পোষ্টের সূত্র : Computer Repairing and Maintenance
মাইক্রোসফট অফিসে কাজ করার সময় মাঝে মাঝে এমন সব সর্টকাট দরকার পড়ে যেগুলা কী-বোর্ড এ তো নেই ই, বিল্ট ইন সিম্বল কালেকশনে ও পাওয়া মুশকিল। আপনাদের জন্য নিচে কয়েকটা দিয়ে দিলাম।
• alt 0174 = ® (Registered)
• alt 0169 = © (Copyright)
• alt 0153 = ™ (Trade Mark)
• alt 227 = π (Pie)
• alt 251 = √ (Root Over)
• alt 0178 = ² (Square)
• alt0179 = ³ ( Cube)
• alt224 = α ( Alpha)
• alt 223 = ß (Bita)
• alt 228 =Σ (Summation)
• alt 0248= ø (Phi)
• alt 0177 = ± (Plus Minus)
• alt 0188 =¼( One-Fourth)
• alt 0189 =½ (Half)
• alt 0190=¾ (Three-fourth)
• alt 0215 =× (Multiple)
• alt 0247 = ÷ ( Divide)
এরকম আরো প্রয়োজনীয় টিপস পেতে নিচের লিংকে ক্লিক করতে পারেন।
Necessary Computer Tips
সবাইকে ধন্যবাদ।
আমি নাছির উদ্দিন শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
LateNightBirds এর ফাউন্ডার। :) DevsTeam এর কো-ফাউন্ডার। আমাকে ফেইসবুক (fb.com/NasirUShamim) অথবা টুইটারে (@n_shamim) ফলো করতে পারেন। :)
যাক টেকটিউনে শুরু করলেন। চালিয়ে যান। আমাকে চিনেছেন মনে হয়।