আরডুইনো একটি ছোট মাইক্রোকন্ট্রোলার (কম্পিউটার) ভিত্তিক প্রোটোটাইপিং ওপেন সোর্স ডিভাইস। এটি ব্যবহার করে বিজ্ঞান ভিত্তিক প্রোজেক্ট খুব সহজেই তৈরি করা যায়। বিশেষ করে যারা ইলেক্ট্রনিক্স ও রোবটিক্স নিয়ে কাজ করে তাদের প্রথম পছন্দ এই আরডুইনো। আর পছন্দ কেনো করবে না! কারণ এই জগতে মানুষের এক ধরনের আনন্দের উৎস তৈরি হয়। ছোট ছোট কম্পোনেন্ট একটির সাথে অপরটি জুড়ে দিলেই চমৎকার কিছু ঘটে যায়। যখন নিজে নিজেই এই কাজগুলো করতে পারে, তখন আনন্দের আর সীমা থাকে না। কিন্তু সকল ক্ষেত্রে শুধু জুড়ে দিলেই তার কাঙ্ক্ষিত আউটপুট পাওয়া যায়না। এর জন্য দরকার হয়, একটি কম্পিউটার প্রোগ্রাম। এই প্রোগ্রামই হয়ে থাকে সার্কিটগুলো কিভাবে কাজ করবে তার পথ নির্দেশক।
যারা আরডুইনো নিয়ে নতুন কাজ করছেন তাদের প্রয়োজন সঠিক গাইড লাইন যার মাধ্যমে শিখাকে আরও উপভগ করতে পারবে। এই ভাবনা থেকে আজকের পর্বে একটি এক্সপেরিমেন্ট করে দেখাব। এজন্য আমরা Arduino Advance Learning Kit নিয়েছি, এখানে থাকা কম্পোনেন্ট ব্যবহার করে “RGB LED লাইট নির্দিষ্ট ডিলে পর পর অন-অফ” কিভাবে করা যায় তা শিখবো ভিডিও টিউটোরিয়াল লিংকঃ https://youtu.be/vWXfyBe5Z_Y
আমি টেকশপবিডি ডটকম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইলেকট্রনিক্সে আগ্রহী ? বিভিন্ন কম্পোনেন্ট ব্যাবহার করে রোবটিক্স, আই.ও.টি, অটোমেশন বা মাইক্রোকন্ট্রোলার ভিত্তিক ডি.আই.ওয়াই প্রোজেক্ট তৈরি করে চাও? যুক্ত হও টেকশপবিডি'র সাথে, এখানে ইলেকট্রনিক্স টিউটোরিয়াল পোস্ট করা হয় নিয়মিত। আমরা বিশ্বাস করি “সফল ভাবে কোন কিছু শেষ করতে চাইলে, তা শুরু করা প্রয়োজন” তাই শুরু করো টেকশপবিডি'র সাথে।