মাইক্রোসফট অফিসের জন্য কিছু প্রয়োজনীয় সর্টকাট

পোষ্টের সূত্র : Computer Repairing and Maintenance
microsoft word

মাইক্রোসফট অফিসে কাজ করার সময় মাঝে মাঝে এমন সব সর্টকাট দরকার পড়ে যেগুলা কী-বোর্ড এ তো নেই ই, বিল্ট ইন সিম্বল কালেকশনে ও পাওয়া মুশকিল। আপনাদের জন্য নিচে কয়েকটা দিয়ে দিলাম।
• alt 0174 = ® (Registered)
• alt 0169 = © (Copyright)
• alt 0153 = ™ (Trade Mark)
• alt 227 = π (Pie)
• alt 251 = √ (Root Over)
• alt 0178 = ² (Square)
• alt0179 = ³ ( Cube)
• alt224 = α ( Alpha)
• alt 223 = ß (Bita)
• alt 228 =Σ (Summation)
• alt 0248= ø (Phi)
• alt 0177 = ± (Plus Minus)
• alt 0188 =¼( One-Fourth)
• alt 0189 =½ (Half)
• alt 0190=¾ (Three-fourth)
• alt 0215 =× (Multiple)
• alt 0247 = ÷ ( Divide)

এরকম আরো প্রয়োজনীয় টিপস পেতে নিচের লিংকে ক্লিক করতে পারেন।
Necessary Computer Tips

সবাইকে ধন্যবাদ।

Level 2

আমি নাছির উদ্দিন শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

LateNightBirds এর ফাউন্ডার। :) DevsTeam এর কো-ফাউন্ডার। আমাকে ফেইসবুক (fb.com/NasirUShamim) অথবা টুইটারে (@n_shamim) ফলো করতে পারেন। :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যাক টেকটিউনে শুরু করলেন। চালিয়ে যান। আমাকে চিনেছেন মনে হয়।

Level 2

শাকিল ভাইয়া। কেমন আছেন? পরবর্তী টেক টিউন্স এর মিট আপে কিন্তু আমি থাকতে চাই। দয়া করে আমাকে জানাবেন। ভালো থাইকেন।

ধন্যবাদ……………………

ধন্যবাদ। তবে মনে রাখতে পারব কিনা, বুঝার চেষ্টা করছি …….

এখানের সকল প্রতীকই Insert Symbol মেনুতে Symbol লিখে এন্টার দিলেই এসে পড়ে।

Alt + Shift + ‘+’ বাটন চেপে ২ কেন যা ইচ্ছা তাই Superscript করা যায়।

Alt + ‘+’ বাটন চেপে একইভাবে যেকোন লিখা Subscript করা যায়।

বাকি ± × ÷ ½ ¼ ¾ প্রতীক গুলো Times New Roman ফন্টেই পাওয়া যায়।

দারুন! মনে রাখাটা বেশ কঠিন।