আমি এই মাত্র কেপচা ডাটা এন্ট্রির কাজ পেয়েছি। যারা প্রতিদিন সর্বনিম্ন 1000 টি সঠিক কেপচা দিতে পারবেন তারা কাজটি করতে পারেন। প্রতি 1000 সঠিক কেপচার জন্য 0.60$ মোট কাজের উপর সপ্তাহে ফ্লেক্সিলোড এর মাধ্যমে মোবাইল এ টাকা প্রদান করা হবে। কাজটি আগামী কাল থেকে শুরু হবে তাই যারা সচেতন ভাবে কাজকরতে পারবেন তাদের আমি আইডি দিতে পারি। কাজ শুরু করার পর 1000 সঠিক কেপচা প্রদানে অপারগ হলে আমাকে জানাবেন প্লিজ। যারা কাজ করতে চান তারা আমাকে মেইল করবেন- [email protected]
Messenger ID mohi_cic যে কোন সময় পাবেন। আর একটি কথা আমার এই পোস্ট এর জন্য আন্তরিক ভাবে দুঃখিত কারন এই ধরনের পোস্ট কেউ করেনি। আর যদি এই টিউন এর মাধ্যমে আমার যদি কোন ভুল হয় তা হলে সবাই ক্ষমার চোখে দেখবেন আশাকরি কারন এই বিষয়ে আমি সম্পূর্ণ নতুন তাই। উপদেশ থাকলে আবশ্যই দিবেন
বিঃদ্রঃ যারা এই কাজ করবেন তারা আমকে আজই মেইল করতে হবে উপর এর ঠিকানায়। যেভাবে মেইল করবেন নাম, ঠিকানা, মোবাইল নাম্বার । আমি মোট 7 টি আইডি দিব তাই যারা আগে যোগাযোগ করবেন তাদের আমি কাজটি দিব। কাজটি দীর্ঘ সময়ের জন্য 7টি আইডির কাজ ভালো হলে আমি আরো আইডি আনতে পারব। কারণ এই কাজের Employer আমি নয় তাই কাজ ভালো হলে আশা করা যায় আমরা আর কাজ পেতেপারি। আর একটি কথা কোন কারণে আমি টাকা নাপেলে আমি আমার পকেট থেকে কাউকে টাকাদিতে পারব না। বিশ্বাস এই কাজের বড় প্রেরণা তাই যারা বিশ্বাস রাকতে পারবেন তারা কাজটি করতে পারেন। আমাকে আপনারা আবার বাটপার মনেকরবেন না প্লিজ। কারন Employer আমার জানামত ভালো তাই কাজ সঠিক ভাবে করলে টাকা দিতে সমস্যা হবেনা আর তার সমস্যা না হলে আমার ত কোন সমস্যা হবেনা এই বিশ্বাস রাখবেন আশা করি।
আমি Mohi uddin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai iam interested my mob 01711330437 my email [email protected]