দেশের বাজারে নিয়মিত মান্সম্মত স্মার্টফোনের জন্য অন্যতম দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড হচ্ছে ওয়ালটন। ওয়ালটনই প্রথম ব্যাপক পরিসরে মেড ইন বাংলাদেশ স্মার্টফোনের সূচনা করে, দেশের মানুষের হাতে সাশ্রয়ী মূল্যে মান্সম্মত মানের অ্যান্ড্রয়েড স্মার্টফোন পৌঁছে দিচ্ছে।
দেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সবকিছুর দাম দিন দিন শুধু বাড়ছে। আর তার আচ লক্ষ্য করা যায়, দেশের ইলেকট্রনিক্স বিশেষ করে স্মার্টফোন মার্কেটে। আর এই চড়া দামের সময়ে যেখানে অন্য সকল প্রতিষ্ঠান স্মার্টফোনের দাম বাড়ানো নিয়ে ব্যস্ত, সেখানে ওয়ালটন তাদের স্মার্টফোনের দাম কমাতে শুরু করেছে।
ওয়ালটন সম্প্রতি বাজারে এনেছিল তাদের বাজেট স্মার্টফোন সিরিজ আর সিরিজের নতুন একটি স্মার্টফোন প্রিমো আর৯। আর এই প্রিমো আর৯ স্মার্টফোনের বাজার মূল্য ছিল ১১৯৯৯ টাকা। তবে দাম কমিয়ে এই স্মার্টফোনটি এখন বিক্রয় হচ্ছে মাত্র ৯৯৯৯ টাকায়।
বাজেট লাইনআপ হিসেবে ওয়ালটনের প্রিমো আর৯ অনেক জনপ্রিয় একটি স্মার্টফোন সিরিজ। ওয়ালটন প্রতি বছরই এই সিরিজের অধীনে স্মার্টফোন নিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ওয়ালটন ২০২২ সালে এই প্রিমো আর সিরিজের অধীনে তাদের নতুন স্মার্টফোন প্রিমো আর৯ নিয়ে আসে।
তো আপনার বাজেট যদি ১০ হাজার টাকার আসেপাসে হয় এবং এই সময়ে আপনি একটি ভালো স্মার্টফোন কিনতে চান, তাহলে এই প্রিমো আর৯ স্মার্টফোনটি কিনে নিতে পারেন।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।