এটি আমার প্রথম টিউন আর টিউনটি সম্পূর্ন একটি প্রস্তাব। আমি প্রথমেই শ্রদ্ধা জানাই টেকটিউনস এর কতির্পক্ষের প্রতি এবং যাদের পরিশ্রমে প্রযুক্তি বিষয়ক এই সাইটি এতটুকু পর্যন্ত পৌঁছার পিছনে অক্লান্ত পরিশ্রম বা সুন্দর সুন্দর টিউনস গুলো রয়েছে। আমি অনেক দিন থেকে এই সাইটে ভিজিট করে আসছি। কিন্তু দুই একটি মন্তব্য ছাড়া কোন টিউন করতে মনভল পাইনি। কারন এখান থেকে আমার মত লোকের পাওয়া ছাড়া দেওয়ার কিছুই নেই। তাই ভাবলাম আজ একটি প্রস্তাব দিয়ে টেকটিউনস এ যাত্রা শুরু করি।
প্রস্তাব টি হচ্চে getafreelancer or Odesk এর মত সাইট থেকে কাজ নিয়ে একটি বাংলা ব্লগ আকারে আমাদের মত লোকদের মধ্যে গ্রুপ আকারে কাজ গুলা ভাগ করে দিতে পারেন। দেখবেন যে নেটে কাজের লোকের অভাব নেই। কাজ গুলো হতে পারে ডাটা এন্ট্রি মেইল তৈরি অথবা মেইল প্রদান করা এই রকম সহজ কাজ গুলা। মোটা মোটি ডাটা এন্ট্রি এর কাজ। এছাড়া আমদের দেশে কম্পিউটার এর অনেক ধরনের কাজ জানা লোক রয়েছে যেমন- Photoshop woard excel এর মত গুরুত্ব পূর্ণ কাজের লোক। কিন্তু এরা জানার অভাব এ বা ইংরেজী বলা বা লেখার ক্ষেত্রে দক্ষতা নেই বলে নেট এর ধারে কাছে আসেনা। আপনারা হয়ত বলতে পারেন এই কাজটা আপনিই করতে পারতেন। সঠিক কথা বলতে কি আমরা বাংলা ভাষিরা অনেকে নেট ব্যবহার করি কিন্তু ইংরেজী বিষয়ে দক্ষতা খুব কম বা ইংরেজী জানিই না যার জন্য আমরা অনেকেই বাংলা ব্লগ গুলো খুজে বেড়াই। আর আমি সেই দলের একজন। আর আমার সাথে নেটে facebook or Hi5 এর মত সাইটগুলো নিয়ে ইংরেজী না জানা নেট পাগল অনেক লোক রয়েছে। যারা মূলত নেটে সময় ব্যয় আর টাকা খরচ ছাড়া কিছুই জানেন না।
আমার এই প্রস্তাবটি আমার মত অর্ধশিক্ষিত মোটা মোটি কম্পিউটার জানা মুফসল এলাকার লোকদের পক্ষ থেকে আর এই প্রস্তাবটি বাস্তবায় করার আশা থাকবে যারা Getafreelancer or Odesk এর মত কিছু সাইট থেকে কাজ করে টাকা ইনকাম করেছেন। যেমন- ডার্কলড , মঈন, শাকিল, টিউটো, ফয়ছাল, সজীব, হাবিবুর http://www.link ভাইদের মত মোট কথা যদের টিউনস এর মাধ্যমে এই টেকটিউনস সাইটির ভিজিটর বা সদ্যসরা তৃপ্তি পায় তারা এই উদ্যেগটি নিলে ভালো হত। অথবা ইচ্ছা করলে আমার মনে হয় টেকটিউনস এর কর্তিপক্ষ টেকটিউনস সাইট এর মত আর একটি বাংলা ব্লগ বা সাইট তৈরি করে বর্তমান প্রজন্মদের কাজের মাধ্যমে নতুন একটি দিক প্রর্দশন করলে বর্তমান এবং আগামি প্রজন্ম সেই সাথে ত আমার মত লোকজন কৃর্তজ্ঞ থাকবেই।
জিনিই এখান থেকে আমাদের প্রস্তাব টা ব্লগ তৈরি করে বাস্তবায়ন করবেন। তিনি getafreelancer থেকে যে কাজ পাবেন তা থেকে অবশ্যই টাকার একটি লভ্যাংশ বা মূল রেইট এ আমদের কাজ করিয়ে প্রতি গ্রুপ থেকে কিছুটা টাকা আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য অবশ্যই রাখবেন। কারণ আমাদের প্রতিবেশি দেশ ভারত Outsourcing এর মাধ্যমে বিভিন্ন সাইট থেকে কাজ নিয়ে গ্রুপ আকারে নেটের মাধ্যমে বা ব্যবসা প্রতিষ্ঠান খুলে ভাগ করে দিয়ে কিছুটা না হয় ব্যকারত্ব দূর করতে পারছে সেই সাথে নিজে ভাল অংকের টাকা ইনকাম করতে পারছে। তা হলে কেন আমরা পিছনে রব কার জন্য অপেক্ষা করব।
জানিনা বুঝাতে পারলাম কি না। আসলেই প্রয়োজন থেকে অনেক কিছু শিকা। আমি অনেক দিন থেকে নেট ব্যবাহর করতেছি কিন্তু এইরকম প্রযুক্তির উপর সুন্দর স্পষ্ট লিখা পাইনি। আর এত প্রযুক্তিপ্রেমি বা প্রযুক্তিবিদ দের পাইনি। তাইভাবলাম এখানেই আমার মনের কথাটা প্রকাশ করি এই অর্থে যে আমার শুর এর সাথে শুর মিলে নাকি। ভুল হলে কমার চুখে দেখবেন। আর মন্তব্যের আশায় থাকলাম
আমি Adnan Bari। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার ফোন নম্নর দিন । আমরা interest (mail me your phone number [email protected])