শুরু হলো ধাঁধাঁর পর্ব-1,সকলের মতামত চাই

গ্রাম বাংলার ধাঁধাঁর বর্তমানে প্রচলন নেই বললেই চলে। অথচ ধাঁধাঁ কিছুদিন আগেও ছিল গ্রামে গঞ্জে বিনোদনের একটি গুরুত্বপূর্ন মাধ্যম।এখন শহরেতো দুরের কথা গ্রামেও এই ধাঁধাঁ ইতিমধ্যে ধ্বংসপ্রায় হয়ে গিয়েছে বললে অতুক্তি হয়না। তাই বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদেরকে ধাঁধাঁর সাথে নতুন ভাবে পরিচয় করে দেবার জন্যই আমার এই সিরিজ টিউনটি চালু করা।টেকটিউনে আমি চেষ্টা করব নিয়মিত এই বিষয়ের উপরে ধারাবাহিকভাবে টিউন করতে এবং এই বিষয়টি দীর্ঘায়িত করতে। তাই আপনাদের মতামত আমাকে এই ধরনের টিউন করার ক্ষেত্রে উৎসাহ যোগাবে এবং গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। কাজেই আপনাদের সকলেই আমাকে আপনাদের মতামত জানানোর অনুরোধ করছি।

আজ আমি আপনাদের একটি ধাঁধাঁ দেব আপনারা যদি উত্তর জানেন তাহলে দিন।

তিন অক্ষরে নাম মোর
নাচতে পারি ভাল,
শেষের অক্ষর বাদ দিলে
মারতেও পারি ভাল।

বলতে হবে জিনিসটি কি??ভাল করে চিন্তা করে দেখুন উত্তর পেয়ে যাবেন।

Level 0

আমি mahedihasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I want to discover new , search new , find new. Want to keep myself different than person.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মেহেদী ভাইতো শুরু করেছে ।আপনি আবার কেন শূরু করেছেন।সবাই শুরু করলেতো এটা ধধাধাধাটিউনস হয়ে যাবে

… … …

Level 0

লাটিম।
ধন্যবাদ চালিয়ে যান।

Level 0

আমি এক মেহেদী শুরু করলাম “নিজেকে যাচাই করুন” আর আপনি আর এক মেহেদী শুরু করলেন “ধাঁধাঁর পর্ব”।
আরো কোনো মেহেদী আছেন নাকি ভাই নতুন কিছু শুরু করার মতো ???

Level 0

টেকটিউনস প্রযুক্তি বিষয়ক সাইট। এতে প্রযুক্তি বিষয়ক লেখাই আশা করি।

প্রযুক্তি বিষয়ক সাইটে প্রযুক্তি বিষয়ক লেখা আশা করি ।
এ ধরনের লেখার জন্য আপনি সামহোয়ারইনব্লগ, আমার ব্লগ, প্রথম আলো ব্লগ ব্যবহার করতে পারেন ।

Level 0

ভাই উত্তরটা যদি লাটিম হয় তবে লাঠি কে তো আমরা লাটি বলব না ।

হুমমম গুগল বস

Level 0

@@@@@ সজিব

প্রযুক্তি বিষয়ক সাইটে প্রযুক্তি বিষয়ক লেখা আশা করি ।
এ ধরনের লেখার জন্য আপনি সামহোয়ারইনব্লগ, আমার ব্লগ, প্রথম আলো ব্লগ ব্যবহার করতে পারেন ।প্রযুক্তি বিষয়ক সাইটে প্রযুক্তি বিষয়ক লেখা আশা করি ।
একমত

হুম আরেক মেহেদী আছে……… আজ রাতে টেকটিউনস টু পয়েন্ট ও শুরু করবে……………

মন্তব্য নাই।
টেকি লেখা চাই।

@মেহেদী আসলে আমি যখন টেকটিউন সাইট প্রথম ভিজিট করি বা আসি তা প্রায় 4-5 মাস আগে তখন মেহেদী নামের টিউনার এই সাইটে কমই দেখেছি এখন দেখছি বিশেষ করে আমি টিউন শুরু করবার পর 15-30 দিন এর ভেতরে অনেক মেহেদী এসে হাজির। ব্যাপারটা হাস্যকর মনে হলো তখন। আর ভাই কুইজ আর ধাঁধাঁ কিন্তু ভিন্ন দুটি জিনিস, তাই এদুটিকে এক করে দেখা উচিত নয়। মেহেদী নাম হলেই যে নতুন কিছু টিউন লিখবে তাও কিন্তু নয় যে কেউই নতুন ও সৃজনশীল টিউন লেখতে পারে, কাজেই নাম কোন ব্যাপারই নয়। আর বাড়াতে চাচ্ছিনা কথা।আশা করি উত্তর পেয়ে গেছেন।
@থিংকার ও সজিব:: এই টেকটিউনস সাইটে ইসলাম ধর্মী ,কুইজ ধর্মী প্রভৃতি লেখা প্রকাশ পেয়েছে ,সেগুলোকে আপনারা নেগেটিভ চোখে দেখেননি বরং সমর্থন দিয়েছেন কাজেই আমার এই টিউনটিকেও সেই দৃষ্টিতে দেখা উচিত।সজিবকে বলছি উক্ত ব্লগগুলোর ঠিকানা আমি জানি, যদি অধিকাংশ লোকের সমর্থন আমি পাই তাহলে আমি টিউনটি পরবর্তীতে কন্টিনিউ করব অন্যথায় করবনা।
@লোটাস:: ভাই সঠিক উত্তরটা আমি এখনই বলতে চাচ্ছিনা ,পরে বলব।

ভুল ধাধা‍!

নাম টা মিলে যাওয়া কোন বিষয় নয়। বরং কার মাঝে নতুনত্ব কত বেশি আসে সেটা দেখা যেতে পারে।