Kaspersky চালান আজীবন!!! কোন Key এর ঝামেলা নাই!!!

ক্যাসপারস্কাই ইন্টারনেট সিকিউরিটি সবার মতে সবচেয়ে ভাল একটা এন্টিভাইরাস। কিন্তু ফ্রি তে তো আর ব্যবহার করা যাবে না!! সে জন্য রয়েছে বিশেষ এক উপায়। এত করে কোন Key এর ঝামেলাও নাই আবার ফ্রিতেও ব্যবহার করা যাবে!!

এজন্য আপনাকে 315.45 KB  কিলোবাইট এর মত একটা জিনিস ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড করতে হলে   এখান

আপডেট কপি করবেন যেভাবে:

kaspersky চালু করুন. তারপর সেটিংস এ যান। তারপর এডিশনাল
তারপর কপি আপডেটস টু ফোল্ডার এ টিক দিন এবং আপনার পিসির যেকোন খানে ব্রাউস করে রেখে দিয়েন।
এখন থেকে নিয়মিত ওইখানে আপডেট সেভ হবে। ছবিগুলো দেখলে বুঝবেন।

১) প্রথমে ক্যাসপারস্কাই ইন্টারনেট সিকিউরিটি নিচের আইকন থেকে অপেন করুন।
২) তারপর সেটিংস এ যান।
http://www.rongmohol.com/uploads/346_1.jpg
৩) সেটিংস বামপাশে দেখুন অপশন আছে। সেখানে ক্লিক করুন।
http://www.rongmohol.com/uploads/346_kis2.jpg
৪) তারপর দেখুন সেলফ ডিফেন্সে টিক দেওয়া আছে কিনা। টিক দেওয়া থাকলে টিক উঠিয়ে দিন।
http://www.rongmohol.com/uploads/346_kis3.jpg
৫) ট্রায়াল রিসেট চালু করুন
৬) অপারেটিং সিস্টেম সিলেক্ট করুন
৭) কাজ সম্পাদনা করুন।
৮) এক্টিভেট করতে বললে এক্টিভেট ট্রায়াল ভার্সন সিলেক্ট করুন।

ব্যাস এবার হয়ে গেল আরো ৩০ দিন। এভাবে প্রতিবার আপনি ব্যবহার করতে পারবেন ক্যাসপারস্কাই!!

বিশেষ দ্রষ্টব্য: ট্রায়াল রিসেট হওয়ার পর ডাটাবেজ করাপ্টেড হতে পারে। বলবে আপডেট করুন। ইন্টারনেট থেকে আবার আপডেট করা ঝামেলার কাজ। Kaspersky Update করুন ইণ্টারনেট ছাড়া!!! দেখতে পারেন আশা করি কাজে দেবে!!! আর একটা কথা ট্রায়াল রিসেট কে ক্যাসপারস্কাই, অ্যাভস্টসহ বেশ কিছু এন্টিভাইরাস ভাইরাস হিসেবে দেখে। তাই এটাকে ভাইরাস হিসেবে মুছতে বললেও মুছবেন না যেন!!!

ENJOY LiFE long VALidity

Level New

আমি সাইফ দি বস ৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 204 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আর্টিকেলটি লিখেছেন সাইফ দি বস ৭। পুরো নাম সাইফ হাসান। ইন্টারনেটের এ জালের জগতে সাইফ দি বস ৭ নামেই বেশী পরিচিত। বি এ এফ শাহীন কলেজের নবম শ্রেণীর ছাত্র সাইফ প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত টিপ্স এন্ড ট্রিক্স, বিনোদন জগৎ ছাড়াও বিবিধ বিষয়ে লিখতে ভালবাসে। তার ব্যাক্তিগত ব্লগ আমার ঠিকানা... তে প্রতিনিয়ত...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

DAKHI TRYE KPYRA KAJ DAY KINA.

আপনার আপডেটের টিউন অসম্পূর্ণ, আপনার নির্দেশনা অনুযায়ী আপডেট করলে বারবার একই ডাটাবেজ থেকে আপডেট হবে। নতুন ডাটাবেজ পাওয়া যাবেনা। নতুন আপডেট পেতে হলে এখানে যেতে পারেন.http://www.offlineav.co.cc/

Level New

আপনি ভালভাবে ব্যাপারটা বুঝতে পারেন নি. ধরুন করাপ্টেড হয়ে গেল আগে সেভ করা আপডেট দিয়ে রিস্টোর করে দিয়ে দিলেন.. তাহলে যে পর্যন্ত আপডেট করা ছিল সে পর্যন্ত আপডেট পেলেন.. তারপর তো আপনি আর সেইখান থেকে আপডেট করবেন না… সোর্স থেকে আবার ক্যাসপারস্কি আপডেট সার্ভার দেখিয়ে দিবেন.. তাহলেই তো হল..
এটা মূলত তাদের জন্য যারা বারবার পিসি ফরম্যাট করে…

link এ ভুল আছে মনে হয়… একটু check করবেন?

http://www.mediafire.com/?mmtjrydymc3

এইটা না হয়ে

http://www.http.com//www.mediafire.com/?mmtjrydymc3

এইতা আছে।
যারা ডাউনলোড করবেন, প্রথমের লিঙ্ক এ ক্লিক করুন ।।

C: drive থেকে আগের update… কি কাজে লাগানো যায় না, reset এর পর!!!!! 😛

update er জিনিস টা পরলাম এবং বুজলাম। কথা হল…আমি আগের update তো পাব না? কারন আমার আগে setting change করা ছিল না…

Level New

আগের আপডেট পাবেন… কপি আপডেটস টু ফোল্ডার দেখিয়ে দিয়ে স্টার্ট আপডেট দিন.. তাহলে আগের আপডেট সহ নতুন আপডেট ইন্টারনেট থেকে ডাউনলোড হয়ে ফোল্ডারে জমা থাকবে!! 🙂

Level 0

সাইফ ভাই, এ জাতীয় টিউন আগেও করা হয়েছে। আর ক্যাসপারস্কি ইন্সটল করার পর বেশ কিছু কাজ করতে হয়। সি-নিউজ বা কম্পিউটার বিচিত্রায় এ নিয়ে বেশ কয়েকবার লেখালেখি হয়েছে। এ প্রোগ্রামটি বেশ ভারী, যারা আমার মত লোকোয়ালিটির PC ব্যবহার করেন তাদের জন্য avast সবচেয়ে ভালো(আমার মনে হয়)। avast home addition আপনাকে দেবে ২মাসের নিশ্চয়তা। avast full protection দিয়ে থাকে, যারা দুটোই ব্যবহার করেছেন তারা এ বিষয়ে ভাল বলতে পারবেন। অবশ্য আমি বলব “anti-virus” ও তো এক প্রকার ভাইরাস…………। ধন্যবাদ সাইফ ভাই, আপনি টিউন চালিয়ে যান।

Level 0

যারা ক্যাসপারস্কি ব্যবহার করতে চান, আওয়াজ দেবেন, আমি পরের ধাপগুলো বলে দেব।

Level 0

আওয়াজ দিলাম।

Level 0

এত কষ্ট করে trial version এর কি দরকার এর চেয়ে সহজে তো kaspersky এর commercial version ব্যবহার করা যায়। kaspersky এর commercial version ব্যবহার করতে এখানে ক্লিক করুন https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/7400/

Level 0

আমার মতে Eset Nod32 Smart Security ভাল কাজ করে । Kaspersky এর মত এত ঝামেলাও নাই ।

ভাই এটা ঠিক ভাবে কাজ করে না এবং কম্পিউটার হ্যাং করে আমি অনেক দিন আগে এটা দিয়ে চেক করেছিলাম। সম্ভবত নামটি হচ্ছে kaspersky trial reseter
kaspersky খারাপ না তবে nod32 ব্যবহার করে দেখতে পারেন জটিল একটি এন্টিভাইরাস সাথে usb disk security ব্যবহার করলে আশা করে ৯৯% সুরক্ষা পাবেন। আমাদের ব্লগে eset nod 32 এর ডাউনলোড লিঙ্ক এবং সিরিয়াল কি দেওয়া আছে।
http://www.amaderpalash.co.cc
http://www.itnews24.blogspot.com

ভাই সুন্দর হয়েছে। তবে ব্যবহারে এক্বেবারে ঝামেলা ছাড়া কোন এন্ট্রিভাইরাস আছে কি?

Level 0

প্রিয় বন্ধু, খুবই ভালো ও কাজের টিউন………. এখান থেকে নতুন একটি আজীবনের কাজ সেরে ফেললাম….. কারণ, আমাকে আর ভাইরাস কিনতে হবে না…… শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ…