শর্ত বুঝে ডাটা এন্ট্রির কাজ করতে আগ্রহী ?

আমি এই মাত্র কেপচা ডাটা এন্ট্রির কাজ পেয়েছি। যারা প্রতিদিন সর্বনিম্ন 1000 টি সঠিক কেপচা দিতে পারবেন তারা কাজটি করতে পারেন। প্রতি 1000 সঠিক কেপচার জন্য 0.60$ মোট কাজের উপর সপ্তাহে ফ্লেক্সিলোড এর মাধ্যমে মোবাইল এ টাকা প্রদান করা হবে। কাজটি আগামী কাল থেকে শুরু হবে তাই যারা সচেতন ভাবে কাজকরতে পারবেন তাদের আমি আইডি দিতে পারি। কাজ শুরু করার পর 1000 সঠিক কেপচা প্রদানে অপারগ হলে আমাকে জানাবেন প্লিজ। যারা কাজ করতে চান তারা আমাকে মেইল করবেন- [email protected]
Messenger ID mohi_cic যে কোন সময় পাবেন। আর একটি কথা আমার এই পোস্ট এর জন্য আন্তরিক ভাবে দুঃখিত কারন এই ধরনের পোস্ট কেউ করেনি। আর যদি এই টিউন এর মাধ্যমে আমার যদি কোন ভুল হয় তা হলে সবাই ক্ষমার চোখে দেখবেন আশাকরি কারন এই বিষয়ে আমি সম্পূর্ণ নতুন তাই। উপদেশ থাকলে আবশ্যই দিবেন

বিঃদ্রঃ যারা এই কাজ করবেন তারা আমকে আজই মেইল করতে হবে উপর এর ঠিকানায়। যেভাবে মেইল করবেন নাম, ঠিকানা, মোবাইল নাম্বার । আমি মোট 7 টি আইডি দিব তাই যারা আগে যোগাযোগ করবেন তাদের আমি কাজটি দিব। কাজটি দীর্ঘ সময়ের জন্য 7টি আইডির কাজ ভালো হলে আমি আরো আইডি আনতে পারব। কারণ এই কাজের Employer আমি নয় তাই কাজ ভালো হলে আশা করা যায় আমরা আর কাজ পেতেপারি। আর একটি কথা কোন কারণে আমি টাকা নাপেলে আমি আমার পকেট থেকে কাউকে টাকাদিতে পারব না। বিশ্বাস এই কাজের বড় প্রেরণা তাই যারা বিশ্বাস রাকতে পারবেন তারা কাজটি করতে পারেন। আমাকে আপনারা আবার বাটপার মনেকরবেন না প্লিজ। কারন Employer আমার জানামত ভালো তাই কাজ সঠিক ভাবে করলে টাকা দিতে সমস্যা হবেনা আর তার সমস্যা না হলে আমার ত কোন সমস্যা হবেনা এই বিশ্বাস রাখবেন আশা করি।

Level New

আমি Mohi uddin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai iam interested my mob 01711330437 my email [email protected]

Level New

ধন্যবাদ আপনি আমকে মেইল করতে হবে। [email protected] আজই

Level 0

আমিও আগ্রহী Email- [email protected]

আমি আগ্রহী # 01720507654, [email protected]

এই ব্যাপারে ফয়সাল ভাই একটি tune করেছিলো।ভাই বাংলাদেশের নেটের যে অবস্থা তাতে এই কাজ খুবই কঠিন হয়ে যায়।

Level 0

vai ami kaj ta thik bujhlam na..ektu bola jabe kaj ta ki korte hobe?

Level 0

ভাই আমারে দিয়েন

মহিউদ্দিন ভাই আমি আগ্রহী।আশা করি আমি পাব।আমার মেইল আইডি [email protected] আর মোবাইল হল ০১৬৭৩৮৩২৬৪৩

@ imran ahmed আমি ও আপনার সাথে এক মত।আসলেই তাই বাংলা দেশে নেট্‌ এর যে অবস্থা……

Im inTErEstED !!!

Level 2

Ami ragi ei muhurte carrent nai mobile theke likhlam, apner mail chek koren . Amar phone no 01713122019.

Level New

আপনারা যারা কাজ করতে চান প্লিজ এখানে যেই নামে আইডি আছে সেই নামে আমাকে মেইল করুন [email protected]
মোবাইল- 01925615482 যোগাযোগ করতে পারেন। তবে আর একটি কথা এই নাম্বারে রাত 11 টা পর্যন্ত পাবেন।

Level New

আপনাদের উপর সবকিছু নির্ভরকরছে তাই একটু সচেতন ভাবে কাজ করবেন। আর http://www.Linkinworld.com এবং @ imran ahmed ভাই আপনদের কথা গুলো সত্য কিন্তু এর পরো কি আমাদের দেশে কেপচার প্রচুর কাজ হচ্ছে না ? আর যারা একটু সময় নিয়ে 2 ঘন্টা কাজ করলে আমার মনে হয় 1000 কেপচা করা তেমন কোন কটিন কাজ আমার মনে হয় না। আপনাদের মন্তব্যের জন্য ধন্যবাদ।

@ Mohi uddin– আসলে আমি কাউকে নিষেধ করিনি এই কাজে।আবার উৎসাহ ও দেইনি। আর হ্যাঁ আমাদের দেশে এই কাজ প্রচুর হচ্ছে।আর হবে না কেন? যার দরকার সে তো অবশ্যই করবে।আমি যেমন গুগোল এ্যাড্‌সেন্স্‌ এ আর্নিং করি। তাই এটার পিছনে আর আলাদা করে সমস্য দেওয়া লাগে না। আর হ্যাঁ যদি আপনার কথা মত তাই হয় 2 ঘন্টা কাজ করলে 1000 কেপচার পুরন করা যায় তা হলে তো খারাপ না। চার ঘন্টায় ২০০০ টা পুরন করা যাবে। তা হলে প্রতিদিন আর্নিং দাড়াচ্ছে প্রায় ১ ডলার এর কিছু বেশি মানে ৭০ – ৮০ টাকার মত। একেবার খারাপ না। যারা ইন্টারনেট এ অনেক সময় ফেস্‌বুক বা চ্যাট করে সময় নষ্ট করেন তাদের জন্য এটা খুব ভালো কাজ। পারলে আমি ও ট্রাই করবো এই কাজ করার জন্য। কারন আমার ও এই কাজ করার শখ আছে একটু একটু।(হা হা হা হাঃ-)) দেখি আমি আপনার সাথে পরে যোগাযোগ করবো।
যায় হোক Mohi uddin আপনাকেও ধন্যবাদ।

Level New

আবারো ধন্যবাদ http://www.Linkinworld.com ভাই কে আপনার নামটা দিলে ভালোহত কিছু বলে সম্মুদন করতে পারতাম।

http://www.Linkinworld.com এই নামটাই আমার বা আমাদের বেশ পছন্দ এবং প্রিয়ও বটে :)। সুতরাং এই নামে ডাকলে আমি বা আমরা বেশি খুশি হই।
আমাকে এই নামে ডাকার জন্য আপনাকে আবারও ধন্যবাদ।

Level New

হা হা, linking vai

(হা হা হা হাঃ-)) @ Robayeth আপনি তো দেখছি আমার নামের বাড়টা বাজিয়ে দিয়েছেন ভুল করে। Linkin জায়গা তে Link+ing জাইগ হোক…
Mohi uddin কিছু মনে করবেন না আপনার টিউন এর মধ্যেই আমার নাম নিয়ে গবেষোনা করা শুরু হয়ে গেল।

linking Verb ……. দুই প্রকার লিখবো ………….!!!!!!!!!

Level 0

I have just known about it.what r u meen about কেপচা? & it’s my 01913169292 no. I wanna 2 earn more mony.

Level 0

আমি কম্পিউটার লাইনে প্রায় 13 বছর আছি…………. আমি ইন্টারনেট থেকে কম্পিউটারের সঙ্গে যুক্ত থেকে ডাটাএন্ট্রির কাজ করতে আগ্রহী………….আমার টাইপের স্পীড খুবই ভালো.(বাংলা, ইংরেজী ও আলাদা ভাষা)……আমি পাবলিশার ও বাংলা নিউজ পত্রিকার কাজের সঙ্গেও যুক্ত………….যদি কোন সহযোগিতা করেন………. খুবই ভালো টিউন…. শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ………