নিজেকে যাচাই করুন – 2 : বাংলা 1লা বৈশাখ, 0001

1st_boishakh.GIF

ইংরেজি মাসের হিসেব অনুযায়ী বাংলা নববর্ষ আমরা প্রতি বছর এপ্রিল মাসের 14 তারিখ পালন করে থাকি। শুরু থেকে এই নিয়মই চলে আসছে। চলুন একটু পিছনের দিকে ফিরে তাকাই।

আপনাদেরকে বলতে হবে- বাংলা 1লা বৈশাখ, 0001 তারিখে ইংরেজী কত তারিখ ছিল।

আর, ইংরেজি নববর্ষের দিন অর্থাৎ 1লা জানুয়ারী বাংলায় কত তারিখ হয় সেটাও চেষ্টা করুন।

Level 0

আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

মেহেদী ভাই, লক্ষ্য করেছেন অনেক পাঠক আপনার পোস্টটি পড়লো, কিন্তু তেমন কোন মন্তব্য নেই। আপনি কি কারণটা ধরতে পেরেছেন?

Level 0

এটার সাথে আগের উদাহরণের মিল কোথায়?

Level 0

@ Thinker, ভাই প্রশ্নটা কি খুব কঠিন হয়ে গেছে ? বেশ সহজ প্রশ্ন ছিল।

যাই হোক উত্তরটা হলো ৫৯৪ খ্রিষ্টাব্দ। ২০০৯ইং – ১৪১৬বাং + ১ = ৫৯৪ইং।
আর তারিখ ? সবাই জানি যে পহেলা বৈশাখ প্রতি বছর ১৪ই এপ্রিল পালন করা হয়। হোক সেটা লিপইয়ার বা না হোক।

আর একটি বিষয় বলে রাখি, ইংরেজী সালে যেমন লিপইয়ার হয়, তেমন বাংলা সালেও হয়। কিন্তু আমরা অনেকেই সেটা জানি না বা ইংরেজীর ভীড়ে তা জানা হয় না। ফেব্রুয়ারী মাসে যখন লিপইয়ার হয় তখন বাংলা ফাল্গুন মাস চলে। আর এই মাসটি তখন ১ দিন বেড়ে যায়। আর তাই প্রতি বছর পহেলা বৈশাখ প্রতি বছর ১৪ই এপ্রিল পালন করা হয়।

বাংলা মাস কোনটা কত দিনে হয় সেটাও জানিয়ে রাখি – ১ম ৫টা ৩১ দিনে আর বাকীগুলো ৩০ দিনে। লিপইয়ার হলে ফাল্গুন মাস ১ দিন বেড়ে যায়।

ধন্যবাদ মেহেদী ভাই। অনেক কিছু জানলাম ….