হ্যাঁ বন্ধুগন , আপনি যদি কারো IP Address জানেন তাহলে আপনি সহজে তার অবস্থান জানতে পারবেন ।
আপনি তার দেশ অথবা সিটি অথবা ISP ইত্যাদি বলে দিতে পারবেন। যদি IP Address private ip হয় তাও আপনি বলে দিতে পারবেন এটি private ip নাকি private ip না। আপনার বন্ধুর IP Address জানা থাকলে তাও আপনি বলে দিতে পারবেন সে কোথায় থাকে। আসুন তো দেখি :
>> ip lookup এ click করেন : যেমন :- 192.172.10.2
>> Information about the IP Address: 192.172.10.2
IPAddress Country City Region ISP
192.172.10.2 UNITED STATES FORT BRAGG NORTH CAROLINA 1112TH SIGNAL BATTALION .
আরেকটা উদাহরন :
>> ip lookup এ click করেন : যেমন :- 10.1.1.128
>>Information about the IP Address: 10.1.1.128
IP Address Country City Region ISP
10.1.1.128 PRIVATE IP ADDRESS LAN
বি:দ্র: কোনো কোনো ip address isp permition ছাড়া Information নাও show করতে পারে ।
এখানে দেখুন................................. http://www.ipgp.net/
আমি Kiron Best। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 306 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
*** You are beyond me, I can teach you nothing more. " তুমি আমার চেয়ে বেশি জান, তোমাকে শেখানো মত আমার কিছু জানা নেই "
আল্লাহতাওলা, আমাদের সবাইকে “শবে বরাত” সঠিক ভাবে পালন করার তওফিক দান করুন, আমিন।