ঈদ উপলক্ষে ওয়ালটন নিয়ে আকর্ষণীয় তিনটি স্মার্টফোন!

ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি। আর এই ঈদের খুশিকে আরো কয়েকগুন বাড়িয়ে দিতে পারে নতুন একটি স্মার্টফোন। অনেকেই ঈদ উপলক্ষে নতুন স্মার্টফোন কিনে থাকেন। যারা এবার ঈদের মধ্যেও নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য দারুন একটি অপশন হতে পারে ওয়ালটনের দারুন কিছু স্মার্টফোন। আজকের টিউনে আমরা ঈদ উপলক্ষে আপনি কিনতে পারেন, এমন ওয়ালটনের তিনটি স্মার্টফোন নিয়ে আলোচনা করব। আর এই তিনটি স্মার্টফোন হচ্ছেঃ প্রিমো জিএইচ ১১, প্রিমো আর ৯ এবং প্রিমো এস৮ মিনি।

প্রিমো জিএইচ ১১

সম্প্রতি ওয়ালটন তাদের জিএইচ সিরিজের অধীনে বাজারে এনেছে একদম নতুন একটি স্মার্টফোন প্রিমো জিএইচ ১১। প্রিমো জিএইচ ১১ স্মার্টফোন দামের দিক দিয়ে যেমন সাশ্রয়ী, তেমনি এতে দাম হিসেবে ফিচারও কোনদিক দিয়ে কম দেয়া হয়নি। ওয়ালটনের অন্যসকল স্মার্টফোনের মতন প্রিমো জিএইচ ১১ স্মার্টফোনেও পেয়ে যাবেন রেগুলার ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি; আর চার্জার ব্যাটারিতে ৬ মাসের সার্ভিস ওয়ারেন্টি।

বর্তমানে স্মার্টফোনটির বাজার মূল্য ৯০৯৯ টাকা।

একনজরে প্রিমো জিএইচ ১১ স্মার্টফোনটিতে যা যা থাকছে,

  • ৪জি কানেক্টিভিটি
  • অ্যান্ড্রয়েড এর লেটেস্ট ১২ গো সংস্করণ
  • হেলিও এ২২ চিপসেট
  • পাওয়ারভিআর জিই৮৩০০ জিপিইউ
  • ২ জিবি ফাস্ট ডিডিআর৪এক্স র‍্যাম
  • ৩২ জিবি রম, ২৫৬ জিবি পর্যন্ত অতিরিক্ত মেমোরি কার্ড সাপোর্ট
  • ৬ দশমিক ৫২ ইঞ্চি বিগ ডিসপ্লে
  • ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ব্যাকে ট্রিপল ক্যামেরা সেন্সর
  • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা সেন্সর
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • ৪২০০ এমএএইচ বিগ ব্যাটারি

প্রিমো আর৯

সম্প্রতি ওয়ালটন লঞ্চ করেছে তাদের বাজেট লাইনআপের নতুন স্মার্টফোন প্রিমো আর৯। বাজেট ফ্রেন্ডলি হলেও ফোনটির স্পেসিফিকেশন কিন্তু মোটেও এই বাজেটের বাজারের অন্যসকল সাধারন ফোনের মতন নয়! ওয়ালটনের অন্যসকল স্মার্টফোনের মতই এই প্রিমো আর৯ স্মার্টফোনেও পেয়ে যাবেন রেগুলার ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং ৬ মাসের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি।

বর্তমানে স্মার্টফোনটির বাজার মূল্য ১১৯৯৯ টাকা।

একনজরে প্রিমো আর৯ স্মার্টফোনে যা যা থাকছে,

  • অ্যান্ড্রয়েড ১১
  • ন্যানোমিটার প্রযুক্তির হেলিও জি২৫ গেমিং চিপ-সেট
  • ৩ জিবি ডিডিআর৪ র‍্যাম, সাথে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ
  • ৬ দশমিক ৫২ ইঞ্চি ইনসেল আইপিএস ডিসপ্লে
  • ১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর সহ ট্রিপল ক্যামেরা মডিউল, ৫২ মেগাপিক্সেল ইউএইচডি মোড
  • ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর
  • স্মার্ট জেসচার ন্যাভিগেশন
  • এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি

প্রিমো এস৮ মিনি

বর্তমান সময়ে বাজারে ওয়ালটনের অন্যতম ট্রেন্ডি এবং হাইপে ওঠা অন্যতম একটি স্মার্টফোন হচ্ছে প্রিমো এস৮ মিনি। প্রিমো এস৮ মিনি স্মার্টফোনে দেয়া হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপ-সেট। আর বাজেট স্মার্টফোন হিসেবে গেমিং এর জন্য প্রিমো এস৮ মিনির এই স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর দিয়ে খুব দারুণ পারফরমেন্স পাওয়া যাবে। প্রিমো এস৮ মিনি স্মার্টফোন ৪ জিবি র‍্যাম এবং ৬ জিবি র‍্যাম দুটি ভেরিয়েন্টেই পাওয়া যাবে। ইন্টারনাল স্টোরেজ হিসেবে প্রিমো এস৮ মিনি স্মার্টফোনে পাওয়া যাবে ৬৪ জিবি ইউএফএস মেমোরি।

স্মার্টফোনটির ৪ জিবি ভেরিয়েন্টের দাম ১৪৯৯৯ টাকা এবং ৬ জিবি ভেরিয়েন্টের দাম ১৬৬৯৯ টাকা।

একনজরে প্রিমো এস৮ মিনি স্মার্টফোনে যা যা থাকছেঃ

  • অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম সাথে ভিস্মার্টওএস
  • ৬ দশমিক ৫৩ ইঞ্চি এফএইচডি+ এলটিপিএস ডিসপ্লে
  • স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপ-সেট
  • ৪ জিবি এবং ৬ জিবি র‍্যাম ভেরিয়েন্ট
  • ৬৪ জিবি ইউএফএস ইন্টারনাল স্টোরেজ
  • কোয়াড ক্যামেরা সেটাপ (১৬ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর)
  • ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • মাল্টি ফাংশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • ডুয়াল সাইড ৪কে রেকর্ডিং
  • ৫০০০ এমএএইচ ব্যাটারি
  • কুইকচার্জ ৩ সাপোর্ট এবং রিভার্স চার্জিং প্রযুক্তি

সকল স্মার্টফোনের সাথেই পেয়ে যাবেন ওয়ালটনের রেগুলার সার্ভিস ওয়ারেন্টি এবং অন্যান্য সুবিধা। আপনার বাজেটের মধ্যে আজকের আলোচিত তিনটি স্মার্টফোনের মধ্যে যে স্মার্টফোনটি পরে যায় সেই স্মার্টফোনটিই কিনে নিতে পারেন। স্মার্টফোনটির মধ্যে যেকোনো একটি আপনি কিনতে পারেন, কিংবা উপহার দিতে পারেন কাছের কোন প্রিয়জনকে। যাই হোক আজকের লেখায় এই পর্যন্তই, সকলকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস