতুল্য আকারে  যেটির মাধ্যমে আকাশে উড়ে গন্তব্যে যাওয়া যায়, বর্তমানে বিশ্বে ইতিমধ্যে এসব তৈরী হয়ে গেছে যা আগে ছিল শুধুমাত্র কল্পনা। তেমন একটি অভিনব যানবাহন jetson one

Jetson one এটি আকারে বেশ ছোট বাইকের চেয়েও এবং পরিচালনা করা খুব কঠিন নয় সহজে টার্নিং করতে পারে, ইচ্ছে মত পরিচালনা করা যায়। এটি ২০ মিনিট উড্ডয়ন ও ৮০০ মিটার পযন্ত উর্ধ্বে উঠতে সক্ষম এবং গতিবেগ সর্বোচ্চ

১০২ কিলোমিটার ঘন্টায়। সবচেয়ে মজার ব্যাপার হলো এর ওজন মাত্র ৮৬ কিলোগ্রাম, এটি তৈরী হয়েছে কার্বন ফাইবার এবং এলুমিনিয়াম দ্বারা, রয়েছে  আটটি উচ্চক্ষমতাসম্পন্ন মোটর, যেগুলো এই যানবাহন উড়তে ব্যবহার হয়। আরও একটি বিষয় এই যানবাহন  টেইক অফ করে সরাসরি উর্ধ্বে দিকে যেমন হেলিকপ্টারের মত প্লেন এর মত নয়, ব্যাটারি হিসেবে শক্তিশালী ৫২ ভোল্ট লিথিয়াম ব্যাটারি আছে,

যাবতীয় তথ্য দেখার জন্য ডিসপ্লেও আছে,

আকারো ছোট হওয়ায় বর্তমান বিশ্বে চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে,

দাম  $9, 2000 বাংলাদেশের টাকায় ৯৫ লাখ

দাম বেশি হওয়ায় অনেকে নাগালের বাহিরে, কিন্তু এক সময় আসবে দাম অনেক মানুষের হাতের নাগালে চলে আসবে।

আশাকরি ভালো লেগেছে পরবর্তী সময়ে আরও চমৎকার বিষয় হাজির হবো ধন্যবাদ।

 

Level 0

আমি মোহাম্মদএনামুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস