KBPS আর kbps বিতর্কের অবসান এবং বাংলাদেশের সকল টেকিবিষয়ক সাংবাদিকদের প্রতি আমার একটি wimax বিষয়ক অনুরোধ

প্রথমেই এই লেখাটির প্রেক্ষাপট বলি।আজ সকালে প্রথম আলোতে wimax বিষয়ক একটি লিখায় লিখছে গ্রাহক গণ ৬০০ টাকায় ১২৮KBPS স্পিড পাবে ।যারা টেকিবিষয়ক লেখা বিভিন্ন পেপারে লিখে সবাই এই ভুল করতেছে এইটা Kbps হবে KBPS হবেনা ।শূধু প্রথম আলো না সব পেপারই এই ভুল করতেছে ।এইসব সাংবাদিকরা যারা বিট আর বাইট এর মাঝে প্রাথর্ক্য বুঝেনা তারা কি করে টেকি বিষয়ক সাংবাদিক হল বুঝলাম না
প্রথমেই এই লিংকটি ক্লিক করুন এবং দেখুন বাংলালায়নের সাইটে স্পট লিখা আছে ১২৮kbps স্পিড পাবেন ৬০০ টাকায় ।

এবার লেখা পড়া শুরু করুন
যেদিন থেকে বাংলালায়ন wimax নিয়ে আসছে ঘোষনা দিল সেদিন থেকে এই বিতর্ক শুরু ৬০০ টাকায় কি ১২৮ KBPS দিব না ১২৮kbps দিব।আর এর শুরু করেছে সাংবাদিক ভাইয়েরা ।এবং একই ভূল বারবার করতেছে।৬০০ টাকায় কখনো ১২৮ KBPS পাবেন না ।কারণ এই টা আমাদের দেশে বর্তমানে কোনভাবেই সম্ভব না কারণ ১২৮KBPS মানে হল ১mbps স্পিড যার ডাউনলোড স্পিড ১২৮KBPS।আর KBPS আর kbps এর প্রাথর্ক্য অনেকেই জানেনা বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা যারা টেকি বিষয়ক লিখে।৮kbps(কিলোবিট) =1KBPS (কিলোবাইট)।আমরা ব্যবহার করি kbps হিসেবে আর ডাউনলোড করি KBPS হিসেবে।আমার ভাই ১mbps লাইন ব্যবহার করে মাসিক ৪৫০০ টাকা দিয়ে আর ওয়াইম্যাক আপনাকে দিবে মাত্ত ৬০০ টাকায় এইটা কল্পনা করাও পাপ আর আরেকটা কথা কোম্পানিগুলো এ‌ইদেশে ব্যবসা করবে suspense দিয়ে ব্যবসা করতে আসে নাই।আর বাংলালায়ন মেলার মাঝে যে বুকলেট দিয়েছে সেখানে দেখলেই ব্যাপার টা বুঝতে পারবেন স্পস্ট লিখা আছে ৬০০ টাকায় ১২৮kbps।আপনারা যারা গ্রামীন মডেম ব্যবহার করেন তারা স্পিড পান ২৩৬kbps আর ডাউনলোড ২০-৩০ KBPS এর মাঝে ।আশা করি বুঝতে পারছেন।

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Banglalion ko ve asbe

আরও ২ মাস পরে

আপনি কিভাবে জানলেন যে বিট হবে বাইট নয়?

আপনি মনে হয় ভাল করে না পড়েই মন্তব্য করছেন ।বাংলালায়নের সাইটে স্পট লিখা আছে ১২৮kbps স্পিড পাবেন ৬০০ টাকায় ।

ব্যাপার টা আগে থেকেই জানাম বুঝতেও পেরেছিলাম। কিন্তু বলতে পারিনি। যায় হোক আপনাকে ধন্যবাদ এই বিষয় টা নিয়ে আলোচনা করার জন্য।
আসলেই অনেকেই ঐ আর ১২৮ KBPS এর ব্যাপার টা বুঝে না।
আর যেখানে BanglaLion লিখেই দিয়েছে ১২৮kbps স্পীড্‌ সেখানে আমাদের তো আর করার কিছু নেই।আর তাই বুঝতে হবে আপনারা যে যেখান থেকে ১২৮ KBPS= ৬০০ টাকা এই তথ্য পেয়েছিলান তা হয় তো ভুল।

