মাইক্রোসফট-ইয়াহ চুক্তির বিস্তারিত

অনলাইনে তথ্যানুসন্ধানে গুগলের একচেটিয়া রাজত্বে হানা দিতে যৌথভাবে আসছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট ও ইয়াহু৷ বুধবার এ বিষয়ে দু প্রতিষ্ঠানের মধ্যে বহুল প্রতীক্ষিত চুক্তিটি হয়েছে৷

১০ বছর মেয়াদী চুক্তিটির অধীনে মাইক্রোসফট তাদের ওয়েব অনুসন্ধানের বর্তমান প্ল্যাটফর্মকে ইয়াহুর অনুসন্ধান প্রযুক্তির সঙ্গে সমন্বিত করা হবে৷ মাইক্রোসফটের নতুন সার্চ টুল বিং ইয়াহুর সাইটে যুক্ত হবে৷ উভয় সাইটেই প্রধান বিজ্ঞাপনগুলো দেবে ইয়াহু৷ ইয়াহুর নেটওয়ার্কে ট্রাফিক থেকে অর্জিত আয় ভাগাভাগি করবে দুই প্রতিষ্ঠানই৷

চুক্তির পর মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ বলমার এক বিবৃতিতে বলেন, এর ফলে অনুসন্ধান প্রযুক্তিতে উদ্ভাবনের নতুন পথ বের হল মাইক্রোসফটের৷ বাছাইয়ের ক্ষেত্রে বর্তমানে একটি প্রতিষ্ঠান নিয়ন্ত্রিত বাজারের বিজ্ঞাপনদাতা ও সত্যিকারের গ্রাহকদেরও উপকার হবে৷

বলা বাহুল্য, বলমার প্রতিদ্বন্দ্বী গুগলকেই ইঙ্গিত করেছেন৷

দীর্ঘদিন ধরে এ অংশীদারিত্ব চুক্তির প্রক্রিয়া চলছিল৷ দুবছরেরও বেশি সময় ধরে মাইক্রোসফটের অনলাইন বিজ্ঞাপনের আয় কমে গেছে৷ অন্যদিকে এক সময়ের সার্চ মার্কেটের সেরা ইয়াহু অনেক পেছনে পড়ে যায় গুগলের৷

২০০৮ সালের ১ ফেব্রুয়ারি মাইক্রোসফট ইয়াহু কিনে নেওয়ার প্রস্তাব করে৷ দর প্রস্তাব করা হয়েছিল চার হাজার চারশ ৬০ কোটি মার্কিন ডলার৷ সপ্তাহ বাদে ইয়াহু প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছিল, তাদের অবমূল্যায়ন করা হয়েছে৷ সত্যিকার অর্থে বর্তমান বাজার মূল্যে কোনোভাবেই একে কম বলার সুযোগ নেই৷

মাইক্রোসফটের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পর তারা গুগলের সঙ্গে পরীক্ষামূলক অংশীদারিত্বে যায়৷ এ পর্যায়ে চুক্তির সম্ভাবনা মরে গেলেও পরে আবার তা প্রাণ পায়৷ ২০০৮ এর মে মাসে শুরু হওয়া আলোচনা আবার ভেস্তে যায় ওই বছরেরই ১২ জুন৷ একইদিনে নাটকীয়ভাবে ইয়াহু গুগলের সঙ্গে চুক্তির কথা ঘোষণা করে৷ পরে একচেটিয়া বাজারের জন্য মার্কিন বিচার বিভাগের খড়গে সে চুক্তি টেকেনি৷ গত অক্টাবরে এসে ঋণসংকটে পড়ে ইয়াহু৷ একই মাসে ১০ শতাংশ কর্মী ছাঁটাইও হয় তাদের৷ শেয়ার প্রতি ডলার নয় এর নিচে নেমে আসার পর প্রধান নির্বাহী জেরি ইয়াং পদত্যাগ করেন৷

২০০৯ সালের জানুয়ারি মাসে ক্যারল বার্থজ নতুন প্রধান নির্বাহীর দায়িত্ব নিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানকে পুরোপুরি বিক্রি হতে দেবেন না তিনি৷ এ বছরের ২৭ মে মাইক্রাসফটের সঙ্গে আলোচনার খবর কিছুটা সত্য বলে স্বীকার করেন বার্থজ৷ পরদিনই মাইক্রাসফট নিজেদের সার্চ ইঞ্জিন বিং চালু করে৷ মধ্যে জুনে বিং এর সাফল্যের খবর আসতে থাকে৷ সে সময়ই মাইক্রোসফট আবার জানায়, ইয়াহুর জন্য তাদের দুয়ার খোলা৷

লেখাটি ডাচ ওয়েব হতে নেয়া

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ধন্যবাদ মামূন ভাই।

ধন্যবাদ আপনাকে।

Level 0

ইয়াহু আর মাইক্রসফট যতই কানা ঘুষা করোক গুগোল ইজ বস৷

Actually মাইক্রোসফট and গুগল both are বস।