১৫ হাজার বাজেটে ওয়ালটনের সেরা কয়েকটি স্মার্টফোন

দারুন দামে মানসম্মত সকল স্মার্টফোনের জন্য অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে ওয়ালটন। দেশের সাধারন সব জনগণের কথা মাথায় রেখে ওয়ালটন প্রতিবছরেই নানানসব মডেলের স্মার্টফোন বাজারে নিয়ে আসে। দেশের স্মার্টফোন বাজারে শুরু থেকেই ওয়ালটন সবচেয়ে সাশ্রয়ী মূল্যে উন্নত স্পেসিফিকেশনের স্মার্টফোন গ্রাহকদের মাঝে তুলে দেয়ার জন্য বদ্ধপরিকর। এমনকি বাংলাদেশের ইলেকট্রনিক্স মার্কেটে ওয়ালটনই সর্বপ্রথম মেড ইন স্মার্টফোন বাংলাদেশ নিয়ে আসে।

আজকের লেখায় আমরা ১৫ হাজার টাকা বাজেটের মধ্যে ওয়ালটনের সেরা ৩টি স্মার্টফোন নিয়ে আলোচনা করব। আর এই স্মার্টফোনগুলো হচ্ছে, প্রিমো এস৮মিনি, প্রিমো এইচ ১০, প্রিমো আর৯ এবং প্রিমো এন৫।

প্রিমো এস৮ মিনি

বর্তমান সময়ে বাজারে ওয়ালটনের অন্যতম ট্রেন্ডি এবং হাইপে ওঠা অন্যতম একটি স্মার্টফোন হচ্ছে প্রিমো এস৮ মিনি। প্রিমো এস৮ মিনি স্মার্টফোনে দেয়া হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপ-সেট। আর বাজেট স্মার্টফোন হিসেবে গেমিং এর জন্য প্রিমো এস৮ মিনির এই স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর দিয়ে খুব দারুণ পারফরমেন্স পাওয়া যাবে। প্রিমো এস৮ মিনি স্মার্টফোন ৪ জিবি র‍্যাম এবং ৬ জিবি র‍্যাম দুটি ভেরিয়েন্টেই পাওয়া যাবে। ইন্টারনাল স্টোরেজ হিসেবে প্রিমো এস৮ মিনি স্মার্টফোনে পাওয়া যাবে ৬৪ জিবি ইউএফএস মেমোরি।

স্মার্টফোনটির ৪ জিবি ভেরিয়েন্টের দাম ১৪৯৯৯ টাকা এবং ৬ জিবি ভেরিয়েন্টের দাম ১৬৬৯৯ টাকা।

একনজরে প্রিমো এস৮ মিনি স্মার্টফোনে যা যা থাকছেঃ

  • অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম সাথে ভিস্মার্টওএস
  • ৬ দশমিক ৫৩ ইঞ্চি এফএইচডি+ এলটিপিএস ডিসপ্লে
  • স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপ-সেট
  • ৪ জিবি এবং ৬ জিবি র‍্যাম ভেরিয়েন্ট
  • ৬৪ জিবি ইউএফএস ইন্টারনাল স্টোরেজ
  • কোয়াড ক্যামেরা সেটাপ (১৬ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর)
  • ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • মাল্টি ফাংশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • ডুয়াল সাইড ৪কে রেকর্ডিং
  • ৫০০০ এমএএইচ ব্যাটারি
  • কুইকচার্জ ৩ সাপোর্ট এবং রিভার্স চার্জিং প্রযুক্তি

প্রিমো এইচ১০

প্রিমো এইচ১০ স্মার্ট-ফোনটিতে গেমিং এর জন্য রয়েছে ২ দশমিক ৩ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসর। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়া-টেকের হেলিও জি সিরিজের জি৩৫ চিপ-সেট। প্রিমো এইচ১০ স্মার্ট-ফোনটি ৪ জিবি এবং ৬ জিবি দুটি ভেরিয়েন্টেই পাওয়া যাবে। স্মার্ট-ফোনটিতে পাওয়া যাবে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। পাশাপাশি অতিরিক্ত স্টোরেজ যাদের দরকার হবে, তারা অতিরিক্ত ২৫৬ জিবি পর্যন্ত এসডি কার্ড ব্যবহার করার তো সুযোগ পাচ্ছেনই! গেমিং এর জন্য বড় ডিসপ্লে থাকা অনেক বেশি জরুরি; আর প্রিমো এইচ১০ স্মার্ট-ফোনটিতে পাচ্ছেন ৬ দশমিক ৫২ইঞ্চি আইপিএস ডিসপ্লে।