Right…অনেকেই Bit আর Byte এর ব্যপারে বুঝেনা । অাপনাকে ধন্যবাদ বিষয়টা সবাইকে clear করে পত্রিকাগুলোর ভুল ধরিয়ে দেওয়ার জন্য তবে বাংলাদেশে 128KB/S সম্ভব না এটা মানতে পারলাম না। আমি একবার আমার ISP এর ভুলের কারনে এক সাপ্তাহ 200-256KB/S speed পাইছিলাম। এখন normally 10-14KB/S থাকে।

আসলে সরকার থেকে শুরু করে সব সালারাই চোর…. মানুষ ঠকানোর ব্যবসা করে……………………………..

Level 2

এই ভুলটা প্রায় সবাই-ই করে, বিট আর বাইটের পার্থক্য বুঝে না।
আপনার ভাই কোন আএসপি র লাইন ইউজ করে জানাবেন কি? এছাড়া মিরপুরে যদি আপনার চেনাজানা কোন ভালো প্রভাইডার থাকে, তাহলে দয়া করে জানাবেন, উপকৃত হব।
ধন্যবাদ।

Level 0

ভাই আপনি এই কথাটি ঠিক বলেন নাই যে গ্রামীণ ২৩৬kbps স্পীড দেয় ওটা USB Port স্পীড
আপনি মডেমের Properties যেয়ে Configuration থেকে Maximum speed (bps): এটা
করতে পারেন।
আর গ্রামীণ এ কল করে দেখেন তারা কি বলে তাদের স্পীড এভারেয স্পীড 6-7 কে বি। ধন্যবাদ

bps বাইট পার সেকেন্ড আর kbps কিলোবাইট পার সেকেন্ড 1mbps মানে এক মেগাবাইট পার সেকেন্ড আমার তো মনেহয় ঠিকই আছে

ওয়াইম্যাক্স ডেডিকেটেড ১২৮ কেবি আর জিপি র সাথে তুলনা করেন কেন ওরা তো চোর

Level New

প্রথম আলো তে ভূল লেখেনাই। ভুল করছেন আপনারা সবাই। একটূ করে পেপার টা হাতে নিয়ে দেখুন তো।

এই ধরনের টিউন দেখে আমি সত্যিই হতাশ।

কথা টা খেয়াল করুন ” ৬০০ টাকায় ১২৮ কেবিপিএস গতির সেবা পাবে”

প্রথম আলোর লেখা তা দেখুন আর আপনারা বিচার করুন কে ভুল http://www.prothom-alo.net/V1/fcat.news.details.php?issuedate=2009-07-31&nid=NDI3MDM=&fid=MTg=

আর মামুন ভাই এই ধরনের ভুল টিউন করে নিজেকে এবং টেকটিউনস কে ছোট করছেন।

তাই তো !

Level 0

সহজ সমাধান – দেখুন B টা big না small. বিগ বি মানে বাইট আর স্মল বি মানে বিট.

Level 0

ei bepar e ar o jante visit korun http://www.rongdhonu.com

Level 0

ইনটারনেট এর জন্য ন্যাশনাল ফোন এর এক্ টি সেট কেনার সময় বার বার করে ওদের প্রশ্ন করলাম ১২৮ কিলোবিট পার সেকেন্ড নাকি ১২৮ কিলোবাইট পার সেকেন্ড, ওরাও বার বার বল্লো ১২৮ কিলোবাইট পার সেকেন্ড। কিন্তু বাসায় এনে বুঝলাম ১২৮ কিলোবিট পার সেকেন্ড। এই হছে অবস্থা !!

@Robayeth:ভাই যখন কোন কিছু নিয়ে লেখতে বসি তখন পুরোপুরি নিশ্চিত হয়ে লিখি।কারণ নিজের সম্মান নিজে রাথার চেষ্টা করি।আপনি কি ভাল করে পড়েছেন না আমার প্রতি আপনার ব্যাক্তিগত কোন ক্ষোভ আছে বুঝলাম না ।ভাই নেটে লিখা আছে 128 কিলোবাইট (128 কেবিপিএস)।আপনি কি KBPS আর kbps এর প্যার্থক্য জানেন।১২৮ KBPS এর মানে ১ mbps স্পিড ।আর নেটে লিখা আছে গ্রাহকগণ ১২৮ কিলোবাইট স্পিড পাবে এর মানে হচ্ছে ১mbps ।আশা করি টিনটিন ভাই এইব্যাপারটা দেখবেন

http://www.Linkinworld.com ভাই আপনারতো একটা ওয়েবসাইট আছে আপনিতো কিলেবাইট আর কিলেবিট এর ব্যাপারটা জানেন ।প্রথম আলোতে কিলোবাইট লেখা আছে ।তারপরও আপনি কি করে ভুল করলেন

@TUBA:আমি স্পট লিখছি ((যারা যারা গ্রামীন মডেম ব্যবহার করেন তারা স্পিড পান ২৩৬kbps আর ডাউনলোড ২০-৩০ KBPS এর মাঝে))আসলে এটা মডেমের স্পিড এর কথা বলেছি ।এটা ডিফল্ট হিষেবে লিখছি।

@ডার্কলড :আমি বুঝানোর জন্য উদাহরণ হিসেবে এইটা লিখছি ।

এই ছবি দেখে কি মনে হয়?

http://www.1pix.org/multi/images/ajls01euaj7ylnsltq6.jpg

তারমানে বাংলা বিলাই তাদের ওয়েবসাইটে ভুল লেখছে!

মেরাজ ভাই এখন পরীক্ষামূলক সেবা চলছে ।সেক্ষেত্তে উনি কোন প্যাকেজ ব্যবহার করছেন সেটাও একটা ব্যাপার কারণ টাকার উপর নিভর্র করে স্পিড /প্যাকেজ হবে ।সেক্ষেত্তে সবর্নিম্ন হল 128 আর 600 টাকা ।আশা করি বুঝতে পারছেন

Level 0

১২৮KBPS মানে হল ১mbps স্পিড যার ডাউনলোড স্পিড ১২৮KBPS,এক কথা আপনা কে বলছে আর একটি কথা এমনি এমনি একটা কোম্পানির বিরুদ্দে কথা বলবেননা আপনার পোষ্ট পরে মনে হচ্ছে WiMax কোম্পানি গুলো আপনার শশশশশশশশ…………………………..?

আপনি আবারও ভুল করতেছেন ।ইন্টারনেটের স্পিড হিসেব করা হয় kbps কিলোবিট এ আর ডাউনলোড স্পিড হিসেব হয় KBPS কিলোবাইট এ।আপনি কি কখনো আপনার এলাকার আইএসপিদের প্যাকেজ দেখেছেন সবাই kbps বা কিলোবাইট এ দেয়।সমগ্র বিশ্বে এইভাবেই প্যাকেজ দেয়।মনে করুন লেখা আছে স্পিড ২৫৬ kbps এর মানে হচ্ছে আপনার ডাউনলোড স্পিড সবো্র্চ্চ ৩২ হবে।কারন ৮kbps =১KBPS।কেউ যদি আপনাকে বলে আমার ডাউনলড স্পিড ১৬ এর মানে ইন্টারনেট স্পিড ১২৮।আপনি আপনার কম্পিউটারে নেট স্পিড দেখুন কিলোবিটkbps এ দেয়া আছে আর ডাউনলোড করার সময় দেখবেন কিলোবাইট KBPS এ দেয়া ।আশা করি বুঝতে পারছেন যদি এবারও না বুঝেন তাহলে আমাকে মেইল করুন বা ফোন করুন।অথবা ইয়াহুতে আসুন [email protected] আর ফোন ০১৬৭৩৮৩২৬৪৩।আমি পেপারের ভুল ধরাই দিছি আমি কারো বিরুদ্দে বলিণি ।

Level New

আমি বুঝতে পারছিনা প্রথম আলো তে কোথাই ভুল লিখলো? তারা বাংলা তে লিখেছে কেবিপিএস, আর আপনি বলছেন তারা ইংরেজি তে লিখেছে KBPS
আপনি আমার লিংক দেখুন। প্রথম আলো তে ব্র্যকেটে লিখে দিয়েছে যে ওই টা কিলোবাইট, কিলোবিট নয়।

আমি অবাক হচ্ছি ,link দেয়ার পর ও আপনার ভুল ভাংগেনাই।

বাংলালিয়ন ১২৮ কেবিপিএস গতি দিবে মানে হল এই টার ডাউনলোড স্পিড ১৬ কিলোবিট জিপি অপেক্ষা কম। এখানে না বুঝার কি আছে। ?

আর ব্যাক্তিগত কোন ক্ষোভ এর তো প্রশ্ন ই উঠেনা।

ভাই আমি বুঝেছি আপনি বেসিকে গন্ডগোল লাগাইছেন।আপনি লিখেছেন (আপনি আমার লিংক দেখুন। প্রথম আলো তে ব্র্যকেটে লিখে দিয়েছে যে ওই টা কিলোবাইট, কিলোবিট নয়।)কিলেবাইট আর কিলোবিট নিয়েতো প্যাচ লাগছে।৮ কিলোবিট=১কিলোবাইট।প্রথম আলো ভূল করছে কিলোবাইট লিখে এটা কিলোবিট হবে।আর আপনি লিখছেন (বাংলালিয়ন ১২৮ কেবিপিএস গতি দিবে মানে হল এই টার ডাউনলোড স্পিড ১৬ কিলোবিট জিপি অপেক্ষা কম। এখানে না বুঝার কি আছে। ?)আপনার ভুলটা হচ্ছে ডাউনলোড স্পিড হবে ১৬ কিলোবাইট ,আপনি লিখছেন কিলোবিট।ভাই কেবিপিএস দুই ধরনের KBPS আর kbps বড় হাতের আর ছোট হাতের তফাত আছে।বড় হাতের টা কিলোবাইট আর ছোট হাতেরটা কিলোবিট।।৮ কিলোবিট=১কিলোবাইট।জিপি অপেক্ষা কম এটা ভুল বলছেন কারণ এটা ওদের একটা প্যাকেজ টাকা অনুযায়ী প্যাকেজ হবে স্পীড বাড়বে।আর একটা কথা আমরা ডাউনলোড করি কিলোবাইট KBPS হিসেবে ।আর ্রাউ্জিং স্পিড হয় কিলোবিট kbps হিসেবে ।যদি এখনও সন্দেও থাকে তাহলে আমাকে মেইল করুন বা ফোন করুন।অথবা ইয়াহুতে আসুন [email protected] আর ফোন ০১৬৭৩৮৩২৬৪৩

আমার অত পত্রিকা দেখার টাইম নেই।কিন্তু আমি আবার কি ভুল করলাম? তবে পত্রিকা তে কিলোবাইট লেখা কিন্তু বাংলা লায়ন এর ওয়েব সাইট এ কিলোবিট আছে। এই রকম কিছুই তো দেখলাম নাকি?? আর ভুল হলে করার কিছু নেই শিকার করা উচিত…” কারন মানুষ মাত্রই তো ভুল হয় ” তাই নয় কি??

Level 0

এত বির্তক না করে দয়া করে এই সাইটি দেখলেই সব পরিস্কার বুঝতে পারবেন http://www.banglalion.com.bd/ ডানের কলামে Internet
High Speed Internet with minimum 128kbps speed । আর Register Online এ Register হয়ে যান এর আপেক্ষা করতে থাকুন ।
ধন্যবাদ মামুন ভাইকে ধৈর্যশীলতার জন্য এবং একটি সু্ন্দর টিউনের জন্য ।

!!! গাছে কাঠাল আর গোফে তেল !!! 🙂 ওয়াইম্যাক্স এর এখনও কোন খবর নেই আর আমরা স্পীড্‌ নিয়ে তর্ক-বিতর্ক করছি (হা হা হা হাঃ-)) তারপরো বিট আর বাইট এর ব্যাপার টা সবার শিখে রাখা দরকার।।

Level 0

@মামুন ভাই, সুন্দর টিউনের জন্য ধন্যবাদ।
@Robayeth, অন্যের ভুল সংশোধন করার আগে নিজে ভুল থেকে বেরিয়ে আসুন। ধন্যবাদ আপনাকেও, কেননা আপনার পর্যালোচনার ফলেই অনেকের নিকট ব্যাপারটা পরিস্কার হলো।

Level New

মামুন ভাই, আমার বুঝতে ভুল না,কিন্তু উপরে তাড়াহুড়া করে উলটা লিখে দিয়েছি। ব্যাপারটা নিয়ে খোজ নিলাম, কারন আগে ভাল ভাবে নি নাই। বাংলালায়ন যদি সত্যি ১৬ কিলোবাইট download speed দেই তাহলে ওই টা নেয়ার প্রশ্ন ই আসেনা।

ভাই আমি আপনাকে আগেও বলেছি ১৬ কিলোবাইট বাংলালায়নের একটা প্যাকেজ আরো প্যাকেজ আসবে ।যেমন ৩২ কিলোবাইটের জন্য এক প্যকেজ ৬৪ এর জন্য আরেক প্যাকেজ ১ এমবি এর জন্যআরেক ।সব নির্ভর করবে টাকার উপরে

তাহলে IDM এ ১২৮+ কিলোবাইট দেখা গেল যে তার ব্যাখ্যা কি?

