প্রথমেই এই লেখাটির প্রেক্ষাপট বলি।আজ সকালে প্রথম আলোতে wimax বিষয়ক একটি লিখায় লিখছে গ্রাহক গণ ৬০০ টাকায় ১২৮KBPS স্পিড পাবে ।যারা টেকিবিষয়ক লেখা বিভিন্ন পেপারে লিখে সবাই এই ভুল করতেছে এইটা Kbps হবে KBPS হবেনা ।শূধু প্রথম আলো না সব পেপারই এই ভুল করতেছে ।এইসব সাংবাদিকরা যারা বিট আর বাইট এর মাঝে প্রাথর্ক্য বুঝেনা তারা কি করে টেকি বিষয়ক সাংবাদিক হল বুঝলাম না
প্রথমেই এই লিংকটি ক্লিক করুন এবং দেখুন বাংলালায়নের সাইটে স্পট লিখা আছে ১২৮kbps স্পিড পাবেন ৬০০ টাকায় ।
এবার লেখা পড়া শুরু করুন
যেদিন থেকে বাংলালায়ন wimax নিয়ে আসছে ঘোষনা দিল সেদিন থেকে এই বিতর্ক শুরু ৬০০ টাকায় কি ১২৮ KBPS দিব না ১২৮kbps দিব।আর এর শুরু করেছে সাংবাদিক ভাইয়েরা ।এবং একই ভূল বারবার করতেছে।৬০০ টাকায় কখনো ১২৮ KBPS পাবেন না ।কারণ এই টা আমাদের দেশে বর্তমানে কোনভাবেই সম্ভব না কারণ ১২৮KBPS মানে হল ১mbps স্পিড যার ডাউনলোড স্পিড ১২৮KBPS।আর KBPS আর kbps এর প্রাথর্ক্য অনেকেই জানেনা বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা যারা টেকি বিষয়ক লিখে।৮kbps(কিলোবিট) =1KBPS (কিলোবাইট)।আমরা ব্যবহার করি kbps হিসেবে আর ডাউনলোড করি KBPS হিসেবে।আমার ভাই ১mbps লাইন ব্যবহার করে মাসিক ৪৫০০ টাকা দিয়ে আর ওয়াইম্যাক আপনাকে দিবে মাত্ত ৬০০ টাকায় এইটা কল্পনা করাও পাপ আর আরেকটা কথা কোম্পানিগুলো এইদেশে ব্যবসা করবে suspense দিয়ে ব্যবসা করতে আসে নাই।আর বাংলালায়ন মেলার মাঝে যে বুকলেট দিয়েছে সেখানে দেখলেই ব্যাপার টা বুঝতে পারবেন স্পস্ট লিখা আছে ৬০০ টাকায় ১২৮kbps।আপনারা যারা গ্রামীন মডেম ব্যবহার করেন তারা স্পিড পান ২৩৬kbps আর ডাউনলোড ২০-৩০ KBPS এর মাঝে ।আশা করি বুঝতে পারছেন।
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
Banglalion ko ve asbe