যারা মাল্টিমিডিয়া মোবাইল ব্যবহার করেন তারা খেয়াল করে দেখবেন আপনাদের মোবাইলের মেসেজ অপশনে ইমেইল নামে একটি অপশন আছে।কিন্তু আমরা অনেকেই এই্ ব্যাপারে জানিনা অথবা জানলেও এর সেটিংস জানিনা ।কিন্তু এই অপশনের সাহায্যে আপনি খুব সহজে ইমেইল একাউন্ট সেটিং করতে পারবেন এবং কস্পিউটারে ইমেইল ব্যবহারের মত মোবাইলেই সকল সুবিধা পাবেন।আজকে আমি জিমেইল এর সেটিংস দেখাবো ।চলুন তাহলে এর সুবিধা গুলো আগে জেনে নেই:
>>>ইমেইল পাঠানো এবং রিসিভ করতে পারবেন
>>>সংযুক্ত করে ফাইল পাঠাতে পারবেন
>>>শুধুমাত্ত ডাটা চার্জ অন্য কোন চার্জ নাই
এবার চলুন কিভাবে তা সেটিংস করবেন তা জেনে নেই::
1. go to menu/messaging/settings/e-mail/mailbox/new mailbox/settings
2. Mailbox Name: Gmail
3. Access point: GP-INTERNET অথবা আপনি যে কোম্পানির ইন্টারনেট ব্যবহার করেন
4. email address:আপনার জিমেইল মেইল ঠিকানা
5. outgoing mail server: smtp.gmail.com
6. send message: immediadtely
7. username: আপনার মেইল ঠিকানা
8. password:আপনার মেইল পাসওয়ার্ড
9. incoming mail server: pop.gmail.com
10. Mailbox type: POP3
11. security (ports): ON/TLS(993/995)
12. APOP secure login: off
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
জিমেইল ইয়াহু সহ সব ব্যবহার করা যায় মোবাইলে এই পদ্ধতি অব্লম্বন করে