টপ টিউনার টিনটিন, মঈন, শাকিল আরেফিন, মো. আমিনুল ইসলাম সজীব, মেহেদী আকরাম, মিথুন, মামুন ভাইয়েরা সহ সবার দৃষ্টি আকর্ষন করে বলবো, বাংলা দেশের ৮০ % লোক কৃষির উপর নিবর শীল। অথচ কৃষি বিষয়ক বাংলায় কোন সাইট নেটে খোজে পেলামনা। তাই নিজের জন্য সংগহ করা কিছু লেখা দিয়ে একটি সাইট বানিয়েছি শ্যামল বাংলা নাম দিয়ে। তাও আবার অন্যার লেখা এবং Free ডোমেন। আপনাদের সবার নিকট বিনিত অনুরোধ থাকবে plz plz plz একটি বার ডো মেরে আর কিভাবে কি করা যায়, পরামশ দিয়ে ধন্য করবেন। আপনাদের একটি মন্তব্য এই সাইটের জন্য ফাতেহ হয়ে থাকবে। সবাইকে ধন্যবাদ।
ঠিকানা : শ্যামল বাংলা
সবইকে অনেক অনেক ধন্যবাদ
আমি Nurjahan (বাংলার বউ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 1615 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে তো কেউ জেনে যাবে .... http://sbangla.yolasite.com Nurjahan (বাংলার বউ) From DAMASCUS
আগে কৃষকের কাছে কম খরচে ইন্টারনেট পৌছাক… তখন কৃষি বিষয়ক ওয়েব সাইট বানানো যাবে।। তখন দেখা যাবে কৃষকরা ইন্টারনেট থেকে কি ভাবে ফসল ভালো উতপাদন করা যায় সেই সব টিপস সার্চ করবে।
আর আপনার টিউন এর জন্য আপনাকে ধন্যবাদ। আপনার শ্যমল বাংলা সাইট টা খারাপ না ভালই হয়েছে। তবে বাংলা লেখা গুলো ইউনিকোড সাপোর্ট করে এই রকম ফন্ট্ ইউজ্ করে লিখলে ভালো হত।