১০ হাজার টাকা বাজেটে সেরা ৩টি স্মার্টফোন!

দারুন দামে সেরা সব স্মার্টফোনের জন্য দেশের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন উৎপাদনকারি ব্র্যান্ড হচ্ছে ওয়ালটন। ওয়ালটন প্রতিনিয়ত দেশের সাধারন ক্রেতাদের কথা মাথায় রেখে দারুন দামে সেরা বিভিন্ন মডেলের স্মার্টফোন বাজারে নিয়ে আসে। দেশের ক্রেতাদের নতুন স্মার্টফোন কেনার জন্য অন্যতম একটি বাজেট ক্যাটেগরি হচ্ছে ১০ হাজার টাকা। অনেকেই নতুন স্মার্টফোন কিনতে চান, তবে তাদের বাজেট থাকে সর্বোচ্চ ১০ হাজার টাকা।

আর এই ১০ হাজার টাকার মধ্যে যদি আপনিও স্মার্টফোন কিনতে চান, তবে আপনার পছন্দ হতে পারে ওয়ালটনের দারুন মডেলের বিভিন্ন স্মার্টফোন। আজকের এই আরটিকেলে আমরা ১০ হাজার টাকার মধ্যে ওয়ালটনের সেরা ৩টি স্মার্টফোন নিয়ে আলোচনা করব। আজকের তালিকায় আমরা যে স্মার্টফোনগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে, প্রিমো জিএইচ১০আই, প্রিমো জিএইচ১১ এবং প্রিমো এনএফ৫।

Primo GH10i

সম্প্রতি ওয়ালটন তাদের অন্যতম জনপ্রিয় একটি স্মার্টফোন প্রিমো জিএইচ১০ স্মার্টফোনের সম্পূর্ণ নতুন একটি ভার্সন বাজারে নিয়ে এসেছে। আর প্রিমো জিএইচ১০ স্মার্টফোনের নতুন এই সংস্করণটির নাম প্রিমো জিএইচ১০-আই। প্রিমো জিএইচ১০ থেকে প্রিমো জিএইচ১০-আই স্মার্টফোনে অনন্য দিকটি পাবেন এর চিপসেটে। যেখানে আগের ভেরিয়েন্টে ব্যবহার করা হয়েছিল ২৮ ন্যানোমিটার প্রযুক্তির চিপসেট, সেখানে নতুন এই ‘আই’ ভেরিয়েন্টে ব্যবহার করা হয়েছে Unisoc Tiger T310 SoC। আর এই চিপসেটটি একটি ১২ ন্যানোমিটার প্রযুক্তির চিপসেট। আর প্রসেসর যত কম ন্যানোমিটারের হবে, তার প্রসেসিং স্পিড অবশ্যই তত বেশি ফাস্ট হবে। সেই দিক দিয়ে যারা প্রিমো জিএইচ১০ কিনতে চাচ্ছিলেন, তারা প্রিমো জিএইচ১০-আই স্মার্টফোনটি কিনতে পারেন।

একনজরে প্রিমো জিএইচ১০-আই

  • অ্যান্ড্রয়েড ১১ গো সংস্করণ
  • Unisoc Tiger T310 SoC (১২ ন্যানোমিটার প্রযুক্তির চিপসেট)
  • ২ জিবি র‍্যাম, ৩২ জিবি রম
  • ২০ঃ৯ রেসিও সমৃদ্ধ ৬.৫২ ইঞ্চি আইপিএস ডিসপ্লে প্যানেল
  • ৮ মেগাপিক্সেল মেইন সেন্সর নিয়ে ট্রিপল ক্যামেরা সেটাপ
  • ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ৪০০০ এমএএইচ ব্যাটারি
  • ৭৯৯৯ টাকা

Primo GH11

ওয়ালটনের জিএইচ সিরিজের স্মার্টফোন মানেই বাজেটের মধ্যে দারুন একটি অনবদ্য স্মার্টফোন। ওয়ালটন তাদের এই সিরিজের মধ্যে একদম সাশ্রয়ী দামে ফুল ফিচারড প্যাকড দারুন স্মার্টফোন দেবার চেষ্টা করে। মূলত যাদের বাজেট ১০ হাজার টাকারও অনেক কম, তাদের জন্য ওয়ালটনের জিএইচ সিরিজের স্মার্টফোনগুলো একদম পারফেক্ট। সম্প্রতি ওয়ালটন তাদের জিএইচ সিরিজের অধীনে বাজারে এনেছে একদম নতুন একটি স্মার্টফোন প্রিমো জিএইচ ১১। প্রিমো জিএইচ ১১ স্মার্টফোন দামের দিক দিয়ে যেমন সাশ্রয়ী, তেমনি এতে দাম হিসেবে ফিচারও কোনদিক দিয়ে কম দেয়া হয়নি।

একনজরে প্রিমো জিএইচ১১

  • ৪জি কানেক্টিভিটি
  • অ্যান্ড্রয়েড এর লেটেস্ট ১২ গো সংস্করণ
  • হেলিও এ২২ চিপসেট
  • পাওয়ারভিআর জিই৮৩০০ জিপিইউ
  • ২ জিবি ফাস্ট ডিডিআর৪এক্স র‍্যাম
  • ৩২ জিবি রম, ২৫৬ জিবি পর্যন্ত অতিরিক্ত মেমোরি কার্ড সাপোর্ট
  • ৬ দশমিক ৫২ ইঞ্চি বিগ ডিসপ্লে
  • ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ব্যাকে ট্রিপল ক্যামেরা সেন্সর
  • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা সেন্সর
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • ৪২০০ এমএএইচ বিগ ব্যাটারি
  • দামঃ ৯০৯৯ টাকা

Primo NF5

প্রিমো এনএফ৫ ওয়ালটনের সাম্প্রতিক সময় লঞ্চ হওয়া একটি স্মার্টফোন। স্মার্টফোনটিতে পাওয়া যাবে প্রায় ৭ ইঞ্চির কাছাকাছি ডিসপ্লে! এতে দেয়া হয়েছে ৬.৮২ ইঞ্চি ইন্সেল আইপিএস প্যানেলের ২০ঃ৯ রেসিও সমৃদ্ধ একটি ডিসপ্লে। সুতরাং নিঃসন্দেহে ডিসপ্লে সাইজের দিক দিয়ে এটি স্মার্টফোন কাম ফ্যাবলেট। যারা দারুন ডিজাইন, ক্যামেরা এবং বাজেটে একটি বিগ ডিসপ্লে স্মার্টফোন চান, তাদের জন্য প্রিমো এনএফ৫ দারুন হতে পারে।

একনজরে প্রিমো এনএফ৫

  • ৬.৮২ ইঞ্চি বিগ ডিসপ্লে
  • ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি রম
  • ২৫৬ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি সাপোর্ট
  • হেলিও এ২০ চিপসেট
  • ট্রিপল ক্যামেরা সেটাপ
  • ৪০০০ এমএএইচ ব্যাটারি
  • ৯৬৯৯ টাকা

এই ছিল আজকের আলোচিত ১০ হাজার টাকার মধ্যে সেরা টি স্মার্টফোন। আপনার বাজেট যদি ১০ হাজার টাকার মধ্যে হয়, এই তালিকার মধ্যে থেকে আপনার পছন্দের যেকোনো একটি স্মার্টফোন বাছাই করে নিতে পারেন। আর প্রতিটি স্মার্টফোনের সাথেই পেয়ে যাবেন, ওয়ালটনের রেগুলার ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ অন্যান্য সকল সুবিধা।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস