1.চিন্তাভাবনা না করে কোনকিছু করে ফেলবেন না। সিস্টেমের সিকিউরিটির ব্যাপারে কিছু পড়াশুনা করে নিন।
2.বিশ্বাস যোগ্য একটি এন্টিভাইরাস ব্যবহার করুন। ফ্রী এন্টিভাইরাস হিসেবে আমার কাছে এভিজি অনেক ভালো মনে হয়েছে। এটা ম্যানুয়ালী আপডেট করা যায়। কিভাবে আপডেট করবেন?
এখানে ক্লিক করুন
3. আপনার কম্পিউটারের ফায়ারল অন আছে কিনা দেখে নিন।
4.অজানা , অচেনা কোন জায়গা থেকে আগত ই-মেইল খুলবেন না । সাধারনত ই-মেইলের মাধ্যমেই আজকের ভাইরাস গুলো ছড়ায়।
5.সন্দেহমূলক বা অনাকাংখিত কোন ই-মেইল এটাচমেন্ট কখনোই খুলবেন না। আর যদি খুলতেই চান তবে তা হাড ডিস্কে সেভ করে নিন।তারপর ভালো আপডেটেট এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করে নিন।
6.পুরাতন ভাসনের অপারেটিং সিস্টেম এবং সফ্ট-য়ার ভাইরাসের আখড়া। অতএব আপডেট থাকুন সবসময়।
7.ক্রাক বা প্যাচ করা সফ্টয়ারে অনেক Spyware থাকে। যা আপনার Important Data গুলো চুরি করতে পারে । অতএব সাবধান।
8.সামনে যা পান তাই ডাউনলোড করতে বসে যাবেন না। ফাইলটি কি কাজে আসবে , এর ডাউনলোড source কি এগুলা জেনে তারপর ডাউনলোড শুরু করুন।
9. Important Dataএর Backup রাখতে ভুলে যাবেন না কখনো।
আপনার কম্পিউটারকে ভালোভাবে চালাবার জন্য, এরকম আরো টিপস পেতে -------
এখানে ক্লিক করুন
ধন্যবাদ সবাইকে।
আমি নাছির উদ্দিন শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
LateNightBirds এর ফাউন্ডার। :) DevsTeam এর কো-ফাউন্ডার। আমাকে ফেইসবুক (fb.com/NasirUShamim) অথবা টুইটারে (@n_shamim) ফলো করতে পারেন। :)
ধন্যবাদ ।