আরডুইনো আবিষ্কার হওয়ার পর ইলেকট্রনিক প্রযুক্তির আরও এগিয়েছে তাই ইলেকট্রনিক্সের শিক্ষার্থীদের নিকট বিষয়টি খুবই গুরুত্ত্বপূর্ণ। আরডুইনো তৈরির ইতিহাস বেশ দীর্ঘ সময়ের, “হার্নান্দো ব্যারাগান” নামের একজন শিক্ষার্থী সহ বেশ কিছু তরুণ গবেষকের হাতে বর্তমান আরডুইনো উদ্ভাবন হয়েছে। আরডুইনো (Arduino), একটি ওপেন সোর্স মাইক্রোকন্ট্রোলার বোর্ড বা ছোট কম্পিউটার যা ইলেকট্রনিক প্রোজেক্ট নিয়ন্ত্রনে ব্যবহার হয়। ইলেকট্রনিক্সের প্রোজেক্ট তৈরি যারা করেন তাদের অনেকেই আরডুইনো আবিষ্কারের ইতিহাস জানেন না! বা গবেশনার শুরুটা কিভাবে শুরু হয়েছিলো? কিংবা কতো দীর্ঘ সময়ে কত জনের প্রচেষ্টায় উদ্ভাবন হয় এই আরডুইনোর? এখানেই শেষ নয়, এর রয়েছে অনেক অজানা তথ্য। এই ভিডিওতে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে, তো চলুন জেনে আসি আরডুইনো আবিষ্কারের ইতিহাস সম্পর্কে। ভিডিও লিংকঃ https://youtu.be/CV4WRjZNFEg
আমি টেকশপবিডি ডটকম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইলেকট্রনিক্সে আগ্রহী ? বিভিন্ন কম্পোনেন্ট ব্যাবহার করে রোবটিক্স, আই.ও.টি, অটোমেশন বা মাইক্রোকন্ট্রোলার ভিত্তিক ডি.আই.ওয়াই প্রোজেক্ট তৈরি করে চাও? যুক্ত হও টেকশপবিডি'র সাথে, এখানে ইলেকট্রনিক্স টিউটোরিয়াল পোস্ট করা হয় নিয়মিত। আমরা বিশ্বাস করি “সফল ভাবে কোন কিছু শেষ করতে চাইলে, তা শুরু করা প্রয়োজন” তাই শুরু করো টেকশপবিডি'র সাথে।