বাজেটের মধ্যে ওয়ালটন স্মার্টফোনের অন্যতম ফিচার-রিচ সিরিজ হচ্ছে এইচএম সিরিজ। ওয়ালটন প্রতিবছরই এই সিরিজের অধিনে অন্তত একটি স্মার্টফোন নিয়ে আসে, যা বাজারে বেশ জনপ্রিয়তাও অর্জন করে নিতে সক্ষম হয়।
ওয়ালটনের এইচএম সিরিজের স্মার্টফোন যেমন দামের দিক দিয়ে ব্যবহারকারিদের দারুন দারুন স্পেসিফিকেশন অফার করে, তেমনি ডিজাইনের দিক দিয়ে এই সিরিজের স্মার্টফোনগুলো হয় দারুন। বাজেটের দিক দিয়ে এই দামের আশেপাশে বাজারের অন্যসকল স্মার্টফোনের চাইতে প্রিমো এইচএম সিরিজের স্মার্টফোনই হয় অনবদ্য!
সম্প্রতি ওয়ালটন তাদের ফেসবুক পেজে তাদের নতুন আসতে চলা প্রিমো এইচএম সিরিজের স্মার্টফোনের টিজার প্রকাশ করেছে। আর ওয়ালটন এই টিজারে ফোনটির ডিজাইন সম্পর্কে একটি ধারনা দেওয়ার চেষ্টা করেছে। নিঃসন্দেহে ধারনা করা যাচ্ছে পূর্ববর্তী সকল এইচএম সিরিজের স্মার্টফোনের চাইতে নতুন এই প্রিমো এইচএম সিরিজের স্মার্টফোনে ডিজাইনের দিক দিয়ে দারুন আকর্ষণ লক্ষ্য করা যাবে।
ওয়ালটন তাদের ফেসবুক পেজে প্রকাশিত টিজারে প্রিমো এইচএম সিরিজের নতুন এই স্মার্টফোনকে বলছে, ৭ম আশ্চর্য। কিছুদিনের মধ্যেই এইচএম সিরিজের নতুন এই স্মার্টফোনটি বাজারে আনুষ্ঠানিক ভাবে চলে আসবে। স্মার্টফোনটি বাজারে আসলে স্মার্টফোনটির বিস্তারিত তথ্য আমরা আবারও হাজির হব।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।