আমরা কমবেশি প্রায়ই মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে থাকি। অফিসের কাজে এমনকি আমাদের দৈনন্দিন কাজেও এটি কাজে লাগে। সর্টকাট key এর মাধ্যমে কাজ করলে কাজের গতি যেমন বৃদ্ধি হয় তেমনি কাজ করা হয় আনন্দদায়ক। আমার নিউনটি সর্টকাট key নিয়েই। আপনি সহজেই Microsoft Word এর সব সর্টকাট বের করতে পারেন খুব সহজেই।
প্রথমে Microsoft Word এ প্রবেশ করুন।
এরপর Tools Menu তে ক্লিক করুন।
এবার Macro তে ক্লিক করুন।
এখন Macros এ ক্লিক করুন (Alt+F8)
Macro in Box এ Word Document সিলেক্ট করে দিন।
Macro Name এ লিখুন ListCommends লিখে Run এ ক্লিক করুন।
এখান থেকে Current Menu and keyboard settings অথবা All Word Commends ক্লিক করে ok করলেই Microsoft Word এর সকল Shortcut Key এর List পেয়ে যাবেন। এখন প্রয়োজনমত আপনার দরকারীগুলো আপনার মত করে Edit করে শিখুন Shortcut key গুলো এবং আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি এই Shortcut গুলো ব্যবহার করতে পারলে আপনার কাজের গতি বেড়ে যাবে অনেক বেশি। এই পোষ্টটি পূর্বে প্রকাশ হয়ে থাকলে আমি দু:খিত।
এরকম আরো টিপস নিয়ে আমি একটি Site বানাচ্ছি। দোয়া করবেন। আপনাদের সহযোগীতা কামনায় শেষ করছি।
ধন্যবাদ
আমি নাজমুল হাসান। Country Head, Harpstring Investment, Bangladesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দুয়া রইলো