পূর্বের টিউন গুলোয় বর্নীত বাংলাদেশ থেকে পাওয়া যায় এমন C এবং Ku Band Channel লিষ্ট দিলাম। এখানে দেয়া লিষ্টের কিছু বৈশিষ্ট্য আছে ।
১. এখানে বাংলা চ্যানেল নীল, হিন্দী কালো, ইংরেজী লাল , অন্য ভাষা সবুজ এবং একাধিক ভাষা সমৃদ্ধ চ্যানেল কমলা রং এ দেয়া আছে।
২. Satellite Angle এর হিসাব সবসময় পশ্চিম দিক কে শূন্য ডিগ্রী ধরে পূর্ব দিকে করতে হবে। যেমনঃ Thaicom5 স্যাটেলাইটের Angle 78.5 E, এর মানে হল পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ৭৮.৫ ডিগ্রী কোনে গেলে Thaicom5 স্যাটেলাইটের সিগন্যাল পাওয়া যাবে।
৩.Dish Elevation হল ভুমির সমান্তরালে উপরের দিকে ডিস এন্টেনার অবস্থানের মধ্যবর্তী কোন। যেমনঃ Insat 4B স্যাটেলাইটের Elevation Angle ৬০। এর মানে Insat 4B Satellite এর সিগন্যাল পেতে হলে ডিস এন্টেনাটি ভূমি থেকে উপর দিকে ৬০ ডিগ্রী কোনে রাখতে হবে।
বিঃ দ্রঃ যেকোন সমস্যা ও প্রয়োজনে যোগাযোগ করুন, মোবাইল নং- ০১৭১৭০১৩১২৬, ই-মেইল- [email protected]
আমি Shawan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@ All
10 দিন পর পর Data Update করা হবে।