আপনার মোবাইলে সেটিং করুন জিমেইল

যারা মাল্টিমিডিয়া মোবাইল ব্যবহার করেন তারা খেয়াল করে দেখবেন আপনাদের মোবাইলের মেসেজ অপশনে ইমেইল নামে একটি অপশন আছে।কিন্তু আমরা অনেকেই এই্ ব্যাপারে জানিনা অথবা জানলেও এর সেটিংস জানিনা ।কিন্তু এই অপশনের সাহায্যে আপনি খুব সহজে ইমেইল একাউন্ট সেটিং করতে পারবেন এবং কস্পিউটারে ইমেইল ব্যবহারের মত মোবাইলেই সকল সুবিধা পাবেন।আজকে আমি জিমেইল এর সেটিংস দেখাবো ।চলুন তাহলে এর সুবিধা গুলো আগে জেনে নেই:
>>>ইমেইল পাঠানো এবং রিসিভ করতে পারবেন
>>>সংযুক্ত করে ফাইল পাঠাতে পারবেন
>>>শুধুমাত্ত ডাটা চার্জ অন্য কোন চার্জ নাই
এবার চলুন কিভাবে তা সেটিংস করবেন তা জেনে নেই::
1. go to menu/messaging/settings/e-mail/mailbox/new mailbox/settings
2. Mailbox Name: Gmail
3. Access point: GP-INTERNET  অথবা আপনি যে কোম্পানির ইন্টারনেট ব্যবহার করেন
4. email address:আপনার জিমেইল মেইল ঠিকানা
5. outgoing mail server: smtp.gmail.com
6. send message: immediadtely
7. username: আপনার মেইল ঠিকানা
8. password:আপনার মেইল পাসওয়ার্ড
9. incoming mail server: pop.gmail.com
10. Mailbox type: POP3
11. security (ports): ON/TLS(993/995)
12. APOP secure login: off

      • ব্যাস হয়ে গেল ।এই সেটিংস শুধু নকিয়াতে কাজ করে ।অন্য কোন সেটে আমি ট্রাই করে দেখিনি আপনারা চেষ্টা করে দেখতে পারেন

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

জিমেইল ইয়াহু সহ সব ব্যবহার করা যায় মোবাইলে এই পদ্ধতি অব্লম্বন করে

আমার জানা নাই আমি শুধু জিমেইল ব্যবহার করেছি

জিমেইল তো অনেক দিন ধআ্রে ব্যবহার করছি। ইয়াহুতো কানেক্ট হয়না প্রথম থেকেই । আইডি অথবা পাসওয়ার্ড ভুল বার্তা দেখায়।

Level 0

আমি মেইল পাঠাতে পারছি না। চেক করতে পারছি। সমাধান দেন।

Level 0

আমি মেইল চেক করতে পারতেছি কিনতু পাঠাতে পারছিনা। সমাধান কি?

Level 0

যে মেইল গুলো POP3 সাপোর্ট করে সেগুলো এভাবে কনফিগার করা সম্ভব। লেটেস্ট মোবাইল গুলো তে অটো কনফিগার করে নেয়, যেমন আমি আমার নোকিয়াতে শুধু নাম আর পাসওয়ার্ড দিয়েই কাজ করেছি। বাকি কাজ মোবাইল নিজেই করে নেয়। ইয়াহু কনফিগার করা সম্ভব নয় কারন এটা POP3 সাপোর্ট করেনা। আর আউটলুক এক্সপ্রেসের মত এক্সচেঞ্জ সার্ভার ইউজ করতে চাইলে সিম্বিয়ান মোবাইল এ NOKIA MAIL EXCHANGE সফটয়্যারটা ইউজ করতে পারেন।

Level 0

এত কষ্ট করার কি দরকার? এর চেয়ে আপনি আপনার মোবাইল হতে http://www.m.google.com ব্রাউজ করে gmail এর মেইল সফটওয়্যার আপনার মোবাইলে ইন্সটল করে নিন এবং আপনার gmail এর মেইল ইউজ করুন। yahoo এর ওয়েব সাইটে yahoo mail এর জন্যও সফটওয়্যার পাওয়া যায়। এগুলো 100% ফ্রি এবং জাভা দিয়ে তৈরী তাই যে কোন মোবাইল সেট এ ইউজ করা যায়। এতে gprs ব্যান্ডওইথ খুবই কম লাগে।

আপনারা চাইলে আমি এই বিষয়ে একটা ডিটেইলস টিউন করতে পারি। এটা সত্যি খুব কাজের জিনিস।

Level 0

ও আর একটা কথা আমার মেইল এড্রেস [email protected]

আপনারা টিউন এর জন্য আমাকে এই এড্রেসে মেইল করতে পারেন। এই এড্রেসটি আমি জিমেইল সফটওয়্যার এর মাধ্যমে আমার NOKIA N70 তে ইউজ করছি।

Level 0

মামুন ভাই ইয়াহুরটা বললে উপকৃত হব।

Level New

জিয়া ভাই। এই টা দিয়ে ফাইল attach করে পাঠানো যায়। m.google.com দিয়ে যায়না। বুঝলেন

Level 0

চমৎকার টিউন

Level 0

Robayett বুঝতে পেড়েছি আপনি অনেক জানেন। কয়টা মেইল আপনি আপনার মোবাইল হতে এটাচমেন্ট সহ পাঠিয়েছেন বলবেন কি? আমি একজন প্রফেশনাল, আর আমার কাজের জন্য আমাকে বাহিরে থাকতে হয় এবং প্রচুর মেইল করতে হয়। আমি জনি এটা দিয়ে মোবাইল এর মাধ্যমে মেইল করা কত সহজ আর ব্যান্ডওইথ কত কম লাগে। এটাচমেন্ট এখানে খুব বড় বিষয় নয়।

Level 0

প্রয়োজনীয়। ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ মামুন ভাই । তবে yahoo mail এর সেটিংস টা জানতে পারলে বেশি উপকৃত হতাম।