বাংলাদেশেও চালূ হলো IMEL Block (মোবাইল চোরের নিস্তার নেই)

মোবাইল সেট চুরি বা ছিনতাই ঠেকাতে এবং পরবর্তীতে সেটি উদ্ধারের প্রয়োজনে ব্যবহৃত মোবাইল সেটের আইএমইআই নম্বরটি সংরক্ষণের পরামর্শ দিয়েছে পুলিশ। পাশাপাশি ব্যবহৃত মোবাইল সেট কেনা থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। কারণ সেকেন্ড হ্যান্ড সেট হিসেবে পরিচিত এসব মোবাইল সেট ব্যবহারের কারণে নিরপরাধ হয়েও ভয়ংকর কোন খুনের ঘটনার আসামি হওয়ার আশঙ্কা থেকে যায়। এ প্রসঙ্গে সিএমপির সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. ওয়াহিদুল হক চৌধুরী বলেন, মোবাইল কোম্পানিগুলোকে আইনের আওতায় আনা জরুরি। পাশাপাশি মোবাইল সেটের আইএমইআই নম্বর সংরক্ষণ এবং ব্যবহৃত মোবাইল সেট কেনার ব্যাপারে সতর্ক থাকার প্রতিও গুরুত্বারোপ করেন তিনি।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলমপার্টি, চোর-ডাকাতদের প্রথম টার্গেট থাকে মোবাইল সেট। শুধুমাত্র মোবাইল সেট চুরি করে, নগরীতে এমন অন্তত ২৮টি উপগ্রুপ সক্রিয় আছে নগরীতে। এসব চোরাই মোবাইল সেটের বড় বাজার তামাকুমন্ডি লেইন, রেয়াজউদ্দিন বাজার, কর্ণফুলী মার্কেট ও স্টেশন রোডস' চোরা মার্কেট। মোবাইল ছিনতাই ঠেকাতে পুলিশ সদর দপ্তরে সিআইডির উদ্যোগে গঠন করা হয়েছে সাইবার ক্রাইম স্কোয়াড। অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ এ স্কোয়াডের কাছে হারানো মোবাইল সেটের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুপমেন্ট আইডেনটি) নম্বরটি দিলে সেটটি বর্তমানে কোথায় কার কাছে আছে, সেটটি কত নম্বর সিম ব্যবহৃত হচ্ছে তা বের করা সম্ভব। গত ২২ জুন থেকে এ স্কোয়াড কাজ শুরু করেছে। ইতোমধ্যে বেশ কিছু সাফল্যও এসেছে। সূত্র মতে, মোবাইল সেট চুরি, ছিনতাই একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন' মোবাইল সেটটির আইএমইআই নম্বরটি জানা না থাকায় হারানো সেটটি ফেরত পাওয়া সম্ভব হয় না। অথচ এ নম্বরটির সাহায্যে খুব সহজেই সমস্যাটির সমাধান হতে পারে। মোবাইল সেটের বৈধ মালিক বৈধ কাগজপত্র প্রশাসনের কাছে উপস'াপন করলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগ যাচাই বাছাইয়ের পর সেই আইএমইআই নম্বরটি ঢাকায় হেড কোয়ার্টারে পাঠায়। এর পর সেটটি উদ্ধার করা সম্ভব হয়, অথবা উদ্ধার না করা গেলেও সেটি নিষ্ক্রিয় অথবা চিরতরে অচল করে দেয়া যায়। ফলশ্রুতিতে সেটটির আর্থিক কোন মূল্য থাকে না। প্রক্রিয়াটি আরো প্রচার পেলে জনসচেতনতা বাড়বে। একই সাথে মোবাইল ছিনতাই ও চুরির ঘটনা অনেকাংশে হ্রাস পাবে বলে মনে করছেন সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। জানা গেছে পার্শ্ববর্তী দেশ ভারতে জঙ্গি তৎপরতা বন্ধের লক্ষ্যে আইএমইআই নম্বর বা নন ব্যান্ড মোবাইল সেট নিষিদ্ধ করা হয়েছে। এদিকে ব্যবহৃত সেট প্রকৃত মূল্যের চেয়ে অনেক কম মূল্যে কেনার হিড়িক পড়েছে। এর মাধ্যমে লাভবান হচ্ছে বলে ক্রেতা মনে করলেও, প্রকৃত অর্থে অনেক বড় কোন বিপদে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। সিএমপির গোয়েন্দা শাখার সহকারী কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী ইতোপূর্বে ব্যবহৃত সেট কিনে বিপাকে পড়া কয়েকজনের উদাহরণ টেনে বলেন, সস্তায় দামি মোবাইল ব্যবহারের জন্য ব্যবহৃত কোন সেট কিনলাম মার্কেট থেকে। এর আগে কে ব্যবহার করেছে জানি না। দেখা গেছে, সেটটি একটি বাসা থেকে ডাকাতরা অন্যান্য মালামালের সাথে নিয়ে গেছে। সেই সেটটি ডাকাতদের কেউ একজন কিছুদিন ব্যবহারের পর বিক্রি করে দিয়েছে। এতদিন সেটটি উদ্ধার হয়নি। দেখা গেল আমি কিনে ব্যবহার করার সময় প্রশাসন আমার থেকে উদ্ধার করলো সেটটি। প্রথম অবস'ায় চোরাই সেট ব্যবহারের অভিযোগ আসবে আমার বিরুদ্ধে, দ্বিতীয়ত : ডাকাত দলের সাথে আমার সম্পৃক্ততার বিষয়ে সন্দেহ আসবে। তৃতীয়ত : ডাকাত দল সেটটি ডাকাতির পর থেকে যে যে অপরাধ, খুন, রাহাজানির সাথে জড়িতণ্ডসবকিছুতেই আমার যোগসাজশ আছে কিনা খতিয়ে দেখা হবে। অথচ আমি এসবের কিছুই জানি না। এ ধরনের হয়রানি থেকে বাঁচতে হলে অবশ্যই নতুন সেট দোকান থেকে কিনে ব্যবহার করা উচিত।

