সম্প্রতি ওয়ালটন তাদের অন্যতম জনপ্রিয় একটি স্মার্টফোন প্রিমো জিএইচ১০ স্মার্টফোনের সম্পূর্ণ নতুন একটি ভার্সন বাজারে নিয়ে এসেছে। আর প্রিমো জিএইচ১০ স্মার্টফোনের নতুন এই সংস্করণটির নাম প্রিমো জিএইচ১০-আই। প্রিমো জিএইচ১০ থেকে প্রিমো জিএইচ১০-আই স্মার্টফোনে অনন্য দিকটি পাবেন এর চিপসেটে। যেখানে আগের ভেরিয়েন্টে ব্যবহার করা হয়েছিল ২৮ ন্যানোমিটার প্রযুক্তির চিপসেট, সেখানে নতুন এই ‘আই’ ভেরিয়েন্টে ব্যবহার করা হয়েছে Unisoc Tiger T310 SoC। আর এই চিপসেটটি একটি ১২ ন্যানোমিটার প্রযুক্তির চিপসেট। আর প্রসেসর যত কম ন্যানোমিটারের হবে, তার প্রসেসিং স্পিড অবশ্যই তত বেশি ফাস্ট হবে। সেই দিক দিয়ে যারা প্রিমো জিএইচ১০ কিনতে চাচ্ছিলেন, তারা প্রিমো জিএইচ১০-আই স্মার্টফোনটি কিনতে পারেন।
আর প্রিমো জিএইচ১০ থেকে দামের দিক দিয়ে প্রিমো জিএইচ১০- আই স্মার্টফোনটি এগিয়ে। কেননা যেখানে প্রিমো জিএইচ১০ স্মার্টফোনটির দাম ছিল ৮৩৯০ টাকা, সেখানে নতুন এই প্রিমো জিএইচ১০ আই স্মার্টফোনটির দাম ৭৯৯৯ টাকা।
যাদের বিগ ডিসপ্লে স্মার্টফোন পছন্দ তাদের জন্যেও এই প্রিমো জিএইচ১০ স্মার্টফোন এগিয়ে থাকবে। প্রিমো জিএইচ১০ স্মার্টফোনটির সাথে পাবেন ৬.৫২ ইঞ্চি সাইজের বিগ ডিসপ্লে। অনলাইন ক্লাস থেকে শুরু করে, মাল্টিমিডিয়া স্ট্রিমিং এমনকি গেমিং সব দিক দিয়েই যা আপনাকে যথেষ্ট সুবিধা দিবে। ডিসপ্লেটির রেজুলেশন ১৬০০*৭২০ পিক্সেল। আর এটি একটি আইপিএস প্যানেল বলে ভিউইং এঙ্গেল নিয়েও তেমন কোন সমস্যা পোহাতে হবেনা।
বাজেট-ফোন হলে কি হবে, ফিচারের দিক থেকে কোনোভাবেই কার্পণ্য করেনি ওয়ালটন। ক্যামেরার দিক থেকেও অন্যতম প্লাস-পয়েন্ট এইযে, ৭৯৯৯ টাকার এই ফোনে আপনি পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটাপ। আর এই ট্রিপল ক্যামেরায় পাবেন প্রাইমারি ৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। প্রাইমারি সেন্সরে আপনি পাচ্ছেন এপারচার এফ ২.০। যা আপনাকে অবজেক্টকে তুলনামূলক ভালো ফোকাস পয়েন্টে রেখে খুব দারুন কিছু ছবি তুলতে সহায়তা করবে। এর এপারচার এফ ২.০ আপানাকে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে অনেক সুবিধা দিবে। আর লেন্স অপেনিং বড় বলে লো লাইটেও তুলতে পারবেন দারুন মানের ছবি।
জিএইচ১০-আই স্মার্টফোনের ফ্রন্ট প্যানেলে পেয়ে যাবেন একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। টুকটাক সেলফি, ভিডিও কলিং এমনকি অনলাইন ক্লাস বা মিটিং এর ক্ষেত্রেও যা আপনাকে খুব ভালোই কাজে দিবে। ফ্রন্ট ক্যামেরায় আপনি পাচ্ছেন এপারচার এফ ২.২।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।