GIF, JPG নাকি PNG কখন কোনটি বেছে নিবেন আপনার ওয়েবসাইট বা ব্লগের জন্য…….

আমরা প্রায় সকলেই ব্লগে বা ওয়েবসাইটে ব্যবহারের জন্য স্ক্রীনশট নিয়ে থাকি। কিন্তু আমরা অনেকেই হয়তো জানিনা কি ধরনের স্ক্রীনশটের জন্য কোন ফরমেট উত্তম। আপনি হয়তো স্ক্রীনশট নেয়ার জন্য Print Screen কী অথবা কোনো প্রফেশনাল স্ক্রীন ক্যপচার টুল ব্যবহার করে থাকেন। আপনি যেটাই ব্যবহার করুন না কেন প্রয়োজনীয়তা কিন্তু একই আর তা হলো যথা সম্ভব ছোট ফাইল সাইজের মধ্যে পরিষ্কার/স্পস্ট ছবি।

ওয়েবে ব্যবহারের জন্য বর্তমানে তিনটি জনপ্রিয় ফরমেট হলো JPG, PNG এবং GIF। এছাড়া আরেকটি ফরমেট হচ্ছে BMP, কিন্তু এটা এখন তেমনভাবে ব্যবহৃত হয়না।

এবার দেখে নেয়া যাক কোথায় কোন ফরমেট ব্যবহার করা উত্তম-

টেক্সট এর ক্ষেত্রে-

আপনি যদি কোনো টেক্সট (যেমন-সোর্স কোড, গুগোল সার্চ রেজাল্ট অথবা কোনো মেনু) এর স্ক্রীনশট নিতে চান তাহলে বলবো PNG অথবা GIF এর কোনো বিকল্প নেই। এতে করে স্ক্রীনশট থাকে ক্লীয়ার/স্পস্ট এবং ফাইল সাইজও থাকে যথেষ্ট ছোট।screen-shot-text.gif

ডেক্সটপ উইন্ডোর ক্ষেত্রে-

আপনি যদি রেগুলার কোনো ডেক্সটপ উইন্ডো যেমন- ডায়ালগ বক্স, ডস কমান্ড উইন্ডো অথবা উইন্ডোজ এক্সপ্লোরার এর স্ক্রীনশট নিতে চান তাহলে PNG ফরমেট ব্যবহার করুন। সুবিধা হলো  এর মাধ্যমে সকল কালার ঠিক রেখে স্পষ্ট ইমেজ পাওয়া যায় যেটা JPG -এর চাইতে অনেকটা ভালো।

screen-shot-windoww.png

ভিডিও এবং ফটোগ্রাফের ক্ষেত্রে-

আপনি যদি কোনো ভিডিও (যেমন- ইউটিউব), গুগোল আর্থ, গেমস, এনিমেশন অথবা ফ্লিকার থেকে কোনো ছবির স্ক্রীনশট নিতে চান তাহলে সবসময় JPG ব্যবহার করুন। এতে করে ফাইল সাইজ ছোট রেখে সেরা স্ক্রীনশটটি পাওয়া সম্ভব কোয়ালিটির তেমন কোনো পরিবর্তন ছাড়াই।

উদাহরন স্বরুপ, ইউটিউব থেকে নেয়া গুগোল ক্রম এড এর একটি স্ক্রীনশট দেখুন। PNG ফরমেটে সেভ করলে এর সাইজ দাঁড়ায় 160kb, সেখানে JPG ফরমেটে সেভ করলে এর সাইজ দাঁড়ায় মাত্র 36kb। কিন্তু কোয়ালিটি প্রায় সমান।

screen-shot-video.jpg

Level 0

আমি তারেকবিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ তারেক ভাই সেইভ করে রাখলাম পরে পড়ব।

Level 0

তারেক ভাই হেব্বি জিনিস দিছেন…

ভাল জিনিষ, ধন্যবাদ।

দরকারী টিউন।

Level 0

ভাই আমার ল্যাপ্টপ Dell Inspiron 1200.
এর শর্টকাট স্ক্রিন শর্ট হলো এফএন+প্রিন্ট স্ক্রিন
কিন্তু এ ভাবে স্ক্রিনের ছবি নেয়া যাচ্ছে না ।
কি করবো
বললে উপকার হয়।

@ehsan
Fn+Print Screen এ হওয়ার কথা। না হলে দেখুন আপনার Fn কী কাজ করছে কিনা।
অথবা বিভিন্ন ভাবে ট্রাই করে দেখুন, যেমন- Fn+Shift+Print Screen ।

দুঃখিত! না দেখে এর চেয়ে বেশি কিছু বলতে পারছিনা।

Level 0

ভাই স্ক্রিন শর্ট এর link টা দিলে ভাল হতো,

Level 0

চমৎকার হয়েছে।

Level 0

খুব ভাল বলেছন। দরকারী টিপস। ধন্যবাদ।

Level 0

জানলাম… পরে কাজে লাগবে। ভাল টিপস।