আপনি কিসের কথা বলছেন বুঝলাম না দয়া করে বিস্তারিত লিখেন

আমার দেয়া ছবিটাতে

ভাই এই ব্যাপারটা নিয়ে বিতর্ক করতে আর পারবনা ।আপনারা যারা আমার সাথে একমত না তারা আর কিছূদিন অপেক্ষা করেন আর আমার জন্য ১২৮ KBPS এ ডাউনলোড হবেআর মাসিক ৬০০ টাকায় ব্যবস্হা করে দিয়েন।আর আপনি যে ফোরাম হতে ছবি গুলো দিয়েছেন সেখানে এ ব্যাপারে অনেক প্রশ্ন আছে।আর বর্তমানে wimax টেস্টিং চলছে সুতরাং কেউ যদি লাইনের ব্যবস্হা করতে পারে সেক্ষেতে অনেক সুবিধা পেতে পারে ।মেরাজ ভাই আপনি নিজে কি দেখেছেন idm এ।এইখানেতো কোন স্কীনশট ও দেয়া নাই।আর অনেকবার বলেছি বর্তমানে টেস্টিং চলছে

Level 0

এখােন ব্যাপারটা দেখুন সব বুঝে অাসবে

Kilobyte (KB or K) = 1024 bytes (2 ^ 10) “binary kilobyte”
kilobyte (kB) = 1000 bytes (10 ^ 3) “decimal kilobyte”

Kilobit (Kb) = 1024 bits (2 ^ 10) “binary kilobit”
kilobit (kb) = 1000 bits (10 ^ 3) “decimal kilobit”

KBps = Kilobytes (1024 bytes) per second (binary)
kBps = kilobytes (1000 bytes) per second (decimal)

Kbps = Kilobits (1024 bits) per second (binary)
kbps = kilobits (1000 bits) per second (decimal)

bps = bits per second

Most browsers and a lot of FTP programs show transfer rates in KBps (kilobytes per second). So in order to get the approximate number of Kbps (kilobits per second) you need to know that there are 8 Kb (kilobits) in every KB (kilobyte). Thus if your browser is showing that you are downloading a file at 176 KBps you would then multiply 176 times 8 which would translate to 1,408 Kbps. The reverse can be used if your transfer rate is in Kbps then you divide that number by 8 to get your rate in KBps. Example:1400 Kbps divided by 8 equals 176 KBps transfer rate.

If you wanted to know how many bps (bits per second) you are transferring, all you need to do is a straight decimal conversion. Example: 1,408 Kbps would translate to 1,408,000 bps.

ওই সাইটে (ওই পোস্টেই) একটা ছবি ছিল যে IDM এ ১২৮+ KB তে ডাউনলোড হচ্ছে। বর্তমানে ছবিটা কেন মুছে ফেলা হল তা জানিনা!

আপনার এটার জবাব আমি অনেকবার দিয়েছি আর বিতর্ক না।আসুক ওয়াই তারপর আরেকটা টিউন করব।সুতরাঙ আর ক্যাচাল না।ভাল থাকবেন তবে 600 টাকায় 128 ডাউনলোড এই আশা দয়া করে করবেন না।

কি অদ্ভুত কান্ড! এখানকার অনেক বিজ্ঞরাও এই ব্যপারটা পরিস্কারনা…. হাহাহিহি…. 😉
মামুন আপনাকে অসংখ্য ধন্যবাদ…

আমারটা GP ভালোইতো speed পাচ্ছি 20-25 Kb/s আমি munshiganj এক গ্রাম এ আছি

Level 0

ধন্যবাদ
অনেকি ব্যাপারটা জানেননা
তারা এটা সম্বন্দে ক্লিয়ার হবেন