আমরা সবাই কমবেশি বাংলাদেশের জনপ্রিয় পত্রিকার ওয়েব eprothomalo পড়ে থাকি। সেখান থেকে কোন সম্পূর্ণ পৃষ্ঠা যদি Save করে রাখতে চাই তাহলে সেটা বড় করলে ফেটে যায়। আবার যদি একটা একটা করে সেভ করেন তাহলে সেটার ফলে অনেকগুলো .JPG আকারে সেভ করে নিতে হয়। এতে সময়, শ্রম দু'টোই বেশি লাগে। মজিলা ফায়ারফক্সে ক্যাপচার করলেও এটা বড় করলে ফেটে যায়। আমি এমন একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি যার মাধ্যমে আপনি Prothol Alo পত্রিকার যেকোন পাতা .JPG সংরক্ষন করতে পারবেন এবং তা বড় করে দেখলেও ভাল রেজুলেশন পাবেন।
নিচের লিংটিতে ক্লিক করে দেখুন-
http://www.eprothomalo.com/contents/2009/2009_08_02/bigPages/2009_08_02_1.jpg
এখানে http://www.eprothomalo.com/contents/2009/বছর_মাস_দিন/bigPages/বছর_মাস_দিন_পৃষ্ঠা নং.jpg
লিখে এন্টার দিন। পৃষ্ঠাটি সম্পূর্ণ লোড হলে সেটি সেভ করে নিন।
আমি নাজমুল হাসান। Country Head, Harpstring Investment, Bangladesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো টিউন..
ধন্যবাদ ভায়া…..