যা দেখেন নি কখন ও , একবার হলে ও দেখে নিন ……..

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারকাতুহু

কেমন আছেন টেকটিউনের সম্মানিত ভাইবোনেরা। আশা করি ভাল আছেন।

আজকের বিষয় : ইসলামিক পবিএ জায়গা গুলো দেখা।

প্রাসঙ্গিক বিষয় :
আজ থেকে কত বছর আগে ইসলাম এসেছিল তা আমরা সবাই জানি। আমরা ইসলামের ইতিহাস, ঐতিহ্য, কতটুকুই বা জানি। আর যা জানি তা হয়ত নিতান্তই অল্প। সেজন্যই আজকের এই মুল্যবান টিউনটি আপনাদের সামনে তুলে ধরলাম।
আমার কথা :
আজ আপনাদের এমন কিছু দেখার জন্য অনুরোধ করব যা সত্যি সকল কিছুর ঊধে্ ।
দেখে বলুন ( সুবহানআল্লাহ )
আপনি দেখার জন্য নিচের লিংকে করুন। তারপর কোনটি দেখতে চান সেটিতে ক্লিক করুন, এবার একে একে আপনার পিসিতে ডাউনলোড করুন এবং ইনস্টল করুন। দেখুন যা দেখেননি কখন ও .......
website: http://www.3dmekanlar/sites.html

ছবি নং - 1islamic-holy-places.png

ছবি নং - 2

islamic-holy-places-2.png

ছবি নং - 3

islamic-holy-places-3.png

বিশেষ অনুরোধ : সম্মানিত টেকটিউনের ভাইবোনেরা যদি আপনাদের ভাল লাগে আমার জন্য দোয়া করবেন ।
আকুল আবেদন : Please, please, please যে , যেখানে যে অবস্হানে থাকুন না কেন, পাচ ওয়াক্ত নামাজ পডুন। আল্লাহ পাক আপনাদের সকল সমস্যার সমাধান করে দিবেন।----------আমিন
দোয়া : আপনাদের প্রতি রইল ।
মন্তব্য : দিতে ভুলবেন না।

ধন্যবাদান্তে------
আল - আমিন
কিংডম অব বাহরাইন
Email : [email protected]

Level 0

আমি alaminbahrain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

First, Pray to Allah, Second try to help people, Third , human love.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর।ভাষায় বুঝাতে পারবোনা। আপনিতো আরব ভূখন্ডে পা দিয়েছেন এবং সেখানকার অনেককিছু বাস্তব চোখে দেখেছেন। আমরা এখান থেকে দেখা এক জিনিস আর আপনার ওখান থেকে দেখার মজাটা যে কি সেটা আপনিই অনুভব করতে পারবেন। চিকিৎসা আর আত্নীয়তার সূএ ধরে ইন্ডিয়া এবং বাংলাদেশের অনেক জায়গায় যেতে পেরেছি।
আমার জন্য একটু প্রচুর দোয়া করুন যেন আমি মদীনায় একবার হলেও যেতে পারি হজ্জের উপলক্ষ্য ছাড়াই। আর আপনার জন্য রইলো অসংখ্য দোয়া আর ভালোবাসা।

আপনাকে একটা রিকোয়েষ্ট করি আমার ইমেইল [email protected] পারলে আপনি আপনার নিজের তোলা আরব ভূখন্ডের ছবি আমার সাথে শেয়ার করুন। pls pls pls

Level 0

@@@@@@@@@@@আপনাকে একটা রিকোয়েষ্ট করি আমার ইমেইল [email protected] পারলে আপনি আপনার নিজের তোলা আরব ভূখন্ডের ছবি আমার সাথে শেয়ার করুন। pls pls pls

সবই ভালো তবে …………….ধর্মীয় লেখা টেকটিউনে(?)

দারুন টিউন ভাই, আশা করি আরও সুন্দর সুন্দর টিউন পাব। আর শাকিল ভাই ধর্মীয় আলোচনা কনো স্থান, কাল, পাত্র দেখে হয় না। শুধু নিজেকে সবসময় পবিত্র রাখতে হয়। আমি জানি আপনি সেটা থাকেন।

    ranykolkata says:
    ধর্মীয় আলোচনা কনো স্থান, কাল, পাত্র দেখে হয় না। শুধু নিজেকে সবসময় পবিত্র রাখতে হয়।
    আমি বলব, যদি ও সদা সর্বদা নিজেকে পবিত্র রাখা সম্ভব নয়। তবে, যখনিই ধর্মীয় আলোচনা হয় তখন তার প্রতি মনোযোগী হতে হয়।
    ধন্যবাদ লেখক ও আপনাকে।

ভাই আসলে সমস্যা সেটাই আমরা সব সময় পবিত্র থাকি না। তাই পবিত্র ও ধর্মীয় সমমনা জায়গা ছাড়া এ ধরনের পোষ্ট না করাই ভালো। আর ধর্মীয় পোষ্ট অব্যাহত থাকলে আমদের যারা হিন্দু বা খ্রিস্টান বন্ধু আছে তারাও পোষ্ট করবে তাদের ধর্ম নিয়ে তখন আপনারা সেটাকে ভালভাবে নেবেন না। তাই ধর্ম একটি স্পর্শকাতর বিষয় এবং যার ধর্ম তার কাছে পবিত্র আমার কাছে সব ধর্মই পবিত্র তাই ধর্মীয় সমমনা সাইট গুলোতে এরকম পোষ্ট করা ভাল। ধন্যবাদ আপনাকে।

সবাই ভাবতে পারেন আমি আসলে কি মুসলিম? মুসলিম বলেই অন্য ধর্মকে এত পবিত্রভাবে দেখতে পারছি। ধন্যবাদ আলআমিন এবং ranykolkata ভাই।

ধর্মীয় টিউন করা যেতে পারে তবে সেটা অবশ্যই বিজ্ঞান রিলেটেড হওয়া উচিত যেহেতু এটা একটা বিজ্ঞান বিষয়ক ব্লগ সাইট।

Level New

আসলে কি ভলব তা বুঝতে পারছিনা। আপনি যে টিউন করেছেন তা খুব সুন্দর হয়েছে সেই সাথে 3D গুলা আর সুন্দর কিন্তু আপনিযে শেষের দিকে বা প্রথমে যে ভাবে টিউনটি উপস্তাপন করলেন বা শেষ করলেন তা দেখে বুঝা যায় যে আপনি খুব ধর্মবীরু লোক আর ধর্মবিরু লোক ভালো। তবে টিউনটি পড়ে বুঝা যাচ্ছে যে এটি একটি ধর্মিয় কোন সাইট। কিছু যদি মনে না করেন তা হলে আর একটি কথা বলি? সেই সাথে আমার মন্তব্যের সঠিক সমাধান দিবেন তা হচ্ছে আপনি যে নামাজের জন্য অনুরোধ করলেন তা খুব ভালো কিন্তু আমি একজন মনে করি যে এসব বিষয়ে অনুরোধ বা আদেশ করতে হলে প্রথমে আপনি ইসলাম ধর্মের সঠিক তরিকার ভিতর আসতে হবে তা হচ্ছে আমদের নবী হযরত মুহাম্মদ (সঃ) এর সুন্নত মানতে হবে সেই সাথে ত অবশ্যই আল্লাহর আদেশ মানতে হবে মানি ফরজ কাজ গুলা মানতে হবে। তবে আমি দেখতে পারছি যে আপনার মাঝে প্রথমেই নবীর সুন্নতই নেই তাই এসব ক্ষেত্রে প্রিয় নবীর পোশাক পরিহিত দাড়ি থাকতে হবে যা আমদের নবী করে গেছেন তা অনুসরণ করতে হবে সেই ধরনের লোক এই সব অনুরোধ করলে আমার ভালো লাগে।

    Mohi uddin says:
    প্রথমে আপনি ইসলাম ধর্মের সঠিক তরিকার ভিতর আসতে হবে তা হচ্ছে আমদের নবী হযরত মুহাম্মদ (সঃ) এর সুন্নত মানতে হবে সেই সাথে ত অবশ্যই আল্লাহর আদেশ মানতে হবে মানি ফরজ কাজ গুলা মানতে হবে। তবে আমি দেখতে পারছি যে আপনার মাঝে প্রথমেই নবীর সুন্নতই নেই তাই এসব ক্ষেত্রে প্রিয় নবীর পোশাক পরিহিত দাড়ি থাকতে হবে যা আমদের নবী করে গেছেন তা অনুসরণ করতে হবে সেই ধরনের লোক এই সব অনুরোধ করলে আমার ভালো লাগে।

    আমার দৃষ্টিতে আপনি অনেক টা ঠিক বলেছেন। তবে মনে করুন, কোন অন্ধ ব্যাক্তি রাতের আঁধারে হাতে লাইট নিয়ে চলছে। আর তার সেই লাইটের আলোতে অন্য লোকেরা পথ দেখে চলতে পারছে। নিজের হাতে লাইট থাকার পর ও অন্ধ ব্যাক্তি নিজের পথ দেখতে পারলো না। কিন্তু যারা তার লাইটের আলো অনুস্বরণ করে চললো তারা কিন্তু ঠিকই তাদের গন্তব্যে পোঁছতে পারল।

    আর তাছাড়া, আরবিতে একটা প্রবাদ আছে ” أنظر ماذا قال * ولا تنظرمن قال* অর্থ হল , কে বলছে সেটা দেখার প্রয়োজন নাই, বরং কি বললো সেটাই হল দেখার বিষয়।
    ধন্যবাদ আপনাদের উভয়কে।

Level New

নবী রসূল কে না মানলে পরিপূণ ইসলাম মানা হল না। আমার আবার দাড়ি নেই নবী রসূল এর লেবাছ ো নেই।

ধন্যবাদ শাকিল ভাই, আপনার মন্তব্য টা সত্য, তবে কি জানেন ইসলাম ধর্মের মূল কথাই হলো পবিত্রতা। যাই হোক ধর্ একটি স্পর্শকাতর বিষয়, এটা নিয়ে বেশি তর্ক না করাই শ্রেয়। তবে ধর্ম সম্পর্কে টিউন হলে সেটা হিন্দু, মুসলিম বা খ্রিস্টান যেকনো ধর্মেরই হতে পারে, আর সেটা নিয়ে কারো আপত্তি থাকারও কথা নয়।

@মহিউদ্দিন ভাই, আপনার মন্তব্য টা একটু হাস্যকর মনে হলো, ভেবে দেখুন, পরিক্ষার একদিন আগে সারারাত পড়ে পরিক্ষা দিতে যাওয়া ভালো না একটু একটু করে প্রতিদিন পড়ে নিজেকে তৈ্রী করে পরিক্ষা দিতে যাওয়া ভালো?????
আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি।

শাকিল আরেফিন ভাই -এর মন্তব্য সমরটন করা যায়।তবে 2/1 টা tune মাঝেমাঝে হতে পারে ।
আর Mohi uddin ভাই-কে বলবো আগে ফরজ কাজ পরে সুন্নত, আরে ভাই আপনার যদি ফরজ কাজ-ই না থকলো তাহলে কি শুধু সুন্নত দিয়ে মাফ পাবেন?

Level New

imran ahmed ভাই-কে বলতেছি আমি আমার মন্তব্যের ধারা কি বুঝাতে চাইলাম আর আপনি কি বুঝলেন ???। ranykolkata ভাই আমার মধ্যে যদি ছাত্রের বৈশিষ্ট নাই থাকে তাহলে আমি পরিক্ষার কথা কি ভাবে চিন্তা করতে পারি। সেটা ধিরে ধিরে হক আর দ্রুত গতিতে হক। শুধু ভালো লেখা পড়া জানলেই থাকে ছাত্র বলা যায় না তার সাথে এক জন ছাত্রের প্রথম যে বৈশিষ্ট তা হল একটি স্কুল বা কলেজের নিয়মনীতি মেনে চলা। আশা করি আমার কথাটি বুঝতে পারবেন।

আসসালামু আলাইকুম
ধন্যবাদ সবাইকে।

শাকিল ভাই আপনাকে বলছি =>
আপনি হয়ত কম্পিউটার অনেক ভাল জানেন। কিন্ত এই ধমীয় বিষয়ক বিষয়গুলো এত সুন্দর করে তেরি করা যা সত্যি যে কোন বাস্তবধমী বিষয়ের সাথে মানানসই। মুল কথা হল আমরা আসলে নিজদেরকে মানিয়ে নিতে কষ্ট হয়। আর একটি কথা , আপনি স্বীকার করবেন আশা করছি,এই টিউনটি বিঙ্ঘানের দিক থেকে টেকটিউনের সাথে সম্পুন মানানসই।
সবার উদ্দেশ্যে বলছি :
ভাল কাজে উ্যসাহ দিন , এবং মন্তব্য দিতে গিয়ে নিজের অবস্হান ভূলে যাবেন না

আবার ও ধন্যবাদ এবং দোয়া রইল সবার প্রতি
আল – আমিন
কিংডম অব বাহরাইন

    আলামিন ভাই, আপনাকে বলছি। আপনার কমেন্টের নিচে কিংডম অব বাহরাইনে দখে কেৌতুহল জাগল, আপনার আরো কাছে আসতে। কারণ, আমি নিজেও বাহরাইনে আছি।

    আশা করি আপনার ইমেইল পাব, অথবা আমাকে এড করবেন। ধন্যবাদ আপনাকে।

    [email protected]

Mohi uddin ভাই আসলে আমাদের দেশে কিছু কিছু লোক আছে যারা ফরজ-এর চেয়ে সুন্নত -কে বেশি গুরোত্ব দিয়ে থাকেন

অনেক ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ আলআমিন ভাই দারুন একটা টিউন। আর মহিউদ্দীন ভাই ফরয ফরযই। আগে ফরয আদায় করতে শিখেন সুন্নত আপআপনিই আপনার মাঝে জন্ম নেবে।

Level 0

প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ ভাল কিছু করার জন্য ।
তবে আমার যা মনে হয়, আপনার ছবি সাথে আপনার কাজের মিল নেই।
তাই যত তাড়াতারি সম্বব আপনার টাই খুলে ফেলুন, আর টুপি পরা সুন্দর একটা ছবি আপনার প্রোফাইলে এড করুন, তাহলেই হলো।

আশা করি আপনি এবার বুঝতে পারছেন।
যা হোক ভার কিছু করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ।
ভাই ভাল থাকেন ————————আল্লাহ হাফেজ।

আসসালামু আলাইকু
বাংলাদেশের আধিকাংশ মানুষ পুরষ্কারের চেয়ে তিরষ্কার দিতে ভাল জানে। পৃথিবীতে সে লোক জ্ঞানী যে অন্যেকে নিয়ে নয় নিজেকে নিয়ে সমালোচনা করে। বিজ্ঞানীদের মতে বাংলাদেশের মানুষ জম্ম গ্রহনের পর থেকে প্রতিক্ষেত্রে “না” শব্দটি বেশি শুনে। গবেষনা করে দেখা গেছে আমরা সতের বার না শুনার পর একবার হ্যাঁ শুনি। যার কারনে আমরা কোন বিষয়ে পজেটিভ দিকটা না দেখে নেগেটিভ দিকটা খুজে বের করি। বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশী। অতএব ধর্ম সর্ম্পকে এরকম টিউন লিখা অবশ্যই ভাল। কারণ ধর্ম সর্ম্পকে তুমি যা জান তা অন্যেকে জানিয়ে দাও,এটাই আমাদের মুসলমান হিসেবে কর্ত্বব্য। আল – আমিন ভাই শান্ত সমুদ্রে দক্ষ নাবীক হওয়া যায় না। যে যাই বলুক ভাই আপনার কাজ সুন্দর হওয়া চাই। কার বিজয়ীরা কখনো থেমে থাকেনা। যে জানে সে কোথায় যাচ্ছে সারা বিশ্ব তাকে পথ দেখিয়ে দেবে। আল – আমিন ভাই আপনার মন্তব্য আমাকে জানাবেন।

Level 0

অনেক ধন্যবাদ।

আসসালামু আলাইকুম
ধন্যবাদ Imam Hossain Bai………………….
আসলে আপনার কথাটাই সমথন করা যায়। যারা ভুল করে তারা কিন্ত শুদ্ধ টা বুঝতে সময় লাগে। আমার যতটুকু করার ইসলামের দুষ্টি থেকে আমি ততটুকু করে যাব। কেউ আমাকে কিছু বললে তাতে আমার কোন খতি হবে না। তারপর আমি বলব ……….

আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝার তওফিক দেন।
আমিন
আল আমিন
কিংডম অব বাহরাইন।

ধন্যবাদ আপনার সুন্দর টিউনটির জন্য।

[email protected]

আল্লাহ্ আপনায় ভাল করুক. আমিন।

অনেক ধন্যবাদ |