ধরুন আপনি এমন একটা সাইবার ক্যাফেতে গেলেন যেখানে কোন পিসিতে ডাউনলোডার ইন্সটল করা নাই । কি করবেন তখন? আগে একটা Download Manager ইন্সটল করে তারপর ডাউনলোড শুরু করবেন? যারা সাইবার ক্যাফেতে গিয়ে কাজ করেন তাদের হাতে অবশ্য এত সময় থাকে না। সবচেয়ে ভালো হয় যদি আপনার পেনড্রাইভে একটি Download Manager সবমসয় সেভ করে রাখেন। এতে যেখানেই যান না কেন কোন কিছু Download করার ক্ষেত্রে কোন প্রকার অসুবিধায় পড়তে হবে না।আর মজার ব্যাপার হলো এতে অন্য সব ডাউনলোড ম্যানেজারের মতো সবধরনের সুবিধা আছে।
Download Manager টি ইন্সটল করতে এখানে ক্লিক করুন
এটি উইন্ডোজ এর সব Version এ চলবে।
ধন্যবাদ।
পোস্টের সূত্র: এখানে ক্লিক করুন
আমি নাছির উদ্দিন শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
LateNightBirds এর ফাউন্ডার। :) DevsTeam এর কো-ফাউন্ডার। আমাকে ফেইসবুক (fb.com/NasirUShamim) অথবা টুইটারে (@n_shamim) ফলো করতে পারেন। :)
অবশ্য ল্যাপ্টপ্ থাকতে আর কিছু লাগে নাহ। ওটাই তো পোর্টেবল্ ।যেখানে যাই ওটাই টেনে নিয়ে যায়।
যায় হোক তারপরো ভালো জিনিস দিয়েছেন ধন্যবাদ। অনেকের কাজে আসবে।