প্রিমো এইচ১০ এর ৪ জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম পরবে ১৩৯৯৯ টাকা এবং ৬ জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম পরবে ১৫৫৯৯ টাকা।

একনজরে প্রিমো এইচ১০ স্মার্টফোনে যা যা থাকছেঃ

  • অ্যান্ড্রয়েড ১১
  • হেলিও জি৩৫, ২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
  • ৬ জিবি র‍্যাম, ৬৪ জিবি রম
  • ৬.৫২ ইঞ্চি ইনসেল আইপিএস ডিসপ্লে
  • ১৩+২+২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ
  • ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ৫০০০ এমএএইচ ব্যাটারি

প্রিমো আর৯

দেশের বাজারে মানসম্মত দামে দারুন দারুন সব স্মার্টফোন আনার জন্য অন্যতম জনপ্রিয় একটি ব্র্যান্ড হচ্ছে ওয়ালটন। সম্প্রতি ওয়ালটন লঞ্চ করেছে তাদের বাজেট লাইনআপের নতুন স্মার্টফোন প্রিমো আর৯। বাজেট ফ্রেন্ডলি হলেও ফোনটির স্পেসিফিকেশন কিন্তু মোটেও এই বাজেটের বাজারের অন্যসকল সাধারন ফোনের মতন নয়!

চলুন দেখে নেই প্রিমো আর৯ স্মার্টফোনে একনজরে কি কি থাকছে,

  • অ্যান্ড্রয়েড ১১
  • ন্যানোমিটার প্রযুক্তির হেলিও জি২৫ গেমিং চিপসেট
  • ৩ জিবি ডিডিআর৪ র‍্যাম, সাথে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ
  • ৬ দশমিক ৫২ ইঞ্চি ইন্সেল আইপিএস ডিসপ্লে
  • ১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর সহ ট্রিপল ক্যামেরা মডিউল, ৫২ মেগাপিক্সেল ইউএইচডি মোড
  • ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর
  • স্মার্ট জেসচার ন্যাভিগেশন
  • এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি
  • ১১৯৯৯ টাকা

প্রিমো এন৫

প্রিমো এনএফ৫ ওয়ালটনের সাম্প্রতিক সময় লঞ্চ হওয়া একটি স্মার্টফোন। স্মার্টফোনটিতে পাওয়া যাবে প্রায় ৭ ইঞ্চির কাছাকাছি ডিসপ্লে! এতে দেয়া হয়েছে ৬.৮২ ইঞ্চি ইন্সেল আইপিএস প্যানেলের ২০ঃ৯ রেসিও সমৃদ্ধ একটি ডিসপ্লে। সুতরাং নিঃসন্দেহে ডিসপ্লে সাইজের দিক দিয়ে এটি স্মার্টফোন কাম ফ্যাবলেট। যারা দারুন ডিজাইন, ক্যামেরা এবং বাজেটে একটি বিগ ডিসপ্লে স্মার্টফোন চান, তাদের জন্য প্রিমো এনএফ৫ দারুন হতে পারে।

একনজরে প্রিমো এনএফ৫

  • ৬.৮২ ইঞ্চি বিগ ডিসপ্লে
  • ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি রম
  • ২৫৬ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি সাপোর্ট
  • হেলিও এ২০ চিপসেট
  • ট্রিপল ক্যামেরা সেটাপ
  • ৪০০০ এমএএইচ ব্যাটারি
  • ৯৬৯৯ টাকা

এই ছিল আজকের আলোচিত ১৫ হাজার টাকার মধ্যে সেরা টি স্মার্টফোন। আপনার বাজেট যদি ১৫ হাজার টাকার মধ্যে হয়, এই তালিকার মধ্যে থেকে আপনার পছন্দের যেকোনো একটি স্মার্টফোন বাছাই করে নিতে পারেন। আর প্রতিটি স্মার্টফোনের সাথেই পেয়ে যাবেন, ওয়ালটনের রেগুলার ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ অন্যান্য সকল সুবিধা।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস