টপ টিউনার টিনটিন, মঈন, শাকিল আরেফিন, মো. আমিনুল ইসলাম সজীব, মেহেদী আকরাম, মিথুন, মামুন ভাইয়েরা সহ সবার দৃষ্টি আকর্ষন

টপ টিউনার টিনটিন, মঈন, শাকিল আরেফিন, মো. আমিনুল ইসলাম সজীব, মেহেদী আকরাম, মিথুন, মামুন ভাইয়েরা সহ সবার দৃষ্টি আকর্ষন করে বলবো, বাংলা দেশের ৮০ % লোক কৃষির উপর নিবর শীল। অথচ কৃষি বিষয়ক বাংলায় কোন সাইট নেটে খোজে পেলামনা। তাই নিজের জন্য সংগহ করা কিছু লেখা দিয়ে একটি সাইট বানিয়েছি শ্যামল বাংলা নাম দিয়ে। তাও আবার অন্যার লেখা এবং Free ডোমেন। আপনাদের সবার নিকট বিনিত অনুরোধ থাকবে plz plz plz একটি বার ডো মেরে আর কিভাবে কি করা যায়, পরামশ দিয়ে ধন্য করবেন। আপনাদের একটি মন্তব্য এই সাইটের জন্য ফাতেহ হয়ে থাকবে। সবাইকে ধন্যবাদ।

ঠিকানা : শ্যামল বাংলা

সবইকে অনেক অনেক ধন্যবাদ

Level 0

আমি Nurjahan (বাংলার বউ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 1615 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে তো কেউ জেনে যাবে .... http://sbangla.yolasite.com Nurjahan (বাংলার বউ) From DAMASCUS


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আগে কৃষকের কাছে কম খরচে ইন্টারনেট পৌছাক… তখন কৃষি বিষয়ক ওয়েব সাইট বানানো যাবে।। তখন দেখা যাবে কৃষকরা ইন্টারনেট থেকে কি ভাবে ফসল ভালো উতপাদন করা যায় সেই সব টিপস সার্চ করবে।
আর আপনার টিউন এর জন্য আপনাকে ধন্যবাদ। আপনার শ্যমল বাংলা সাইট টা খারাপ না ভালই হয়েছে। তবে বাংলা লেখা গুলো ইউনিকোড সাপোর্ট করে এই রকম ফন্ট্‌ ইউজ্‌ করে লিখলে ভালো হত।

সুন্দর। কৃষি বিষয়ক আরো তথ্যের দরকার হলে আমাকে জানাবেন। যতটুকু পারি হেল্প করবো। BADC’র সাথে আমার সম্পৃক্ততা আছে। তবে আপনার পারফর্মেন্স দেথে মনে হয়না আপনার কারো সাহায্যের প্রয়োজন হবে বলে

মামুন ভাই আমার অনেক সাহায্যের প্রয়োজন হবে । সাহায্য করবেন আমার Email – [email protected]

অনেক ধন্যবাদ আপনাকে

চমৎকার উদ্দ্যোগ।

ধন্যবাদ শাকিল ভাই দয়াকরে সাহায্যের হাতটা বাড়াবেন

Level 0

link in world ভাই এর কথাটা সত্যি, তবে আংশিক সত্যি। যারা কৃষি বিষয়ে জানতে চান বা পড়াশোনা করছেন তাদের জন্য হয়ত এবিষয়গুলো কাজে লাগবে । আর nurjahantop ভাই, আপনি লেখা পাঠানোর জন্য আবেদন করুন, যাতে করে আপনার সাইট টি আরো সমৃদ্ধ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন চমৎকার একটি উদ্যোগ নেবার জন্য।

http://www.agrobangla.com/ – এই সাইট থেকে কিছু ধারনা পেতে পারেন।

“Nurjahantop” আমি আপনাকে চিনসি । দয়াকরে original ID টা নিয়া টিউন করতে আসেন। ভাল টিউন হলে এমনিতেই সবাই পড়বে।

ভাই gpcic এর অধীনে একটা সাইট আছে কৃষি নিয়ে আপডেট তথ্য পাওয়া যায় দেখতে পারেন

আপনার সাইটটি দেখেছি.. ভালো উদ্দ্যোগ.. চালিয়ে যান.. এই সাইটটি দেখুন http://www.ruralinfobd.com/ এখান থেকে কিছু আইডিয়া পেতে পারেন।

Level 0

খুর ভাল site । কিন্তু সমস্য হল nurjahantop আপনার ছবিটি পরিবতর্ন করা উচিৎ। আপনার কি মনে হয় ভদ্র Famaily’র কেউ এ site পড়ে না । যদি দিতই হয তবে কাপড় খুলেই দেন।

চমতকার। একটা ডোমেইন নিয়ে নিন। কৃষি বিষয়ে আমিও কিছু লেখালেখি করবো ভাবছি। সাইট ডিজাইনের প্রয়োজনে আমাকে ডাকতে পারেন, (বিনাখরচে) করে দিবো।
আপনার উদ্যোগ সফল হোক।

জনাব নাইট, আপনার অশালীন মন্তব্যের কারনে ছবিটি সরিয়ে নিচ্ছি। আমার মনেহয় এই আধুনিক যুগের সাথে মানায়না। আর আমার পেশাগত জীবনের সাথে এই ছবিটি মিল থাকায়, এটি দেওয়া। দয়াকরে এই খানে একটু আসুন http://nurjahantop.synthasite.com

Level New

@ nurjahantop চালিয়ে যান আমি আছি আপনার সাথে আর আপনি যদি চান তবে আমি মাশরুম নিয়ে একটা টিউটোরিয়াল লিখে দিতে পারি।

ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আপনাদের মন্তব্য গুলো আমার এত সাহস জুগিয়েছে যে, মনে হয় আমি অনেক কিছু করতে পারবো। সাথে সাথে সবার নিকট সাহায্য ও কামনা করি।

Thanks once again all.

Level 0

বাংলাদেশের প্রায় ৫০ কৃষকের বাড়িতে বিদু্যত্‍ নাই৷ তার পর আবার কম্পিউটার আবার ইন্টারনেট৷
আপনার উদ্যোগ কে স্বাগত জনাই

ভাই সপ্ন দেখা মন্দ নয়! সবাই সপ্ন দেখে, আমরাও আগামীর সপ্ন দেখুন না। আগামীতে আমাদের ক্বষি, প্রযুক্তির মাধ্যমে স্মপ্রসআরিত হবে। ইয়াহু !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!