কিভাবে স্যামসাং এর FRP লক খুলবেন এন্ড্রয়ড ১২-১১-১০ [সহজ পদ্ধতি]

আমাদের অনেকের মোবাইল ফরমেট অথবা রিসেট করার পর এই লক টি পডে যায়। যদি জিমেইল আইডি পাসওয়ার্ড ভুলে যায় আমাদের সার্ভিস সেন্টার বা মোবাইলের দোকানে গিয়ে এই লক টাকা দিয়ে আনলক করাতে হয়, তাই আপানাদের জন্য আজাকের এই টিউন দয়া করে কেউ কোন চোরাইকৃত মোবাইলে ট্রাই করবেন না

 

Samsung Frp Tool V1.6 এইখান থেকে ডাউনলোড করুন

Samsung USB Driver এইখান থেকে ডাউনলোড করে ইন্সটল করুন অন্যথায় টুল কাজ করবে না 

NET Framework নেট ফ্রামাওরক আপডেড না থাকলে ডাউনলোড করে আপডেড নিন

 

(ADB Method)  এই পদ্ধতি এফ, আর পি লক বাইপাস করলে  কোন অ্যাপস বা কোন প্রকার মোবাইলের সেটিং এ ডুকতে হবে না

যে ভাবে কাজ করবেন:

1. আপনার কম্পিউটারে স্যামসাং মোবাইল ড্রাইভার ইনস্টল করা আবশ্যক অন্যথায় টুলস কাজ করবেনা,

2. আপনার লক করা মোবাইলের Emergency call এ ক্লিক করুন। Emergency call *#0*# ডায়াল করুন। ডায়াল করার পর আপনি লক করা Samsung মোবাইলে কিছু সার্ভিস মেনু দেখতে পাবেন। আপনাকে কোনো অপশনে ক্লিক করতে হবে না। এই মোডে শুধু পিসিতে ইউএসবি ক্যাবল লাগিয়ে রাখলে হবে

2.  Samsung Frp Tool V1.6 EXE ওপেন করুন

4. এরপর আপনার পিসির Device Manager এ যান। Modem ক্লিক করে নিচের মত এই ড্রাভার আছে কিনা দেখুন

 

5. এখন Samsung frp টুলে যান ক্লিক করুন direct frp unlock android  9/10/11/12 নিচের ২য় ছবির মত কিছু ইনফর্মেশন টুলস ডেটেক্টস করবে কিছুক্ষন পরে একটা মেসেজ দিবে জাস্ট ওকে ক্লিক করে দিন

6. ডাইরেক্ট frp আনলক ক্লিক করার পর আপনার ফোনের স্ক্রীন এ দেখতে পাবে ADB চালু করার অনুমতি চাইবে। ADB চালু করতে Allways করে Allow তে ক্লিক করুন।

8.  ক্লিক করার পর, আপনাকে আর কিছু করতে হবে না। এই টুলটি 5-10 এটি আপনার মোবাইলের FRP লক কয়েক

সেকেন্ডের মধ্যে Remove Ok লেখা আসবে।

Device unauthroized লেখা error টা যদি আসে থাহলে শুধু Reset FRP (ADB) ক্লিক করে দিন Reset Frp Lock Ok আসবে এবং মোবাইল বন্দ হয়ে অন হয়ে যাবে। অন হয়ে যদি স্ক্রীন জির জির বা অন্য কোন প্রব্লেম দেখা যাই তাহলে Hard Reset করে দিন হয়ে যাবে আশাকরি।

Level 2

আমি atikramu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস