সর্বকালের সবথেকে বেশি বিক্রিত ৫ বই!

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

৫. হ্যারি পটার অ্যান্ড দ্য সরসারার’স স্টোন

জে কে রাওলিং। নামটির সাথে পরিচিত আমরা সবাই। হ্যারি পটারের স্রষ্টা। ৭ পর্বের এই ‘হ্যারি পটার’ সিরিজের প্রথম উপন্যাস ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সরসারার’স স্টোন’ প্রথমে ব্ বাজারে আসে ১৯৯৭ সালে, ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসোফার স্টোন’ নামে। পরবর্তীতে বইটির শিরোনাম একটু পালটে আমেরিকায় বইটি প্রকাশিত হয় ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সরসারার’স স্টোন’ নামে। এই উপন্যাস সিরিজের কেন্দ্রীয় চরিত্র ‘হ্যারি’ এক অদ্ভুত ক্ষমতাসম্পন্ন কিশোর জাদুকর। প্রকাশের পর থেকেই বেস্ট সেলিং-এ জায়গা করে নেয়। ১০৭ মিলিয়ন কপির উপরে বিক্রি হওয়া এই বইটিই তাকে নিয়ে যায় ফ্যান্টাসি জগতের অনন্য উচ্চতায়। বিশ্বের কোটি কোটি শিশু, কিশোর, বৃদ্ধ যার ভক্ত।

৪. দ্য লিটল প্রিন্স

ফরাসি সাহিত্যে এ যাবৎ কালের সবচেয়ে বেশি অনুবাদ হওয়া বই এটি। উপন্যাসিকাটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৩ সালে। বইটির লেখক অঁতোয়ান দ্য স্যাঁৎ-একজ্যুপেরি। ‘রুপকধর্মী এবং আধ্যাত্মিক আত্মজীবনীমূলক’ এই ক্লাসিক শিশু থেকে শুরু করে সব বয়সী পাঠকের কাছে সমাদৃত। ইংরেজি তো বটেই আরও বিভিন্ন ভাষায় অনুবাদ করা এই বইটি বিক্রি হয়েছে ১৪২ মিলিয়ন কপির বেশি। বিপদগ্রস্থ এক পাইলটের সাথে এক ছোট রাজপুত্রের ভ্রমণকাহিনী নিয়ে রচিত এই উপন্যাসিকা। তিনশ’র মতো ভাষায় অনুবাদ হওয়াই বলে দেয় অত্যন্ত বিখ্যাত এই ছোট বইটির তুমুল জনপ্রিয়তা সম্পর্কে।

৩. দ্য লর্ড অব দ্য রিংস ট্রিলজি

টিভির পর্দায় আমরা মোটামোটি সকলেই একবার হলেও লর্ড অব দ্য রিংস দেখেছি কিংবা এর নাম শুনেছি। জনপ্রিয় এই মুভি তৈরী হয়েছে জে. আর. আর. টলকিন এর লেখা লর্ড অব দ্য রিংস ট্রিলজি অবলম্বনে। লাখো ভক্তের কাছে আজীবন বেঁচে থাকবেন তিনি দ্য লর্ড অব দ্য রিংস ট্রিলজির জন্য। কল্পকাহিনী ফ্যান্টাসি নির্ভর এই মহাকাব্যিক ট্রিলজি বিক্রি হয়েছে ১৫০ মিলিয়ন কপিরও বেশি। টলকিনের আরেক শিশুতোষ উপন্যাস ‘দ্য হবিট’ থেকে এই ট্রিলজির যাত্রা শুরু হলেও পরবর্তীতে তা বিস্তৃতি ছাড়িয়েছে বহুদূর। অধিকাংশ লেখা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে রচিত হলেও ১৯৫৪-৫৫ সালে তিন খণ্ডের এই বহুল আলোচিত উপন্যাস প্রথম প্রকাশিত হয়। প্রকাশের পর থেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্করণে বইটি অনুবাদ করা হয়েছে ৩৮টি ভিন্ন ভিন্ন ভাষায়। এই ট্রিলজির তিনটি বই হচ্ছে–

.দ্য ফেলোশিপ অব দ্য রিং

.দ্য টু টাওয়ারস

.দ্য রিটার্ন অব দ্য কিং

২. এ টেল অব টু সিটিস

“He knew enough of the world to know that there is nothing in it better than the faithful service of the heart.”
—চার্লস ডিকেন্স

জনপ্রিয় কালজয়ী লেখক চার্লস ডিকেন্স। তার অসম্ভব জনপ্রিয় এই উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৫৯ সালে। প্রকাশের পর থেকেই সাড়া ফেলে দেওয়া এই উপন্যাসটি বিক্রি হয়েছে অন্তত ২০০ মিলিয়ন কপি। ঐতিহাসিক এই উপন্যাসের গল্প আবর্তিত হয়েছে ফরাসি বিপ্লবের আগের সমাজ ব্যবস্থা নিয়ে। ঐ সময়ের লন্ডন কেন্দ্রিক সমাজের চিত্র ফুটে উঠেছে উপন্যাসটিতে। একই রকম দেখতে কিন্তু সম্পূর্ণ বৈশিষ্ট্য সম্পন্ন দুজন ব্যক্তি চার্লস ও সিডনির কাহিনী নিয়ে রচিত হয়েছে এই উপন্যাসটি। সময় থাকলে এখনই পড়ে ফেলুন বইটি।

১. ডন কিহোতে

সবথেকে বেশি বিক্রিত বইয়ের নাম হলো ডন কিহোতে। স্প্যানিশ ভাষার এই উপন্যাস ডন কিহোতে উপন্যাসের জগতে এক বিস্ময়, যা অন্ততপক্ষে বিক্রি হয়েছে ৫০০ মিলিয়ন কপি! মিগুয়েল দে সারভান্তেজের লেখা দুই খণ্ডের এই উপন্যাসের প্রথম খণ্ড প্রকাশিত হয় ১৬০৫ সালে। প্রকাশের পরপরই সাড়া ফেলে দেয় এই উপন্যাস। এই উপন্যাসের দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় ১৬১৫ সালে। নাইট ডন কিহোতের সাহসী সব পরিভ্রমণ নিয়ে এই উপন্যাসের কাহিনী। উপন্যাসেটি কে প্রথম আধুনিক উপন্যাস হিসেবে ধরে নেওয়া হয়। আধুনিক অনেক ঔপন্যাসিক যেমন- ফিল্ডিং, স্টারন, ডিকেন্স, মেলভিল, ফকনার সহ আরও অনেক লেখকের কাছে ‘সাহিত্যের বাইবেল’ স্বরূপ কাজ করে এই উপন্যাস। শুধুমাত্র সৃজনশীলতা বাড়াতে অনেক লেখকের কাছে এটি অবশ্য পাঠ্য।

Level 0

আমি ইবনে শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস