YouTube দেখে না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। YouTube এর জনপ্রিয়তা দিন কে দিন বেড়েই চলছে। প্রতিদিন লক্ষ কোটি মানুষ YouTube দেখে এতে কোন সন্দেহ নেই। কিন্তু হাজার হাজার ভিডিও থেকে প্রয়োজনীয় YouTube ভিডিওটি খুঁজে বের করা যে কি কষ্টকর তা আমরা সবাই জানি। এই কষ্ট দূর করতে সফটওয়্যার নির্মাতারা তৈরী করেছেন একটি মজার সফটওয়্যার যার নাম YouTube Video Search। আমার কি মনে হয় জানেন? এটা কোন সফটওয়্যার নয় যেন একটা আলাদিনের চেরাগ :-)। যা দিয়ে খুব সহজে যে কোন ভিডিও খুঁজে বের করা সম্ভব৷ আরে মজার কথাই তো বললাম না! মজার কথাটা হল, আপনি যার ভিডিও খুঁজবেন তার নাম লিখে Search দিলেই হল। কলের পানির মত তার সব গান বের হয়ে চলে আসবে। বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে pankaj udhas লিখে Search দিন। হা হা হা এখন হল তো? আর একটা কথা আপনি চাইলেই ওখান থেকে ডাউনলোড ও করতে পারবেন। আরে ভাই শুধু তাই নয়, mp4 করে মোবাইলেও ব্যাবহার করতে পারবেন। তার সাথে সাথে আপনি দেখতে পারেন গানটি কত মিনিট। একবার ব্যবহার করে দেখুন খুব ভালো লাগবে।
সফটওয়্যারটি ডাউনলোড করবেন এই লিংক থেকে।
আমি khandigital। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ।