কয়েকদিন থেকে অনেককেই দেখছি গুগল এডসেন্সে একটি একাউন্ট খোলার পর আয় বৃদ্ধির জন্য টেকটিউনে একের পর এক টিউন করতে থাকে এতে তারাতো লাভবান হয়ই না কারন কিছুক্ষনের মধ্যেই টিউনটি ড্রাফট করা হয় কিন্তু হয়রানির স্বীকার হতে হয় টেকটিউনস কতৃপক্ষকে। আসলে নতুন অবস্থায় এরকম কিছু ভুল ত্রুটি আমারও ছিল তাই নতুন টিউনার যারা এডসেন্স পাবলিশারও বটে তাদের প্রতি আমার কিছু পরামর্শ দেয়ার জন্যই এই টিউনটি করা।
- প্রথম যে কথাটি বলব সেটি হল নিজের সাইট নিয়ে টিউন অবশ্যই করতে পারেন তবে শুধু সাইটের ওপর একটির বেশী টিউন করবেন না। এতে আপনি লাভবান হবেন না কারন কিছুক্ষন পরেই আপনার করা অপ্রয়োজনীয় টিউনটি ড্রাফট করা হবে।
- আবার শুধু লিংক দিয়ে টিউন করবেন তাতেও লাভ হবে না কারন। কারন টেকটিউনের ভিজিটররা অত্যান্ত মেধাবী তারা আপনার লিংক থেকে সাইটে যাবে আর এডে ক্লিক করবে এরকম মনে করে থাকলে আপনি (!???)।
- তাহলে কি করবেন তাই না? এর সহজ সমাধান হচ্ছে অত্যান্ত জটিল টিউন করুন। যা হবে আপনার সাইট ভিজিটের জন্য নয় মানুষের কাজে লাগবে এমন টিউন তাতে আপনি লিংক দিন দেখবেন কেউ খেয়ালই করবে না ব্যাপারটা। অনায়াসেই আপনার সাইট ভিজিট করবে।
- আর এধরনের জটিল টিউন যদি করতে পারেন দেখবেন খুব সহজেই সেটি সবচেয়ে জনপ্রিয় তালিকায় চলে এসেছে আর তাতে প্রথম পাতায়ই থাকবে আপনার সাইটের ওপর করা টিউন। রোজ রোজ সাইটের ওপর টিউন করার দরকার হবে না। যেমন রয়েছে টেকটিউনে করা আমার প্রথম টিউন সবচেয়ে জনপ্রিয় তালিকায় প্রথম অবস্থানে।
- আর প্রতিদিন টিউন করবেন চার পাঁচটা আর এ্যাডমিন প্যানেল থেকে আপনার সেই ফালতু টিউন ড্রাফট করা হবে, তারপর আপনি আবার সেই টিউন প্রকাশ করবেন। এ্যাডমিন প্যানেলের সাথে আপনার এই ইদুর বেড়াল খেলা আপনার মজা লাগলেও এ্যাডমিন প্যানেলের লোকরা জানে তাদের কি অবস্থা হয়। তাই এরকম টিউন না করে বিভিন্ন চমকপ্রদ অথবা জটিল বিষয নিয়ে স্টাডি করুন তারপর টিউন করুন দেখবেন লিংক দেয়া লাগবে না মানুষ আপনার কাছে ই-মেইল করে লিংক চাইবে বা আপনার প্রোফাইলে দেখেই ভিজিট করবে।
- আর বিস্তারিত না লিখে যদি লিংক দেন তাতে টেকটিউনস এর কিছু ভিজিটর পাবেন। কিন্তু সময়ের আলোচিত কোন বিষয়ে বিস্তারিত নিয়ে যদি টিউন করতে পারেন আর সেই সাথে কি - ওয়ার্ড এবং ট্যাগ নির্বাচনে স্বার্থক হলে দেখবেন সার্চ ইঞ্জিন থেকে অনেকে আপনার টিউন পাবে। তাই নিজের সার্চ পজিশন খারাপ হওয়া সত্তেও টেকটিউনের রেংক কাজে লাগিয়ে আপনি লাভবান হতে পারবেন।
- আর যখন লিংক দেবেন তখন আমার ব্লগ ভিজিট করতে ভুলবেন না, প্লিজ ভিজিট করুন , দুনিয়ার সব আছে এইখানে এরকম ভাবে লিংক না দিয়ে সুত্র, পূর্বে প্রকাশিত, বিস্তারিত বা দেখতে পারেন এভাবে লিংক দিলে তা চক্ষুশূল হয় না। আর আমার ব্লগ ভিজিট করতে ভুলবেন না, প্লিজ ভিজিট করুন , দুনিয়ার সব আছে এইসব কথা বললে যে কেউ সহজেই বুঝতে পারে আপনার সাইট খুব একটা ভাল না তাই কোন ভিজিটর নাই।
- আর অন্য আরেকজন ভাল ভিজিটর পেয়েছে তাই তার সাইট পুরা কপি পেষ্ট করবেন আর ভাববেন আপনিও ভাল ভিজিটর পাবেন এরকম মনে করে থাকলে ভুল। যেমন আমার সাইট সম্পূর্ন কপি করছেন অনেকেই আবার মন্তব্য করলে সেটাও মুছে দিচ্ছে। এতে লাভবান হওয়ার বদলে ডিজিটাল চোর বা ই-চোর উপাধি পাওয়ার সম্ভাবনা বেশী থাকে।
- যদি লিংক দিতেই হয় তাহলে কমেন্ট করলেই তো হয় কারন কমেন্টে আপনার সাইটের এ্যাড্রেস দিলে সেখানেই তো আপনার সাইটের লিংক থাকে। আর সর্বোপরী বলবো নিজের জন্য নয় অন্যের জন্য টিউন করুন দেখবেন তাতে আরো বেশী লাভবান হবেন।
- তাছাড়া প্রোফাইলেও সাইটের এ্যাড্রেস থাকে তো অনেকেরই ।
- আর সবকিছু মডারেটরের ঘাড়ে না চাপিয়ে কিছু দ্বায়িত্ব নিজের উপরে নিন। যেমন সাহায্য চেয়ে টিউন করলেন কিন্তু সাহায্য পেলেও টিউনটি আর মোছা হয় না। তাই সাহায্য পাওয়ার পরপরই টিউনটি ডিলেট করুন।
শেষ একটি কথা বলবো আপনি আপনার সাইট কে যে কোন ভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে চান। কিন্তু টেকটিউনও তো আমাদের সকলের প্রিয় সাইট এর সৌন্দর্য রক্ষার দায়িত্ব তো আপনার আমার উপরেই বর্তায় তাই নয় কি?
হুম ……….. ধন্যবাদ শাকিল