বন্ধুরা আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো একটা দারুন বাংলা ব্যবসায়িক ব্লগ ওয়েবসাইটের সাথে যারা বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া শেয়ার করে থাকে। ওয়েবসাইটটি হলো Goafta.com । ওয়েবসাইটের প্রতিষ্টাতা ইমরান হোসেন জানিয়েছেন যে তারা বাংলাদেশের তরুন - তরুণীদের মধ্যে উদোক্ত্যা হওয়ার বীজ বপন করে দিতে চান।
চাকরিতে সীমাবদ্ধ না থেকে কিভাবে নিজেকে একজন সফল উদোক্ত্যা হিসেবে গড়ে তোলা যায় এই নিয়ে তারা তাদের ব্লগ ওয়েবসাইট Goafta.com এর মধ্যে নানান ধরনের আইডিয়া শেয়ার করছেন।
ব্লগ ওয়েবসাইটটি একদম নতুন হলেও নিয়মিত তারা প্রচুর কাজ করছেন। প্রতিদিন ২ থেকে ৪টির মতো ব্যবসায় সম্পর্কিত গুরুত্বপূর্ণ আর্টিকেল তারা পাবলিশ করছেন। প্রতিষ্টাতা ইমরান অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানালেন Goafta খুব দ্রুতই একটি জনপ্রিয় বাংলা ব্লগ ওয়েবসাইট হতে যাচ্ছে। এবং শুধু জনপ্রিয় ব্লগ সাইট নয় এটি হতে যাচ্ছে অত্যন্ত তথ্যবহুল একটি ব্লগ যা সকল উদোক্ত্যাদের সাহায্যে আসবে।
ওয়েবসাইটটি ভিজিট করার পর আমি দেখতে পেলাম সেখানে মুদি দোকান, চা-পাতার ব্যবসা, ডিলারশিপ ব্যবসা, ব্রয়লার মুরগির ব্যবসা, ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা, ইট ভাটার ব্যবসাসহ নানান ধরনের আইডিয়া শেয়ার করা হয়েছে।
এবং প্রত্যেকটি বিষয় তারা খুব গভীরভাবে বিশ্লেষণ করে লিখেছে।
এছাড়াও তারা আমাদেরকে জানায় - তারা তাদের ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করার একটা সুযোগ গড়ে দিবে মানুষদের। এবং তার সত্যতা যাচাই করতে যখন আমি তাদের সাইট ভিজিট করি তখন দেখতে পাই তারা প্রতিটি গেষ্ট টিউনের বিপরীতে প্রায় ৫০টাকা করে দিচ্ছে।
বর্তমানে সাইটটি ২জনে পরিচালনা করছেন তারা হলেন সাইটটির প্রধান প্রতিষ্টাতা ইমরান ভাই এবং কো-ফাউন্ডার সাইফুর রহমান ভাই।
সাইটটি থেকে কিভাবে তারা অর্থ উপার্জন করা হয় তা সম্পর্কে জানতে চাওয়া হলে প্রতিষ্টাতা ইমরান বলেন বর্তমানে তারা সাইটটিতে বিভিন্ন গুগল এডসেন্স এর বিজ্ঞাপণ দেখানোর মাধ্যমে ইনকাম করছেন। এবং তারা ওয়েবসাইট তৈরী করে দেওয়ার বিভিন্ন সার্ভিস দিয়েও অর্থ করছে।
আমি ইমরান হোসেন তারা। Founder, Goafta.com, Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।