খবরঃ দৈনিক আজাদী

মোবাইল চুরি প্রতিরোধক Guardian নিয়ে  বিস্তারিত জানুন এখান থেকে

Level New

আমি ЯOBAYETH। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 805 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্যক্তিগত অপশন লেখার সময় ভিজ্যুয়াল এডিটর ব্যবহার করুন। :-| প্রোফাইলে আপনার জীবনবৃত্তান্ত সংক্রান্ত কিছু তথ্য দিন ; যা জনসমকাষে প্রদর্শিত হবে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ Robayeth গুরুত্বপুর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য। তবে এই টিউনটা আমাদের চেয়ে মোবাইল চোর দের দের জন্য বেশি কাজে লাগবে… (হা হা হা হাঃ-))… তা হলে ওরা একটু সাবধান হয়ে যেত।।
আর হ্যাঁ আপনি আমার কন্ট্যাক্ট নাম্বার চেয়েছেন… ওটা আমার ওয়েব সাইট এ ই পেতেন।। যায় হোক +8801912955006 রাতের দিকে কন্ট্যাক্ট করলে ভালো হয়… আর ইয়াহু আই এম ymsgr:sendim?saif_satkhira2 এই লেখাটি আপনার ব্রাউজারে পেস্ট্‌ করে এন্টার প্রেস করুন। তা হলে ইয়াহুর ম্যাসেঞ্জারে সরাসরি চ্যাট করতে পারবেন।

Level 2

হুমমম, চোরের দশদিন, সাধুর একদিন

Level 0

ভােলা একটা িটউন. িকন্তু েকাথায় অিভেযাগ জানােবা বল্লেল ভিেলা হয় .

    Level New

    পুলিশ সদর দপ্তরে সিআইডি ……

Level 0

ভালো টিউন

IMEI এর মাধ্যমে স্পেনেও দেখেছি মোবাইল ব্লক করতে। তার মানে মোবাইলটি চিরতরে নষ্ট করে দেওয়া না। ইউরোপিয় ইউনিয়নের বাহিরে যেকোন দেশে এইসব মোবাইল কাজ করে।

@ Robayeth সেদিন আপনার সাথে আমার চ্যাট হল কিন্তু আই ডি এ্যাড্‌ করতে মনে ছিল না… পারলে আবার একটু আমার সাথে যোগাযোগ করবেন… আপনার জন্য কিছু টিপস আছে।

Level New

আপনাকে খুজে তো পাইনা। yahoo id > munnarko

Level 0

ভাইয়া আমাকে কি একটা smortmovi soft দিবেন। দিলে খুশী হব।

Level 0

ভাইয়া আমাকে কি একটা smortmovi soft দিবেন। দিলে খুশী হব। [email protected]

Level New

জুয়েল ভাই, আপনি কোন সেট ব্যবহার করছেন ?

bhaiya, internet e amr first comment eita…..Jai hok….Apnr tunes ta otishoi kaajer. ekhon jodi set harai, sekhetre kar sathe jogajog korle bhalo hoi.

