দিন দিন মানুষের জীবনে স্মার্টফোন নিজের একটি মৌলিক স্থান দখল করে নিক না কেন, মানুষের ব্যবহারের তালিকায় ফিচার ফোন এখনও অত্যাবশ্যক। দৈনন্দিন রেগুলার ব্যবহার এবং নানারকম কাজে এখনও ফিচার মানুষের অনেক বেশি কাজের। কমবেশি সবাই স্মার্টফোনের পাশাপাশি রেগুলার ইউজের জন্য নিজের জন্য একটি ফিচারফোন রাখতে পছন্দ করেন।
ফিচার ব্যবহারের অনেক বেশি উপকারিতা রয়েছে; যাদের দিনে অনেক বেশি মানুষের সাথে ফোনে কথা বলতে হয়, ঘরের বাইরে বেশি থাকতে হয়, তাদের জন্য ফিচার ফোনের ব্যবহার অত্যাবশ্যকীয়! তবে ফিচার ফোন কিন্তু যেন-তেন হলে চলবে না। ফিচার ফোনকে অনেক বেশি ধকল সহ্য করতে হয়। পানি- রোদ, ঘাম, চাপ ইত্যাদি সহ্য করা একটি ফিচার ফোনের জন্য খুবি সাধারন ব্যাপার। তাই আপনি যখন একটি নতুন ফিচার ফোন কিনতে চাচ্ছেন, তখন সেই ফিচার ফোনকে অবশ্যই হতে হবে অনেক বেশি দৃঢ় এবং টেকসই ধরনের।
আর দেশের লোকাল মার্কেটে মানসম্পন্ন স্মার্টফোনের পাশাপাশি টেকসই ফিচারফোন তৈরির জন্য অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে ওয়ালটন। ওয়ালটন দেশের সাধারন মানুষের প্রয়োজনের কথা চিন্তা করে, সাশ্রয়ী দামে নানান মডেলের ফিচার ফোন তৈরি করে থাকে। ওয়ালটনের ফিচার ফোনের দেশব্যাপী জনপ্রিয় সিরিজটির নাম অলভিও সিরিজ।
সম্প্রতি ওয়ালটন দেশের বাজারে অলভিও সিরিজের নতুন একটি ফিচার ফোন নিয়ে এসেছে, আর এই ফোনটির নাম হচ্ছে, অলভিও কিউ৪১।
ওয়ালটনের কিউ৪১ ফিচারফোনটির অন্যতম গুন হচ্ছে একটি মেটাল ফিনিশে তৈরি। যেহেতু ফিচার ফোন টেকসই এবং দৃঢ় না হওয়ার কোন বিকল্প নেই, তাই সেই দিক দিয়ে প্লাস্টিক বিল্ট মেটাল ফিনিশের এই ফোনটি ব্যবহারকারিদের দৃঢ়তার দিক দিয়ে যথেষ্ট সুবিধা প্রদান করবে। পাশাপাশি হাতে বা পকেটে যেন ফিচার ফোনটি খুব সহজেই এটে যায়, সেই জন্য ফোনটিকে অনেক বেশি স্লিম ভাবে তৈরি করা হয়েছে। অলভিও কিউ৪১ ফিচারফোনটি মাত্র ৯ দশমিক ৫ মিলিমিটার পুরু।
অলভিও কিউ৪১ ফিচারফোনটির রিয়ার প্যানেলের ডিজাইনও যথেষ্ট আকর্ষণীয়। ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহারকারিরা দারুন গ্লসি এবং গ্র্যাডিয়েন্ট কালার ফিনিস দেখতে পারবেন। আর দারুন ভাবে ডিজাইন করা ক্যামেরা বাম্পের পাশেই দেখা যাবে শক্তিসালি স্পিকার সমৃদ্ধ একটি স্পিকার গ্রিল। রিয়ার প্যানেলে নিচের দিকে সুন্দর করে ওয়ালটন ব্রান্ডিংটাও সবার নজর কারবে। ঠিক যেমন ব্র্যান্ডিং ওয়ালটনের সকল স্মার্টফোনে দেখা যায়।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে ২ দশমিক ৪ ইঞ্চি সাইজের কিউভিজিএ ডিসপ্লে। আর ফোনটিতে অন্যসকল ফোনের মতই রেগুলার এফএম রেডিও ফিচার পাওয়া যাবে। যারা সবসময় রেডিও শুনতে ভালোবাসেন, তাদের জন্য অলভিও কিউ৪১ ফিচারফোনটি দারুন সঙ্গী হতে পারে। ফোনটিতে ১৬ জিবি পর্যন্ত অতিরিক্ত এসডি কার্ড সাপোর্ট করবে এবং পুরো ফোনটিকে পাওয়ার দিবে একটি ১০০০ এমএএইচ ব্যাটারি।
ফিচারফোন পানিতে পরা, হাত থেকে পরে যাওয়া কিংবা কোনভাবে দুর্ঘটনার স্বীকার হওয়া খুবই সাধারন ব্যাপার। তাই ফিচার ফোনের জন্য দরকার ভালো সার্ভিস সাপোর্ট। সেই দিক দিয়ে ওয়ালটনের এই ফিচার ফোন কেনা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। কেননা ওয়ালটনের রয়েছে দেশব্যাপী সার্ভিস সেন্টার সাপোর্ট। অলভিও কিউ৪১ ফোনটির সাথে পাবেন ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং স্পেয়ার পার্টসে ৬ মাসের ওয়ারেন্টি।
দারুন এই ফিচার ফোনটি কিনতে এখনই চলে যেতে পারেন, আপনার কাছের কোন ওয়ালটন প্লাজায় কিংবা কাছের রিটেইল শপে। আর অনলাইন ফোনটি কিনতে পারেন ওয়ালকার্ট থেকে।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।