সকল প্রযুক্তিবিদ, প্রযুক্তিপ্রেমী এবং টেকটিউনস এর সকল সদস্যের দৃষ্টি আকষর্ন।

এটি আমার প্রথম টিউন আর টিউনটি সম্পূর্ন একটি প্রস্তাব। আমি প্রথমেই শ্রদ্ধা জানাই টেকটিউনস এর কতির্পক্ষের প্রতি এবং যাদের পরিশ্রমে প্রযুক্তি বিষয়ক এই সাইটি এতটুকু পর্যন্ত পৌঁছার পিছনে অক্লান্ত পরিশ্রম বা সুন্দর সুন্দর টিউনস গুলো রয়েছে। আমি অনেক দিন থেকে এই সাইটে ভিজিট করে আসছি। কিন্তু দুই একটি মন্তব্য ছাড়া কোন টিউন করতে মনভল পাইনি। কারন এখান থেকে আমার মত লোকের পাওয়া ছাড়া দেওয়ার কিছুই নেই। তাই ভাবলাম আজ একটি প্রস্তাব দিয়ে টেকটিউনস এ যাত্রা শুরু করি।

প্রস্তাবঃ

প্রস্তাব টি হচ্চে getafreelancer or Odesk এর মত সাইট থেকে কাজ নিয়ে একটি বাংলা ব্লগ আকারে আমাদের মত লোকদের মধ্যে গ্রুপ আকারে কাজ গুলা ভাগ করে দিতে পারেন। দেখবেন যে নেটে কাজের লোকের অভাব নেই। কাজ গুলো হতে পারে ডাটা এন্ট্রি মেইল তৈরি অথবা মেইল প্রদান করা এই রকম সহজ কাজ গুলা। মোটা মোটি ডাটা এন্ট্রি এর কাজ। এছাড়া আমদের দেশে কম্পিউটার এর অনেক ধরনের কাজ জানা লোক রয়েছে যেমন- Photoshop woard excel এর মত গুরুত্ব পূর্ণ কাজের লোক। কিন্তু এরা জানার অভাব এ বা ইংরেজী বলা বা লেখার ক্ষেত্রে দক্ষতা নেই বলে নেট এর ধারে কাছে আসেনা। আপনারা হয়ত বলতে পারেন এই কাজটা আপনিই করতে পারতেন। সঠিক কথা বলতে কি আমরা বাংলা ভাষিরা অনেকে নেট ব্যবহার করি কিন্তু ইংরেজী বিষয়ে দক্ষতা খুব কম বা ইংরেজী জানিই না যার জন্য আমরা অনেকেই বাংলা ব্লগ গুলো খুজে বেড়াই। আর আমি সেই দলের একজন। আর আমার সাথে নেটে facebook or Hi5 এর মত সাইটগুলো নিয়ে ইংরেজী না জানা নেট পাগল অনেক লোক রয়েছে। যারা মূলত নেটে সময় ব্যয় আর টাকা খরচ ছাড়া কিছুই জানেন না।

প্রস্তাব বাস্তবায়নঃ

আমার এই প্রস্তাবটি আমার মত অর্ধশিক্ষিত মোটা মোটি কম্পিউটার জানা মুফসল এলাকার লোকদের পক্ষ থেকে আর এই প্রস্তাবটি বাস্তবায় করার আশা থাকবে যারা Getafreelancer or Odesk এর মত কিছু সাইট থেকে কাজ করে টাকা ইনকাম করেছেন। যেমন- ডার্কলড , মঈন, শাকিল, টিউটো, ফয়ছাল, সজীব, হাবিবুর http://www.link ভাইদের মত মোট কথা যদের টিউনস এর মাধ্যমে এই টেকটিউনস সাইটির ভিজিটর বা সদ্যসরা তৃপ্তি পায় তারা এই উদ্যেগটি নিলে ভালো হত। অথবা ইচ্ছা করলে আমার মনে হয় টেকটিউনস এর কর্তিপক্ষ টেকটিউনস সাইট এর মত আর একটি বাংলা ব্লগ বা সাইট তৈরি করে বর্তমান প্রজন্মদের কাজের মাধ্যমে নতুন একটি দিক প্রর্দশন করলে বর্তমান এবং আগামি প্রজন্ম সেই সাথে ত আমার মত লোকজন কৃর্তজ্ঞ থাকবেই।

আপনারা কিছু মনে না নেন। তাহলে আর এটি কথা বলি ?

জিনিই এখান থেকে আমাদের প্রস্তাব টা ব্লগ তৈরি করে বাস্তবায়ন করবেন। তিনি getafreelancer থেকে যে কাজ পাবেন তা থেকে অবশ্যই টাকার একটি লভ্যাংশ বা মূল রেইট এ আমদের কাজ করিয়ে প্রতি গ্রুপ থেকে কিছুটা টাকা আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য অবশ্যই রাখবেন। কারণ আমাদের প্রতিবেশি দেশ ভারত Outsourcing এর মাধ্যমে বিভিন্ন সাইট থেকে কাজ নিয়ে গ্রুপ আকারে নেটের মাধ্যমে বা ব্যবসা প্রতিষ্ঠান খুলে ভাগ করে দিয়ে কিছুটা না হয় ব্যকারত্ব দূর করতে পারছে সেই সাথে নিজে ভাল অংকের টাকা ইনকাম করতে পারছে। তা হলে কেন আমরা পিছনে রব কার জন্য অপেক্ষা করব।

জানিনা বুঝাতে পারলাম কি না। আসলেই প্রয়োজন থেকে অনেক কিছু শিকা। আমি অনেক দিন থেকে নেট ব্যবাহর করতেছি কিন্তু এইরকম প্রযুক্তির উপর সুন্দর স্পষ্ট লিখা পাইনি। আর এত প্রযুক্তিপ্রেমি বা প্রযুক্তিবিদ দের পাইনি। তাইভাবলাম এখানেই আমার মনের কথাটা প্রকাশ করি এই অর্থে যে আমার শুর এর সাথে শুর মিলে নাকি। ভুল হলে কমার চুখে দেখবেন। আর মন্তব্যের আশায় থাকলাম

Level 0

আমি Adnan Bari। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার ফোন নম্নর দিন । আমরা interest (mail me your phone number [email protected])

Level 0

ভালো লাগলো পড়ে…

ভাল প্রস্তাব। আমি সাথে আছি।

আমার মনে হয় এটি একটি ভালো প্রস্তাব। ………..।
আমাদের দিন সরকার বদলাবে না,
কোন দিন GrameenPhone এর সেই আলো গায়ে এসে পড়বে না
………………………..।

http://www.msp20.blogspot.com

Level New

হি হি

Level 0

খুব ভালো প্রস্তাব……….
আশা করি বিবেচনা করে ভালো একটি সিদ্ধান্ত নিবেন।

Level 2

@ আদনান – আনপনাকে টেকটিউনস এ স্বাগতম।
ভাল প্রস্তাব করেছেন। অভিজ্ঞ টিউনারদের মতামত ও সিদ্ধান্তের অপেক্ষায় থাকলাম।
প্রয়োজনে সম্ভব সহযোগিতা করতে রাজি।
ইচ্ছে করলে টেকটিউনস কর্তৃপক্ষও এ ধরণের উদ্যোগ গ্রহণ করতে পারেন।

প্রস্তাবটি খুব ভালো।

এতে জটিলতা বাড়বে কারন কাজ আপনাকে দেয়া হল কিন্তু আপনি যখন ঠিক মত না দিবেন তখন যে আপনাকে কাজ দিয়েছে সেই বা কি জবাব দেবে। আবার আপনিও যদি ভল কাজ না করেন কিন্তু পেমেন্ট পেতে চাইবেন কিন্তু আপনাকে যে দিল সে যদি পেমেন্ট না পায় সে কোথা থেকে দেবে?

টেকটিউনস ফ্যামিলি ব্যাপারটি ভেবে দেখবে……………

আদনান বারী ভাই, আপনি আমার মনের কথাগুলো বলেছেন। আপনার সাথে আমি একমত পোষন করছি। আমিও এরকম একটি টিউন করতে চেয়েছিলাম কিন্ত তা করলেও আপনার মতো এতোটা সুন্দর ও আকষনীয়ভাবে উপস্থাপন করতে পারতাম না, আপনার টিউনটি সত্যিই খুব সুন্দর হয়েছে।
ধন্যবাদ আপনাকে

Level 2

Ami ai bishoye ekmot. Tobe dokhkho, adhadokhkho abong notun ai tin vage alada shorte kaj vag kore deya jay. Mobile theke ai montobber jonno banglay likhte parlam na.

Level 2

Tintin vai ai bishoyer jonno ami jor suparish korsi , jara arthik vabe valo noy abong mophosale thake tader jonno vison helpful hobe.

