নতুন টিউনার যারা এডসেন্স পাবলিশারও বটে তাদের প্রতি আমার কিছু কথা।

কয়েকদিন থেকে অনেককেই দেখছি গুগল এডসেন্সে একটি একাউন্ট খোলার পর আয় বৃদ্ধির জন্য টেকটিউনে একের পর এক টিউন করতে থাকে এতে তারাতো লাভবান হয়ই না কারন কিছুক্ষনের মধ্যেই টিউনটি ড্রাফট করা হয় কিন্তু হয়রানির স্বীকার হতে হয় টেকটিউনস কতৃপক্ষকে। আসলে নতুন অবস্থায় এরকম কিছু ভুল ত্রুটি আমারও ছিল তাই নতুন টিউনার যারা এডসেন্স পাবলিশারও বটে তাদের প্রতি আমার কিছু পরামর্শ দেয়ার জন্যই এই টিউনটি করা।

  • প্রথম যে কথাটি বলব সেটি হল নিজের সাইট নিয়ে টিউন অবশ্যই করতে পারেন তবে শুধু সাইটের ওপর একটির বেশী টিউন করবেন না। এতে আপনি লাভবান হবেন না কারন কিছুক্ষন পরেই আপনার করা অপ্রয়োজনীয় টিউনটি ড্রাফট করা হবে।
  • আবার শুধু লিংক দিয়ে টিউন করবেন তাতেও লাভ হবে না কারন। কারন টেকটিউনের ভিজিটররা অত্যান্ত মেধাবী তারা আপনার লিংক থেকে সাইটে যাবে আর এডে ক্লিক করবে এরকম মনে করে থাকলে আপনি (!???)।
  • তাহলে কি করবেন তাই না? এর সহজ সমাধান হচ্ছে অত্যান্ত জটিল টিউন করুন। যা হবে আপনার সাইট ভিজিটের জন্য নয় মানুষের কাজে লাগবে এমন টিউন তাতে আপনি লিংক দিন দেখবেন কেউ খেয়ালই করবে না ব্যাপারটা। অনায়াসেই আপনার সাইট ভিজিট করবে।
  • আর এধরনের জটিল টিউন যদি করতে পারেন দেখবেন খুব সহজেই সেটি সবচেয়ে জনপ্রিয় তালিকায় চলে এসেছে আর তাতে প্রথম পাতায়ই থাকবে আপনার সাইটের ওপর করা টিউন। রোজ রোজ সাইটের ওপর টিউন করার দরকার হবে না। যেমন রয়েছে টেকটিউনে করা আমার প্রথম টিউন সবচেয়ে জনপ্রিয় তালিকায় প্রথম অবস্থানে।
  • আর প্রতিদিন টিউন করবেন চার পাঁচটা আর এ্যাডমিন প্যানেল থেকে আপনার সেই ফালতু টিউন ড্রাফট করা হবে, তারপর আপনি আবার সেই টিউন প্রকাশ করবেন। এ্যাডমিন প্যানেলের সাথে আপনার এই ইদুর বেড়াল খেলা আপনার মজা লাগলেও এ্যাডমিন প্যানেলের লোকরা জানে তাদের কি অবস্থা হয়। তাই এরকম টিউন না করে বিভিন্ন চমকপ্রদ অথবা জটিল বিষয নিয়ে স্টাডি করুন তারপর টিউন করুন দেখবেন লিংক দেয়া লাগবে না মানুষ আপনার কাছে ই-মেইল করে লিংক চাইবে বা আপনার প্রোফাইলে দেখেই ভিজিট করবে।
  • আর বিস্তারিত না লিখে যদি লিংক দেন তাতে টেকটিউনস এর কিছু ভিজিটর পাবেন। কিন্তু সময়ের আলোচিত কোন বিষয়ে বিস্তারিত নিয়ে যদি টিউন করতে পারেন আর সেই সাথে কি - ওয়ার্ড এবং ট্যাগ নির্বাচনে স্বার্থক হলে দেখবেন সার্চ ইঞ্জিন থেকে অনেকে আপনার টিউন পাবে। তাই নিজের সার্চ পজিশন খারাপ হওয়া সত্তেও টেকটিউনের রেংক কাজে লাগিয়ে আপনি লাভবান হতে পারবেন।
  • আর যখন লিংক দেবেন তখন আমার ব্লগ ভিজিট করতে ভুলবেন না, প্লিজ ভিজিট করুন , দুনিয়ার সব আছে এইখানে এরকম ভাবে লিংক না দিয়ে সুত্র, পূর্বে প্রকাশিত, বিস্তারিত বা দেখতে পারেন এভাবে লিংক দিলে তা চক্ষুশূল হয় না। আর আমার ব্লগ ভিজিট করতে ভুলবেন না, প্লিজ ভিজিট করুন , দুনিয়ার সব আছে এইসব কথা বললে যে কেউ সহজেই বুঝতে পারে আপনার সাইট খুব একটা ভাল না তাই কোন ভিজিটর নাই।
  • আর অন্য আরেকজন ভাল ভিজিটর পেয়েছে তাই তার সাইট পুরা কপি পেষ্ট করবেন আর ভাববেন আপনিও ভাল ভিজিটর পাবেন এরকম মনে করে থাকলে ভুল। যেমন আমার সাইট সম্পূর্ন কপি করছেন অনেকেই আবার মন্তব্য করলে সেটাও মুছে দিচ্ছে। এতে লাভবান হওয়ার বদলে ডিজিটাল চোর বা ই-চোর উপাধি পাওয়ার সম্ভাবনা বেশী থাকে।
  • যদি লিংক দিতেই হয় তাহলে কমেন্ট করলেই তো হয় কারন কমেন্টে আপনার সাইটের এ্যাড্রেস দিলে সেখানেই তো আপনার সাইটের লিংক থাকে। আর সর্বোপরী বলবো নিজের জন্য নয় অন্যের জন্য টিউন করুন দেখবেন তাতে আরো বেশী লাভবান হবেন।
  • তাছাড়া প্রোফাইলেও সাইটের এ্যাড্রেস থাকে তো অনেকেরই ।
  • আর সবকিছু মডারেটরের ঘাড়ে না চাপিয়ে কিছু দ্বায়িত্ব নিজের উপরে নিন। যেমন সাহায্য চেয়ে টিউন করলেন কিন্তু সাহায্য পেলেও টিউনটি আর মোছা হয় না। তাই সাহায্য পাওয়ার পরপরই টিউনটি ডিলেট করুন।

শেষ একটি কথা বলবো আপনি আপনার সাইট কে যে কোন ভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে চান। কিন্তু টেকটিউনও তো আমাদের সকলের প্রিয় সাইট এর সৌন্দর্য রক্ষার দায়িত্ব তো আপনার আমার উপরেই বর্তায় তাই নয় কি?

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম ……….. ধন্যবাদ শাকিল

Well said…. I was fedup too with those tune.

সুন্দর টিউন শাকিল ভাই….

আমি ”গুগল এডসেন্স” সম্পরকে খুবউ আগ্রহী !!!
আমি শুনেছি এটা লাভজনক ।

একটু suggestion দিবেন য কোথা থেকে শুরু করব?

হুমম…

Level 0

ভাই আপনি কী বাঙ্গালী মনে হয় না। তাইলে বুঝতেন যে …………………। বাঙ্গালী নিজেরটা ছাড়া কিছু বুঝে না। আমি আপনার সাথে একমত হতে পারলাম না।

টিউন টি ভাল লাগল

Level New

শকিল ভাই আজকে আপনেরে চিপায় মানে আমার দুই টিউনের মাঝখানে পড়ছেন । আজকে বাসায় জাইতে দিমু না এখানেই থাকতে হইব হা হা হা ……………… আর কামাল ভাইকে বলছি দয়া করে মেয়ের ছবিটা সরিয়ে আপনার ছবিটি দিন তাতে ভাল লাগবে নতুবা মেয়ে মেয়ে লাগে । ধন্যবাদ টিউন করার জন্য

Level 0

কামাল সাব কে বলছি আপনার চিকিংসা হওয়া দরকার।

Level 0

@Kamal: I m surprised how r u connected with techtune. As far i know Internet connection is not available in the mental hospital of Pabna.

Wellcome to the world of better tune & comments. I thik about this tune realy has been written for help to all. Thanks for a nice tune.

Level 0

শাকিল ভাই আপনের কি Hide ip browser এবং CRACK লাগবে না লাগলে একটু আওয়াজ দেন মেইলে পৌছে যাবে ।

একটা বিষয়কে মানুষ (গাধা) কিভাবে হাস্যকর করতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ এই টিউনের কিছু মন্তব্য। এত সুন্দর একটা টিউনে শেখার রয়েছে অনেক কিছু। কেউ না শিখতে চান তো ভাল কথা কিন্তু ফালতু মন্তব্য করে জায়গা না ভরে নতুনদের উৎসাহিত করুন নচেৎ বিরত থাকুন। আমার মন্তব্যে কারো কষ্ট লাগলে আমার কিছু করার নেই। আমি শিখতে চাই তা শেখার পরিবেশ টা চায়। ধন্যবাদ শাকিল ভাই সুন্দর টিউনের জন্য।

@ Lotus মনে হয় বন্ধু দিবসের উপহার দিতে চাচ্ছেন। পাঠিয়ে দিন। কোনো সমস্যা নাই।

হুম!!!!! সাকিল ভাই আপনার টিউন টি উপদেশ না কটাক্ষ, ঠিক বুঝলাম না। আসলে কি জানেন, আমরা নিজে কি করছি বা করি, সেটা না দেখে আমরা অন্নের ভুল ধরতে থাকি। আপনি নিজের টিউন গুলির দিকে একবার খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। বাংলায় একটা কথা আছে ” অতি চালাকির গলায় দড়ি। আমিও টেক টিউনের নিয়মিত পাঠক, আমিও এই সাইট টা কে খুব ভাল বাসি কিন্তু কি জানেন, কাওকে সরাসরি আঘাত করার অধিকার কারও নেই। আপনার টিউন টি নিসন্দেহে ভাল উপদেশ কিন্তু এটা আরো নমণিয় হতে পারত।
@কামাল, ভাই আপনি ভুল জায়গায় চলে এসেছেন। গুগুলে একটু ভাল করে খুজুন দেখবেন আপনার জায়গাটি পেয়ে জাবেন।

Level New

বুঝলাম

@ ranykolkata আমি প্রথমেই বলেছি আমি যে সব ভুল করেছি তা যেন অন্য কেউ না করে তাই এই টিউন।

Level 0

ধন্যবাদ, আপনাকে।
“টিউনটি সুন্দর হয়েছে” বলে আপনাকে আর খাটো করলাম না।

শাকিল ভাই যা লিখছে আমার মনে হয়না উনি ভুল লিখছি।আমার একটা সাইট আছে লিখে কেউ নিম্নমানের টিউন করা ঠিক না।শাকিল ভাইকে ধণ্যবাদ।আপনি চালিয়ে যান।আর সবাইকে বলছি দয়া করে মন্তব্য দেয়ার সময় একটু ভেবে তারপর লিখবেন।

সাকিল ভাই আপনাদের গেট টুগেদার কেমন হল। একটু সেয়ার করবেন প্লীজ>>>>>।। এখানে ইন্ডিয়া থেকে কে কে আছেন আওয়াজ দেবেন প্লিজ়। তাহলে আমরা ও ইন্ডিয়া তে এরকম এক টা আয়জন করতে পারি, সাড়া দেবেন

@ কেন টর ই তো আছে কার্যকরী ভাবে আইপি এড্রেস লুকানোর জন্য https://torproject.org/torbrowser

শাকিল ভাই বা টিনটিন ভাই এটা নিয়া লেখতে পারেন, আমার সময় হয়ে উঠছেনা।

Level 0

@@@@@ kamal :- Valo hoya jan, valo hoyte taka lage na.

Level 0

বুঝলাম……………………………………….!!

Level 0

শাকিল ভাই, আমার মতে আমরা যারা আমাদের ওয়েব সাইট নিয়ে টিউন করি বেশির ভাগই নতুন, ওয়েব সাইটের লিংক এই জন্যই দিই আপনারা যারা Expart তাদের মন্তব্য ও কিছু পরামর্শ আশায় এডে ক্লিকের জন্য নয়, আপনার অন্য কথা গুলির সাথে আমি এক মত।
কামাল ভাই, এত সুন্দর টিউনটিতে আপনার অসংলগন মন্তব্য বেমানান ।

Level 0

শাকিল ভাইয়ের নতুন ছবি ভাল লাগল

Level 0

ভালো লাগল

সুন্দর দিক নিদের্শনার জন্য ধন্যবাদ। টেকটিউনসকে পরিচ্ছন্ন রাখতে টিউনটি খুবই গুরুত্বপূর্ণ। কেউ তার সাইটের বিজ্ঞাপন করতে চাইলে বিভিন্ন ব্লগ ও ফোরামকে টারগেট করতে পারে। বাংলা সাইটের ইংরেজী সাইটের প্রচারের চেস্টার চেয়ে ইংরেজী সাইটে ……..লিঙ্ক দেওয়া বেশি উপকারী।

Level 0

Sorry for the comment just fun……………

sakil vai at first take my salam………. glad to meet techtune family. thanx to all buddies.

sakil vai k bol chi eto taka dea ki kor ben????????

Level 0

ভালো টিউন করার জন্য ভাইয়া আপনাকে ধন্যবাদ ।কিন্তু ভাইয়া সেরা 10 টিউনের মধ্যে থাকা অনেক কঠিন কাজ তারপরেও কষ্টকর হলেও সত্য যে সেরা 10 এর মধ্যে এমন কিছু টিউন আছে যা এখন আর কার্যকর নয় ।সেসব টিউন দিনের পর দিন সেরা 10 এর জায়গা দখল করে আছে ।ভাইয়া দয়া করে এর সমাধান দিন।

ওমার ফারুক ভাই হয়তো আপনার জন্য যা দরকারী নয় অন্যজনের কাছে তা দরকারী। তবে সত্যিই যদি কারো জন্য প্রয়োজনীয় নয় এমন টিউন ওখানে থাকে তবে দেখবেন এমনিতেই কয়েকদিন পর ওটা আর থকবে না আর যেটা সবার দরকার সবাই সেটা দেখলে সেটাও আপনাআপনি সেরা তালিকায় চলে আসবে।

Level 0

ভাইয়া আমি সিকার করি যে টিউন গুলো একসময় খুব দরকারী ছিলো কিন্তু তারা যে system দেখিয়েছে তা এখন আর চলে না ,আপনি এই দুটি টিউন এর শেষের মন্তব্য গুলো পরে দেখুন তাহলে বুঝতে পারবেন
https://www.techtunes.io/hacking/tune-id/2131/
https://www.techtunes.io/internet/tune-id/1498/
আর একটি কথা ভাইয়া আপনি আমার চেয়ে বড় ,দয়া করে ভাই বলে আমাকে লজ্জা দিবেননা।

Level 0

ভাইয়া আমি সিকার করি যে টিউন গুলো একসময় খুব দরকারী ছিলো কিন্তু তারা যে system দেখিয়েছে তা এখন আর চলে না ,আপনি এই দুটি টিউন এর শেষের মন্তব্য গুলো পরে দেখুন তাহলে বুঝতে পারবেন
https://www.techtunes.io/hacking/tune-id/2131/
https://www.techtunes.io/internet/tune-id/1498/
আর একটি কথা ভাইয়া আপনি আমার চেয়ে বড় ,দয়া করে ভাই বলে আমাকে লজ্জা দিবেননা।

Level 0

শাকিল ভাই ডোমেইন নাম কিভাবে ক্রয় করব তার উপরে একটি বিস্তারিত টিউন করেন তাহলে সবাই ডোমেইন নেম কিনতে আগ্রহী হবে । আপনার কাছ থেকে দ্রুত এই সম্পর্কে টিউন আশা করছি ।

আজকেই করবো।

Level 0

শাকিল ভাই অসংখ্য ধন্যবাদ আমার কথাটা আমলে নেয়ার জন্য ।

সবার এইগুলা মেনে চলা উচিৎ……

সুন্দর পরার্মশ। ভাল লাগল আপনার পরামর্শ টি। ধন্যবাদ আপনাকে।

সুন্দর পরার্মশ। ভাল লাগল আপনার পরামর্শ টি। ধন্যবাদ আপনাকে।