    Level New

    পুলিশ সদর দপ্তরে সিআইডি

টিউনটি পড়ে নিজে নিজে অনেকদিন পর প্রাণণণণণণণণণ খুলে হাসলাম। ভাবলাম সবাইকে জানানো দরকার এটি আমাদের জন্য কতটুকু কার্যকর ভূমিকা রাখে।
পেশাগত জীবনে আমি একটি সাপ্তাহিক ম্যাগাজিনের সাংবাদিক। কাজের কারণে দীর্ঘদিন থেকে মোবাইলের সাথে আমার আত্নীক সম্পর্ক গড়ে উঠেছে। যখন কোন নতুন মোবাইল কিনি সাথে সাথে IMEI নাম্বার সেভ করে রাখি। যাতে কখনো মোবাইল হারিয়ে গেলে অন্য কেউ ব্যবহার কিংবা কোনরূপ ক্ষতি না করতে পারে। বাংলাদেশ যখন NOKIA 5130 MUSIC EXPRESS আত্মপ্রকাশ করলো তখন সেটটি দেখে পছন্দ হয়ে যায়। সাথে সাথে কিনে ফেললাম। সমস্ত কাগজপত্রই ছিল বৈধ। মোটামুটি নিশ্চিন্তে মনের সুখে ব্যবহার করছি। এক মাস পরে সেটটি যেকোন ভাবে আমার কাছ থেকে ছিনতাই হয়ে যায়। ঐদিনই থানায় জিডি করলাম। থানা থেকে IMEI Form পূরণ করে পাঠানো হলো মালিবাগ ডিবি অফিসে। (সাংবাদিক পরিচয় দেওয়ার পর থানা থেকে IMEI Form দেয়া হয়েছে। সাধারণ জনগণকে সহজে এই Form দেয়া হয়না। নানা সমস্যা দেখিয়ে বিদায় করে দেওয়া হয়।) ডিবি অফিসে তদন্ত যার উপর বর্তানো হলো তার সাথে প্রতিদিনি যোগাযোগ হতো। তিনি বলতেন আপনার কাজ দ্রুত গতিতে এগুচ্ছে চিন্তা করবেন না। এভাবে দিনের পর দিন একই মন্তব্য শুনতে শুনতে আরো উপরের স্তরে যোগাযোগ করলাম। বলা হলো তদন্ত যার উপর দেয়া হয়েছে এটি তিনি পর্যবেক্ষনে রেখেছেন। আপনি পূর্ণ আস্থা (!) রাখুন। জানিনা তারা কার উপর আস্থা রাখতে বলেছেন তাদের উপর নাকি চোরের উপর?
সর্বশেষ অবস্থা এমন হলো ছেড়েদে মা কেঁদে বাঁচি। মোবাইল গেছে যাক আর হয়রানী হতে চাইনা। তাই সবাইকে বলছি IMEI নাম্বার থাকলেই কিন্তু আপনি হারানো মোবাইল সেটের পুনরুদ্ধার আশা করতে পারেন না। এগুলো হচ্ছে কানাকে চাঁদ দেখানো। কারো যদি মোবাইল চুরি হয়ে যায় বলবেন শোকর আল হামদুলিল্লাহ। ভুলেও মালিবাগ ডিবি অফিসে আসবেন না।
মন্তব্যটি কারো ভালো লাগতে পারে আবার নাও লাগতে পারে। তবে আমার ভালো লাগছে কারণ এটি আমার প্রথম মন্তব্য। কথা হবে অন্য পথে অন্য মতে। আল্লাহ হাফেজ।

    Level 2

    ধন্যবাদ আপনাকে একটা গুরুত্ত্বপূর্ণ তথ্য জানানোর জন্য।

    পুলিশ সাহায্য করে নাই বলে যে ভবিষ্যতেও করবে না সেটা ঠিক না। আগে এই নিয়ম অনুসরন করে তারপর পরিচিত উচ্চপদস্থ মামা-চাচা দিয়ে প্রেশার দিলেই আপনার কাজ হবে ইনশাল্লাহ্‌। যেই দেশে যেই সিস্টেম।

রিজভী ভাইয়ের কথাগুলির সাথে একমত পোশন করছি। কারন এইটা হলো বাংলাদেশের প্রশাসনিক বাস্তবিক অবস্থা। একটা কথা মনে পড়ল।
১০ টাকার গরু ২০টাকার ঠেলুনী। এই গরু কিনে আর লাভ কি?

আমার নকিয়া n73 সেট চুরি হয়েছ তার imel ছিল : 359738004936359

কেউ হেল্প করুন আমাকে কি ভাবে উদ্তার করব: my No: 01839007744