Level 0

প্রস্তাবটি খুব ভালো। আমি সাথে আছি। আশা করি বিবেচনা করে ভালো একটি সিদ্ধান্ত নিবেন।

http://www.nadersworld.blogspot.com

আমি খুব একটা সময় পায় না।তবে কিছুদিন আগে http://www.rentacoder.com থেকে একটা ছোট programming(ASP.NET & SQL 2005) এর কাজ করেছিলাম।আসলে আনলাইনে কাজ করাটা যত সহজ মনে হয় আমার মনে হয় আত সহজ না।আমিও শাকিল ভাই এর মত মনে করি এটা ঝামেলা বাড়াবে।আনলাইন এ কাজে responsibility or dedication টা আনেক বেশি লাগে।এর সাথে জড়িতরা সহজেই বুঝছেন ব্যাপারটা কত কঠিন হবে। তবে এমন কিছু করতে পারি কিনা ..
Online Education. এইরকম প্রচুর ওয়েব সাইট আছে। কিন্তু আমরা করব শুধু বাংলাদেশ এ।আনলাইনে আমরা বাংলাদেশি ছাত্রদের পড়াশোনায় সাহায্য করব খুব কম টাকার বিনিময়ে।এর আগে একবার পেপার এ দেখেছিলাম, ইন্ডিয়াতে প্রাইভেট পড়তে যা খরচ তার চাইতে আধেক টাকাতে আনলাইনে হেল্প পওয়া যাই।তাই ছাত্রছাত্রীদের আনলাইন শিক্কার প্রতি আগ্রহ বারছে।ইন্টারনেট এ প্রচুর সাইট আছে যেখানে আপনি আনলাইনে এ শিক্কা দিয়ে আয় করতে পারেন।তবে তার মান আনেক ভাল হতে হয়।প্রথমে কিছু ফ্রি ভিডিও টিউটরি্যাল দিতে হয়।মানে না খাটলে তো আর টাকা পাবেন না… তা আমার মনে হয় আমরা যদি টেস্ট হিসাবে এই আইডি্যাটাকে সুন্দর করে চালু করে দেকতে পারি।আমরা ssc,hsc,bsc,msc or proffetional course যে যেটা পারি সেটার বিজ্জাপন এইখানে কিছু স্যাম্পল ভিডিও লেকচার,সিলেবাস,কিভাবে পড়াতে চাই,টাকা কত চাই এইসব বিস্তারিত দিয়ে রাখলাম।আর যে পড়তে চাইল সে সহজে যাতে খুজে পায় এবং যোগাযোগ করে তার ব্যবস্তা করলাম।এরপর যদি ভাল রেসপন্স পায় তখন টেকটিউন আলাদা একটা আংশ হিসেবে এটা শুরু করল।এই রকম প্রচুর আন্ত্রজাতিক সাইট াছে এবং প্রচুর মানুষ এটা ব্যবহার করে। কিছু স্যাম্পল দেখেন :

http://www.tutorvista.com/careers/
http://www.universalclass.com/index.htm

এই রকম আনেক আছে।…

প্রস্তাবটি ভাল, তবে কিছু চ্যালেঞ্জ আছে—
1. আসলে এধরনের সাইটের জন্য পর্যাপ্ত মেধা, ভাল মানের ইনভেস্ট ও টাকা আদান প্রদানের ব্যাপারে সচ্ছতা নিশ্চিত করা খুবি কঠিন।
2. কেউ কাজের ডেমো নিয়ে কাজ নাও দিতে পারে। অথচ আপনার বুদ্ধি চুরি হতে পারে
3. শুধু দেশের কাজ নিয়ে পোসাতে পারবে না।
4. কাজটি অনেকে মিলে করতে হবে, প্রথমেই লাভের চিন্তা করা যাবে না…..এ ধরনের উদ্যোগের সাথে আছি…

তবে অদূর ভবিষ্যতে এটা হবে…….যে আগে মেধা খাটাবে তার সফল হওয়ার সম্ভাবনা বেশি..যেমন: সামহোয়ার…..

Level 0

সবার এই বিষয়ে পজেটিভ মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে শাকিল এবং মাহবুব (টিউটো) ভাই এর মন্তব্যে প্রচুর যুক্তি আছে। তবে সেই ক্ষেত্রে আমি একজন ব্যক্তিগত ভাবে মনেকরি এই চ্যালেঞ্জ গুলা মুকাবেলা করতে হলে আমরা কয় একটি পদক্ষেপ গ্রহণ করেত পারি। যেমন- আমদের টেকটিউনস এর প্রতি সদস্যের তালিকা ভুক্তি করন ই-মেইল সঠিক নাম ঠিকানা মোবাইল নাম্বার সেই সাথে যারা এই সাইট এর ভিজিটর হিসাবে আছেন তারা যদি চায় কাজ করতে তাহলে তাদের কে এই সাইট এর সদস্য হতে হবে, সঠিক নাম ঠিকানা এবং মেবাইল নাম্বার প্রদান করতে হবে। দিনের একটি নির্দিষ্ট সময়ে নেটে থাকতে হবে যাতে কমিটির যে কোন ব্যক্তি সহজে তার গ্রুপের লিডার এর সাথে যোগাযোগ করতে পারবে। আর যদি কোন ক্রমে যে কোন গ্রুপ এর সাথে যোগাযোগ করা না গেলে ঐ গ্রুপ এর প্রধান সাইট এর কমিটির সাথে যোগাযোগ করতে হবে। আর যারা কাজ এর বিনিময়ে টাকা প্রদান করবেন তাদের কে ত অবশ্যই স্বচ্চ হতে হবে, সেই সাথে যারা কাজ করবে তাদের কেৌ কাজ এর ক্ষেত্রে সচেতন হতে হবে এবং কমিটির উপর অবশ্যই পূর্ণ আস্তা থাকতে হবে। আর যে গ্রুপ কাজে দূর্বল হবে তাদের সর্তক বাণী দিয়ে কাজ গুলা অন্য দক্ষ বা সচেতন গ্রুপ এর মধ্যে ভাগ করে দেয়া যেতে পারে। মোটা মোটি কথা হচ্চে যে, প্রধান একটি কমিটি থাকবে এবং যাদের কাজ প্রদান করা হবে তাদের কেো ভিবিন্ন গ্রুপ আকারে গ্রুপ লিডার করে দিতে হবে, তাদের কাজ হবে তার গ্রুপ এর প্রতি সদস্যের কাজের প্রতি নজর রাখা। আমার মনে হয় এই রকম চিন্তা ভাবনা করলে হয়ত আমরা কিছু করতে পারবো। আপনারা আপনাদের মেদা বা টিপস গুলা শেয়ার করুন প্লিজ। আর টিনটিন ভাই আমার মনে হয় এই বিষয়ে আর সুন্দর প্লান তৈরি করতে পারবেন।

Level 0

প্রস্তাবটি খুব ভালো। আমি সাথে আছি। [email protected]

Level 0

শাহজালাল ভাই আপনাকে মেইল করে আমি মোবাইল নাম্বার দিতেছি। আর একটু গভীর ভাবে চিন্তা করলে এটা বাস্তবায়ন করা সম্ভব।

এতে এই সাইটের মুল উদ্দেশ্য ব্যাহত হবে । আপনি ইচ্ছা করলে ব্যক্তিগত ভাবে করতেপারেন আমরা সবাই আছি আপনার সাথে

@programmermamun: এরকম কাজটা অন্যান্যদেশে যতটা সহজ, আমাদের দেশে এখন সহজ না। তাছাড়া টাকা দিয়ে অনলাইনে পড়ার মতো মানুষিক অবস্থা আমাদের নেই। ফ্রি স্টুডেন্টদের সহযোগিতার জন্য আমার বাংলা সাইটটি অনেকেই দেখেছে। তবে বেশি দূর অগ্রগতি হয় নি এখনো।
ভালো একটা ইনভেস্ট করে অনলাইন টিচার রেখে ফ্রিতে সাভির্স দেয়ার মতো সাহসী পদক্ষেপ দরকার। …..ফলাফলের জন্য (লাভের জন্য) তিন থেকে চার বছর অপেক্ষাও করতে হতে পারে।

এতে এই সাইটের মুল উদ্দেশ্য ব্যাহত হবে ।
————————————————-
@মামুন: টেকটিউনের কর্তৃপক্ষ ভিন্ন নামে আরেকটি সাইটও খুলতে পারে…..

খুবভাল প্রস্তাব একমত

Level 0

আমি আমার টিউনস ধারা সম্পর্ণ আলাদা একটি সাইট তৈরি করতে হবে এটাই বুঝাতে চেয়েছি।

সেটাই……। এখনি পরিকল্পনা আর চিন্তাভাবনার একটা নোট করে ফেলুন। অনেক কিছুই পড়ে মনে থাকে না। সবাই আইডিয়াও দিতে পারেন।

Level New

প্রস্তাবটি ভাল কিন্তু কাজটা বাস্তবায়ন করা টা কষ্টকর বটে। তবে একটু চেষ্টা করলে টেকটিউনস এর কর্তিপক্ষ বা টেউনস এর দাদা রা চেষ্টা করলেই সম্ভব।

আমার এই প্রস্তাবটি আমার মত অর্ধশিক্ষিত মোটা মোটি কম্পিউটার জানা মুফসল এলাকার লোকদের পক্ষ থেকে আর এই প্রস্তাবটি বাস্তবায় করার আশা থাকবে যারা Getafreelancer or Odesk এর মত কিছু সাইট থেকে কাজ করে টাকা ইনকাম করেছেন। যেমন- ডার্কলড , মঈন, শাকিল, টিউটো, ফয়ছাল, সজীব, হাবিবুর http://www.link ভাইদের মত মোট কথা যদের টিউনস এর মাধ্যমে এই টেকটিউনস সাইটির ভিজিটর বা সদ্যসরা তৃপ্তি পায় তারা এই উদ্যেগটি নিলে ভালো হত। অথবা ইচ্ছা করলে আমার মনে হয় টেকটিউনস এর কর্তিপক্ষ টেকটিউনস সাইট এর মত আর একটি বাংলা ব্লগ বা সাইট তৈরি করে বর্তমান প্রজন্মদের কাজের মাধ্যমে নতুন একটি দিক প্রর্দশন করলে বর্তমান এবং আগামি প্রজন্ম সেই সাথে ত আমার মত লোকজন কৃর্তজ্ঞ থাকবেই।

—————————————————————–
একমত পোষন করছি।

টেকটিউনস বরাবরই নতুন আইডিয়া সন্ধান করে থাকে । আপনার আইডিয়া ব্যাপারে আমরা কথা বলতে চাই । যদি মনে করি যে এটা একটা যুগ উপযোগী তাহলে আমরা অবশ্যই তা বাস্তব করবো । ধন্যবাদ শাহজালাল —- টেকটিউনস

Level 0

ভালো প্রস্তাব ।
তবে কঠিন হবে বোধয় ।

Thanks Bai Adnan
For your nice opinion and suggestion. See I am staying Bahrain. But I am trying to help people for IT level in Bahrain.Alhamdulilah last two years I prepared near about hundred students in IT field by Computer Education. And I am also trying to open a probashi news in Bahrain.
Thats why, This is my small expression by website..
http://www.comitworld.co.cc
http://www.banglabahrain.ucoz.com

And my suggestion if we make our work with together we can also go like India. Because they have community,group like that. If we see all abroad countries all indian are same. But our bangladeshi are not like that. They knows only comments , negative sense. Sorry, I dont want to make complain with our people. I mean , we should work together. We have to forget our negative sense.

At long last, we are bangladeshi.We should come together.And expand our helping hand as per as possible for all.
Thanks

Al Amin
Kingdom Of Bahrain
email : [email protected]

Level 0

প্রস্তাবটা অবশ্যই গ্রহনযোগ্য।এতে অনেকেরই উপকার হবে।টেকটিউন পরিবারের শুধু এটা নয়,টেকটিউন এর সকল সদস্যদের আয়ের একটা ব্যবস্থা করার জন্য দ্রুত পদক্ষেপ নেয়া উচিত।আমরা আসা করব টেকটিউন ব্যপারটি ভেবে দেখবে।

Level 0

আমি আর মনে করি যে, আগামী 31 জুলাই জিয়া উদ্দ্যানে টিউনারদের সম্মেলনে উক্ত বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে আলেচনা করা হবে। তাতে উক্ত বিষয়টির উপর wab সাইট বা ব্লগ তৈরিতে সহযোগি হবে। আর একটি কথা একটি জমাতের ইমাম সবাই হতে পারেনা কিছু মুসল্লি থাকতে হয়। আর ঐ ইমাম সাহেবের উপর গুরুত্বপূর্ণ কাজ বর্তায়। তাই টেকটিউনস এর কর্তিপক্ষসহ যারা এখানে দক্ষ ভাইরা রয়েছেন তারা এই বিষয় নিয়ে গভীর ভাবে চিন্তা করবেন। আমরা ত আছিই আমাদের কাছ তেকে আপনারা ছোট ছোট প্লান গুলানিয়ে তা বাস্তবে রুপ দিবেন সেই আশায় কারন আপনারা দেখতেই পারছেন এখানে পজেটিভ মন্তব্যের অভাব নেই।

Level 0

প্রস্তাবটি খুব ভালো। তবে কঠিন হবে ।

আলো আসবেই ……………..কাছে থাকুন…………………। সকল প্রযুক্তিবি……………।GP er Na

http://www.msp20.blogspot.com

Level 0

ভালো প্রস্তাব ।Horta Kortara eita valo vabe bibechonae rakhar onurod roilo…..

Level 0

ভাল প্রস্তাব।