Google Chrome এর জন্য অফিসিয়ালী ২৯ টি থীম ছেড়েছে Google

ব্রাউজার হিসেবে অনেকেই google chrome কে পছন্দ করে এর স্পিড এর জন্য।গুগল এ পেজ অন্যান্য ব্রাউজারের তুলনায় দ্রুত লোড হয়।chrome এর জন্য এতদিন অফিসিয়ালী কোন থিম সাইট ছিলনা ।আর থীম ইন্সটল করাটাও ঝামেলার ছিল।
কিন্তু গুগল নতুন বেটা ভার্সন ৩.০ তে get theme একটি নতুন অপশন যোগ করেছে এবং খুব সহজেই থিম যোগ করা যায়।
আর সবচেয়ে বড় ব্যাপার হল গুগল নিজে ২৯টি থিম ছেড়েছে গুগল chrome এর জন্য।আর জানেনই তো গুগল মানেই বস।ভালো লাগবেই।
আর থীম যোগ করাটাও পানির মত সহজ Tools >>>personal stuff>>>Get Theme
তারপর আপনার পছন্দ অনুযায়ী যেকোন থিম যোগ করে নিন।

এখানে ক্লীক করে থীম গুলো দেখতে পারেন তবে ক্রোম ব্রাউজারে দেখার সাথে সাথে এ্যাড করে নিতে পারবেন

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস